2000 Rupees Note – একবারে কতগুলো 2000 টাকার নোট বদলানো যাবে? ব্যাংকে যাবার আগে জেনে নিন সঠিক তথ্য।

2000 Rupees Note – 2000 নোটের বদলানোর সীমা নির্ধারিত, 2000 টাকা ব্যাংকে বদলাতে নিয়ে যাওয়ার আগে অবশ্যই দেখুন।

2000 টাকার নোট (2000 Rupees Note) নিয়ে নতুন সিদ্ধান্ত আরোপ হলো ব্যাংক এর ওপর। 2000 টাকার নোট বাতিল হওয়ার সিদ্ধান্ত পেশ হয়েছে বেশ কিছুদিন আগেই। যেসব গ্রাহকদের কাছে এখনো 2000 টাকার নোট অবশিষ্ট রয়েছে, তাদেরকে 30 সেপ্টেম্বর, 2023 তারিখের মধ্যে ব্যাংকে নোট জমা করতে হবে। গ্রাহকরা এই সময়ের মধ্যে নিজের ব্যাংক অ্যাকাউন্ট এ 2000 টাকার নোট জমা করতে পারবে অথবা অন্য কোনো ব্যাংকের অধীনে অন্য মূল্য নোটের সাথে পরিবর্তন করতে পারবে। গত 19 মে ভারতীয় রিসার্ভ ব্যাংকের তরফ থেকে 2000 নোটের বাতিল হওয়ার সিদ্ধান্ত পেশ হয়েছে।

সর্বাধিক কটা 2000 এর নোট এক্সচেঞ্জ করা যাবে?
গত 23 মে, 2023 থেকে নোট এক্সচেঞ্জ প্রক্রিয়া চালু হয়েছে। ওইদিন থেকে 30 সেপ্টেম্বর, 2023 অবধি একজন গ্রাহক সর্বমোট 2000 নোটে 20000 টাকা অবধি এক্সচেঞ্জ করতে পারবে। অর্থাৎ, কোনো গ্রাহক একেবারে 10 টি 2000 এর নোটও এক্সচেঞ্জ করতে পারবেন।

আধার কার্ড নিয়ে বড় ঘোষণা, বাকি মাত্র 8 দিন, এর মধ্যে এই কাজটি না করলে গুনতে হবে মোটা টাকা জরিমানা।

কি জানিয়েছেন ব্যাংক অধিকর্তারা?
চলতি বছরের 22 মে আরবিআই গভর্নর জানিয়েছিলেন যে, নোট পরিবর্তন প্রক্রিয়া পূর্বের মতোই থাকবে, সেরকম কোনো বদল হবে না পদ্ধতিতে। তবে ব্যাংকের ওপর নির্ভর করে প্রক্রিয়াতে পরিবর্তন আনার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং গ্রাহক দের সেই বিষয়ে ওয়াকিবহাল থাকতে হবে। আরবিআই এর প্রকাশিত তথ্যসূত্রে, ব্যাংক কর্মকর্তারা 2000 নোটের (2000 Rupees Note) এক্সচেঞ্জ প্রক্রিয়াতে প্রয়োজনে নিজস্ব নিয়ম এবং পদ্ধতি অনুসরণ করতে পারবে। এই বিষয়ে বিশেষ কিছু ব্যাংক নিজেদের মতামত পেশ করেছে, জেনে বিস্তারিত সেই বিষয়ে।

কি বলছেন ব্যাংক কর্মকর্তারা?

HDFC Bank :
HDFC ব্যাংক ইমেইল এর মাধ্যমে তাদের গ্রাহকদের সতর্কীকরণ প্রক্রিয়া পাঠাচ্ছে। ইমেইল এ তারা জানিয়েছেন যে, ““আমরা ২৩ মে, ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ব্যাঙ্কের যে কোনও শাখায় ঝঞ্ঝাটহীন এক্সচেঞ্জ পরিষেবা অফার করি, যার ফলে গ্রাহকরা নিজেদের ২০০০ টাকার ব্যাঙ্ক নোট প্রতি দিনের ২০,০০০ টাকার সীমার মাধ্যমে বিনিময় করতে পারবেন।”

Punjab National Bank:
Punjab National Bank এর একজন প্রতিনিধির বক্তব্য অনুযায়ী 2000 টাকার নোটের (2000 Rupees Note) এক্সচেঞ্জ প্রক্রিয়ায় গ্রাহককে,ব্যাংকের শাখার মত আধার কার্ড এর মত গুরুত্বপূর্ণ সনাক্তকরণ নথি প্রতিস্থাপিত করতে হবে না।

SBI ( State Bank of India)
State Bank of India এর অধিকর্তারা বহুপূর্বেই তাদের স্থানীয় ব্যাংক আধিকারিকদের উদ্দেশ্যে নির্দেশিকা পেশ করেছিলেন যে রিকুইজিশন স্লিপ ছাড়াই গ্রাহকরা 20000 টাকা অবধি 2000 টাকার নোটের (2000 Rupees Note) এক্সচেঞ্জ করতে পারবে। সেক্ষেত্রে অন্য ব্যাংক কর্তারা নিজেদের পদ্ধতি অনুযায়ী রিকুইজিশন স্লিপ এর বাধ্যবাধকতা চালু করতেই পারে গ্রাহকদের জন্য। গ্রাহকরা যে ব্যাংকে 2000 নোটের এক্সচেঞ্জ করতে চাইছে, সেই ব্যাংকের পদ্ধতি এবং নির্দেশিকা অনুযায়ী এক্সচেঞ্জ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।

32000 বাতিল প্রাথমিক শিক্ষকদের মামলার রায়। চাকরি বেঁচে গেল, নাকি বাতিল?

Leave a Comment