AIIMS Recruitment 2023.
এই রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য দারুন একটি খবর, AIIMS এ শুন্যপদ (AIIMS Recruitment 2023) রয়েছে ৩০৩৬ টি। আর এজন্যই নতুন করে অনেক পদে নিযুক্ত করা হবে কর্মী। এই সুযোগে আপনিও যদি এই মুহূর্তে চাকরির জন্য চেষ্টা করছেন তবে এই পদ গুলোর মধ্যে আপনার জন্য পছন্দসই একটি পদের জন্য আবেদন করতেই পারেন। হয়তো আপনার জন্য এই চাকরিটি অপেক্ষা করছে। দেখে নেওয়া যাক আবেদনের খুঁটিনাটি সব বিষয়।
বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছেঃ ১৭-১১-২০২৩
আবেদনের শেষ তারিখঃ ০১-১২-২০২৩
শুন্য পদঃ এই মুহুর্তে সবরকম পদ মিলিয়ে মোট শুন্য পদের সংখ্যা ৩০৩৬ টি।
ভারতবর্ষে নাগরিক হলে এখানে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে ২৩ টি জেলার উভয় ছাত্রছাত্রী এখানে আবেদন যোগ্য।
যোগ্যতাঃ এখানে বিভিন্ন বিভাগের জন্য কর্মী প্রয়োজন (AIIMS Recruitment 2023) তাই সব বিভাগের জন্য একই যোগ্যতা রাখা হয়নি। মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাশ ও গ্রাজুয়েট ছাত্র ছাত্রীরা এই পদগুলোতে আবেদনের যোগ্য। তবে কোন পদের জন্য কোন পাশ লাগবে বিস্তারিত জানতে AIIMS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি দেখে আবেদন করুন।
পদের নামঃ এখানে বিভিন্ন পদে নিযুক্ত করা হচ্ছে।
যেমন – Yoga Instructor, Wireman, Vocation Counsellor, Warden (Hostel Warden), Stenographer, Plumber, Multi-Tasking Staff ইত্যাদি। আরও অনেকগুলি পদ আছে সেখানে আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন। সমস্ত পদ জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি একবার দেখে নিন।
বয়স সীমাঃ
১) যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন তাদের সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৫০ বছর মধ্যে বয়স হতে হবে। এছাড়া অনেক (AIIMS Recruitment 2023) পদ আছে যে পদে বয়স সীমা অনেক কম লাগছে আবার অনেক পদ আছে যা ৩০ বছর উপরে বয়স সীমা থাকলে আবেদন করা যাবে। সম্পূর্ন ডিটেইলস দেখার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি চেক করে নিন।
বেতনঃ
যদি আপনার এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে পে লেভেল-১ থেকে লেভেল-৮ অনুযায়ী বেতন প্রদান করা হবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছেঃ
www.aiimsexams.ac.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, (AIIMS Recruitment 2023) আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবেঃ
এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে বিভিন্ন পর্যায়ে ধারাবাহিকভাবে। প্রথমে CBT Test তারপর ইন্টারভিউ ও সর্বশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন আর শারীরিক পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। সবগুলো মিলিয়ে মোট নম্বরের ওপর নিয়োগ নির্ভর করবে।
আবেদন মূল্যঃ
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন তাদের একটি নির্ধারিত আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কত টাকা আবেদন ফিস আছে এবং কোথায় কি মাধ্যমে জমা দেবেন সেটা বিজ্ঞপ্তি দেখে নিজের দায়িত্বে করুন।
আবেদন প্রক্রিয়াঃ
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) আবেদন ফিস জমা দিয়ে আবেদন কার্য সম্পন্ন করতে হবে।
আবেদনের জন্য www.aiimsexams.ac.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
তবে শেষ তারিখটি মাথায় রেখে আবেদন করবেন। ডিসেম্বরের ১ তারিখের পরে কোন আবেদন করলেও সেটি গ্রহণ করা হবেনা।
Written by Shampa Debnath.