Balika Samriddhi Yojana – আপনার কন্যা সন্তানের পড়াশুনার সকল খরচার দায়িত্ব নিলো সরকার, বড় ঘোষণা কেন্দ্রের।

Balika Samriddhi Yojana – কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত।

কন্যা সন্তানেরা যাতে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যেতে পারে, জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, সেই দিকে নজর দিয়েই সরকারের তরফে একাধিক প্রকল্প (Balika Samriddhi Yojana) তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে বেটি বাঁচাও বেটি পড়াও নামের একটি যোজনা চলছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে কন্যাশ্রীর মতো প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে। যাতে কন্যা সন্তানরা টাকার অভাবে তাদের পড়াশোনা বন্ধ না হয়ে যায়। এবার কেন্দ্রীয় সরকারের তরফে সেরকমই আরেকটি প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে। এই প্রকল্পটির নাম বালিকা সমৃদ্ধি যোজনা (Balika Samriddhi Yojana).

দেশের বিপিএল (BPL) পরিবারভুক্ত কন্যা সন্তানদের জন্যই এই প্রকল্প তৈরি করা হয়েছে। জন্ম থেকে শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা করার জন্যই সরকার বালিকা সমৃদ্ধি যোজনা চালু করেছে। যাতে বিপিএল বা দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের কন্যা সন্তানেরা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। সেই লক্ষ্যে এই যোজনার মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ বৃত্তি দিয়ে থাকে সরকার।

YouTuber দের সুখবর এবার থেকে 500 সাবস্ক্রাইবার হলেই টাকা পাবেন, সহজেই ভিডিও ভাইরাল করুন।

কন্যা সন্তান জন্মের সময়েই (Balika Samriddhi Yojana) তার মায়ের হাতে ৫০০ টাকা সাহায্য তুলে দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে ধাপে ধাপে যখন সেই কন্যা সন্তান শিক্ষা অর্জন করে এবং একের পর এক ক্লাসে উঠতে থাকে, তখন একটা নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হয়। বালিকা সমৃদ্ধি যোজনার বিস্তারিত তথ্য একবার দেখে নেওয়া যাক। গ্রামীণ অঞ্চলে বালিকা সমৃদ্ধি যোজনা পরিচালনা করেন শিশু উন্নয়ন পরিষেবা এবং শহরাঞ্চলে পরিচালনা করে থাকেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা।

আবেদন পদ্ধতি:
বালিকা সমৃদ্ধি (Balika Samriddhi Yojana) যোজনা অফলাইন এবং অনলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যায়। অনলাইনে আবেদন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে সমস্ত তথ্য জুড়ে দিয়ে সাবমিট করতে হবে।

অফলাইনে আবেদন করতে হলে কোনো অঙ্গনওয়াড়ি কর্মী বা স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের কাছ থেকে ফর্ম নিয়ে সঠিকভাবে পূরণ করে বিস্তারিত তথ্য দিয়ে জমা দিতে হবে।
কত টাকা সহায়তা দেওয়া হবে:
কন্যা সন্তানের জন্মের সময় মায়ের হাতে ৫০০ টাকা তুলে দেওয়া হয়। এরপর প্রতিটি ক্লাস অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ বৃত্তি (Balika Samriddhi Yojana) দেওয়া হয়ে থাকে।

PM Kisan Yojana পোর্টালের বড় পরিবর্তন, এই কাজ না করলে কৃষক বন্ধুরা 14 তম কিস্তির টাকা পাবেন না।

Class I থেকে Class III পর্যন্ত ৩০০ টাকা।
Class IV- ৫০০ টাকা।
Class V- ৬০০ টাকা।
Class VI এবং Class VII ৭০০ টাকা।
অষ্টম শ্রেণির ক্ষেত্রে ৮০০ টাকা।
নবম এবং দশম শ্রেণীর ক্ষেত্রে ১০০০ টাকা।
আবেদনের সময় কি কি ডকুমেন্টস লাগবে:
কন্যা সন্তানের বার্থ সার্টিফিকেট
বাবা-মায়ের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংক একাউন্টের ডিটেলস।

Leave a Comment