YouTube Earning – পুরো তথ্য জানতে হলে পড়ুন বিস্তারিত।
আপনি যদি ইউটিউব ব্যবহার করে থাকেন অর্থাৎ ইউটিউবে ভিডিও (YouTube Earning) দেখে থাকেন অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে বা আপনি যদি ভবিষ্যতে youtuber হতে চান এবং Youtube Video থেকে নিজের কেরিয়ার তৈরি করতে চান তাহলে আপনার কখনো না কখনো এই প্রশ্নটি নিশ্চয় মনে হয়েছিল যে ইউটিউব ভিউ প্রতি কত টাকা দেয় একই সঙ্গে ইউটিউব থেকে আয় করতে ভিডিয়োতে কত ভিউ প্রয়োজন। তাই আজ আপনি এই পোস্টের মাধ্যমে জানতে পারবেন যে ইউটিউব থেকে আয় শুরু করতে আপনার মোট কত ভিউ-এর প্রয়োজন।
বার্তমানে ভারতের একাধিক বড় বড় ইউটিউবার (YouTube Earning) যেমন Carryminati, Sourav Joshi, Amit Bhadana, BB KI VINES, Ashish Chanchlani ইউটিউব থেকে কোটি কোটি টাকা আয় করে থাকে। আমেরিকা তথা বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার MrBeast ইউটিউব থেকে প্রত্যেক মাসে কোটি কোটি টাকা আয় করে। তবে নতুন ইউটিউবারের পক্ষে এটি একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন তাহলে আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হতে পারে ইউটিউব থেকে অর্থ উপার্জন করার জন্য কতগুলি ভিউ এর দরকার।
ইউটিউব থেকে অর্থ উপার্জন করার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে
আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে বা আপনি যদি ভবিষ্যতে youtuber হতে চান তাহলে আপনার এটা জানা অত্যন্ত জরুরী যে ইউটিউবে ভিডিও বানিয়ে অর্থ উপার্জন (YouTube Earning) করার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে। ইউটিউবে ভিডিও বানিয়ে অর্থ উপার্জন করার জন্য প্রথমে আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামের(YPP) সঙ্গে যুক্ত হতে হবে অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে।
ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য আপনার চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘণ্টা Watch time প্রয়োজন কিন্তু এই শর্তটা শুধুমাত্র যারা Long Video বানায় তাদের জন্য কিন্তু Shorts Creators দের ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য ১,০০০ সাবস্ক্রাইব এবং চ্যানেলের সব video মিলে ১০ মিলিয়ন ভিউ হওয়া প্রয়োজন।
ইউটিউবে কত ভিউ-তে কত টাকা পাওয়া যায়?
ইউটিউব চ্যানেলের ভিডিয়োর ভিউ এর উপর ইউটিউবারদের আয় (YouTube Earning) নির্ভর করে। ইউটিউব থেকে অর্থ উপার্জন করার ক্ষেত্রে ভিডিয়োর কনটেন্টও খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউব চ্যানেলের ভিডিয়োর ১০০০ ভিউ-এর উপর ১ ডলার বা ৮২ টাকা থেকে ২.৫ ডলার বা ২০৭ টাকা আয় করা সম্ভব।
তবে ভিউ ছাড়াও ইউটিউব চ্যানেলের মাধ্যমে অন্যান্য অনেক উপায়ে আয় করা সম্ভব। তথ্য অনুযায়ী ফাইন্যান্স এবং টেক ক্যাটাগরীর ইউটিউব চ্যানেলের আয় অন্যান্য ক্যাটাগরীর ইউটিউব চ্যানেলের আয় অপেক্ষা বেশি। মূলত এই বিষয় অ্যাডের সুযোগ বেশি থাকায় আয়ের সুযোগও বেশি।