প্রত্যেক ব্যক্তি উপার্জনের কিছুটা অর্থ সঞ্চয় করে রাখার চেষ্টা করে। আর বর্তমানে অর্থ সঞ্চয়ে সবচেয়ে উত্তম মাধ্যম হলো (HDFC FD Interest Rates) ফিক্সড ডিপোজিট। কারণ এই ফিক্সড ডিপোজিট নিরাপদ ও ভালো রিটার্ন দেওয়ায় এই ফিক্সড ডিপোজিটের প্রতি মানুষের আগ্রহ বেড়েই চলেছে। সেইদিক লক্ষ্য করে প্রতিটি ব্যাংক ফিক্সড ডিপোজিটের ওপর ভালো সুদ প্রদান করছে। এদিকে বেসরকারি ব্যাংক গুলোর মধ্যে HDFC খুবই জনপ্রিয় একটি ব্যাংক।
HDFC FD Interest Rates in 2024
এই ব্যাংক সম্প্রতি 2 কোটি টাকার নিচের অ্যাকাউন্টের জন্য সুদের হার বৃদ্ধি করেছে। এতে খুশি আমজনতা। কারণ এর সরাসরি লাভ পাবে মধ্যবিত্ত শ্রেণি। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, 9 ফেব্রুয়ারি থেকে এই HDFC FD Interest Rates বা এইচডিএফসি ফিক্সড ডিপোজিটের সুদের হার কার্যকর করা হয়েছে। এছাড়া এই ব্যাংকের সাথে অনেক গ্রাহক যুক্ত রয়েছে।
এই ব্যাংক মাঝে মধ্যেই নতুন নতুন স্কিম নিয়ে আসে এছাড়া সুদের হারও খুব বেশি দিচ্ছে। তাই গ্রাহকরা আরও উৎসাহিত হচ্ছে এই ব্যাংকের প্রতি। বিনিয়োগের ওপর এতটাই সুদ দেওয়া হবে যে আপনার রিটার্ন আপনাকে আয়ের সুযোগ করে দেবে। কারণ এই ব্যাংক নতুন সুদের হার পরিবর্তন করেছে।
এরফলে ২ কোটি টাকার কম আমানতকারীদের জন্য এটা খুশির খবর। বর্তমানে প্রত্যেক ব্যক্তি ফিক্সড ডিপোজিট করার জন্য আগ্রহী হয়ে থাকেন অন্যদিকে সুদের হার বৃদ্ধি করলে সেই আগ্রহ আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে এই HDFC FD Interest Rates বা এইচডিএফসি ফিক্সড ডিপোজিটের সুদের হার।
নতুন সুদের হার
- ১৮ মাস থেকে ২১ মাসে – FD জন্য সুদের হার ২০ bps বৃদ্ধি করে ৭.০৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ করেছে।
- ৭ দিন থেকে ১০ বছরে – ৩.৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ সুদ করা হয়েছে।
- ৭ দিন থেকে ২৯ দিন – ৩ শতাংশ
- ৩০ দিন থেকে ৪৫ দিন – ৩.৫০ শতাংশ
- ৪৫ দিন থেকে ৬ মাস – ৪.৫০ শতাংশ
- ৬ মাস থেকে ৯ মাস – ৫.৭৫ শতাংশ
- ৯ মাস থেকে ১ বছর – ৬ শতাংশ
- ১ বছর থেকে ১৫ মাস – ৬.৬০ শতাংশ
- ১৫ মাস থেকে ১৮ মাস – ৭.১০ শতাংশ
- ২১ মাস থেকে ২ বছর ১১ মাস – ৭ শতাংশ
পার্সোনাল লোন নাকি ক্রেডিট কার্ড। কোন ক্ষেত্রে কোনটি আপনার জন্য উপযোগী?
এই নতুন বৃদ্ধিপ্রাপ্ত সুদ গ্রাহকদের মেয়াদ শেষে রিটার্ন অনেকটাই বাড়িয়ে দেবে। যেটা তাদের একটা বাড়তি আয়ের সুযোগ করে দেবে। আপনি যদি HDFC গ্রাহক হয়ে থাকেন তাহলে এই সুবিধা আপনার জন্য। ২০২৪ সাল থেকে এই নতুন সুদের (HDFC FD Interest Rates) হার লাঘু করা হবে। এমন আরো গুরুত্তপূর্ণ খবরের জন্য এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.