Scholarships – একজন শিক্ষার্থী সর্বাধিক কটি স্কলারশিপ পেতে পারে এক সাথে?
সরকারি কিংবা বেসরকারি বিভিন্ন রকম স্কলারশিপ বা Scholarships পেয়ে থাকেন পড়ুয়ারা। আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য এই স্কলারশিপ ব্যাবস্থা করা হয়েছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা কলেজ পাস করার পর আবেদন করতে পারবেন স্কলারশিপে। তবে অনেক পড়ুয়ার মনেই প্রশ্ন একজন পড়ুয়া সর্বাধিক কটা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন? আজকের প্রতিবেদনে সেই সম্পর্কিত তথ্য তুলে ধরা হবে।
How Many Scholarships Can a Student Get?
বলা যায় শিক্ষার্থীদের জন্য সুখবর। কারণ একজন শিক্ষার্থী একই সাথে একাধিক স্কলারশিপে বা Scholarships আবেদন করতে পারবেন। অনেক পড়ুয়া আছেন যাদের পারিবারিক আর্থিক অবস্থা ততটা স্বচ্ছল নয়, তাই উচ্চশিক্ষার ইচ্ছা থাকা সত্ত্বেও পড়াশুনা চালিয়ে যেতে পারেন না। অনেক পড়ুয়া এইজন্য পড়াশুনার পাশাপাশি পার্ট টাইম জব করে থাকেন নিজের পড়াশুনার খরচ চালানোর জন্য।
পার্ট টাইম কাজ করলে হয়তো অর্থ উপার্জন হয় কিন্তু পড়াশুনার অনেকটাই ক্ষতি হয়। তাই আপনারা যারা এখনো জানেন না সরকার পড়াশুনার জন্য মেধাবী অথচ দুঃস্থ ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপে বা Scholarships ব্যাবস্থা করেছেন। এই স্কলারশিপে আবেদন করলে একজন পড়ুয়া পড়াশুনা বাবদ অর্থ পেয়ে থাকেন।
কারা এই একাধিক স্কলারশিপ পাওয়ার যোগ্য
যদি আপনি নিয়মিত পাঠরত শিক্ষার্থী হয়ে থাকেন এবং পূর্বের শ্রেণীতে 65% বা তারও বেশি নম্বর পেয়ে থাকেন, তাহলে একের অধিক বৃত্তির সুবিধা নিতে পারবেন আপনি। অর্থাৎ আপনি যদি দশম, দ্বাদশ, স্নাতক ও স্নাতকোত্তরেে প্রথম বর্ষে ভর্তি হন তাহলে একাধিক স্কলারশিপে আবেদন করতে পারবেন। বিজনেস, আইন, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং ও ফিল্ম স্টাডিজ -র মতোন Professional Course এর ক্ষেত্রে পড়াশোনার খরচ অন্যান্য কোর্সের তুলনায় অনেকটাই বেশি।
তাই সরকার থেকে একটি স্কলারশিপ বা Scholarships বাবদ যে বৃত্তি দেওয়া হয় তা খুবই সামান্য হয়ে যায়। তাই সেক্ষেত্রে একজন শিক্ষার্থী একই কোর্সের জন্য একাধিক স্কলারশিপে আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে, একই বছরে সর্বোচ্চ একটি Government Scholarship -র জন্য আবেদন করতে পারবেন। এবং একাধিক Private Scholarship এর জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা।
মাধ্যমিক পাশ ও উচ্চ মাধ্যমিক পাশ করলেই পাবেন পশ্চিমবঙ্গের সেরা 5 স্কলারশিপের একটি।
সরকারি মতে একই ক্লাসে একের বেশি সরকারি স্কলারশিপের বা Scholarships জন্য যোগ্য নন পড়ুয়ারা। তবে সরকারি ছাড়াও অনেক প্রাইভেট স্কলারশিপ রয়েছে। সেগুলোতে আপনি একের বেশি আবেদন করতেই পারেন। তবে প্রাইভেট স্কলারশিপ পেতে হলে তাদের দেওয়া যোগ্যতা পূরণ করতে হবে। কিন্তু আপনি যদি সরকারি স্কলারশিপ গুলোতে একের বেশি আবেদন করেন।
তাহলে কোনভাবে সরকার সেটা বুঝতে পারলে আপনার স্কলারশিপ বা Scholarships পাওয়া শুধু বন্ধ হবে সেটা নয়, আপনার এই কাজের জন্য উপযুক্ত শাস্তি পেতে হতে পারে সেইসাথে ভবিষ্যতে আর কোনো সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবেন না। তাই আপনি স্কলারশিপ এর জন্য আবেদন করলে সরকারি স্কলারশিপ যে কোন একটি বেছে নিন এবং তার সাথে প্রাইভেট স্কলারশিপ একটি বা দুটির জন্য আবেদন করতেই পারে।
প্রত্যেক মহিলাকে মাসে ৮৫০০ টাকা দেওয়ার ঘোষণা। এক গুচ্ছ নতুন প্রকল্প চালুর ভাবনা।
বর্তমানে যে পরিমাণে পড়াশোনার খরচ তাতে একটি সরকারি স্কলারশিপের বা Scholarships মাধ্যমে পড়াশোনার খরচ বহন করা সম্ভবপর নয় তাই একটি সরকারি স্কলারশিপের সাথে যদি অন্য প্রাইভেট স্কলারশিপের আবেদন করেন তাহলে একজন দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীর পক্ষে তার পড়াশুনা চালিয়ে যাওয়া অনেক সহজ হবে। এমন আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য এই পেজটি ফলো করে পাশে থাকুন।
Written by Shampa Debnath.