Ration Card – এখন রেশন কার্ড বানান বাড়ি বসে অনলাইনে নিজের মোবাইলে সামান্য কিছু টিপস ফলো করে।

রেশন কার্ড তথা Ration Card হলো একটি গুরুত্বপূর্ণ নথি। এই রেশন কার্ডের মাধ্যমে একজন ব্যক্তি চাল, ডাল, গম নিত্য প্রয়োজনীয় খাবার অনেক কম মূল্যে এছাড়া কিছু প্রান্তিক মানুষদের জন্য বিনা মূল্যে সরবরাহ করা হয়। এরফলে উপকৃত হন কোটি কোটি মানুষ। তাই দরিদ্র বা মধ্যবিত্তদের কাছে এই রেশন কার্ড খুবই গুরুত্তপূর্ণ নথি। ব্যক্তির আয়ের ওপর নির্ভর করে রেশন কার্ড বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে.

How to Apply Online Ration Card?

আর এই ক্যাটাগরি ভিত্তিক খাদ্য সামগ্রীর পরিমাণ ভিন্ন হয়ে থাকে। সাধারণত পরিবারের প্রধানের নামের রেশন কার্ড তথা Ration Card জারি করা হয় যাতে পরিবারের অন্যান্য সদস্যরা সুবিধা পেয়ে যেতে পারেন। সরকারি প্রকল্পের আবেদনের জন্য এই রেশন কার্ড নথি হিসাবে খুবই উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকে।

আপনি যদি Ration Card বা রেশন কার্ড আবেদন করতে চান তাহলে অনলাইনে কিভাবে খুব সহজে পেয়ে যাবেন তার ডিটেইলস জেনে নিন এই প্রতিবেদনে। তবে আজকে আমরা জানাতে চলেছি উত্তরপ্রদেশের মানুষরা রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করতে পারবেন।

কারণ রাজ্য ভেদে বিভিন্ন নিয়ম আলাদা হয়। তাই আজকে উত্তরপ্রদেশের মানুষরা কিভাবে অনলাইনে রেশন কার্ড বানাবেন সেটার পদ্ধতি সম্পর্কে অবগত করবো। অনলাইনে Ration Card বা রেশন কার্ড পেতে হলে যে সমস্ত নথি প্রয়োজন সেই সব কিছুর সম্পর্কে আমরা জানবো।

  • প্রয়োজনীয় নথি
  • আবেদন পদ্ধতি

রেশন গ্রাহকদের জন্য সুখবর! রেশন কার্ডে ফ্রীতে রেশন ছাড়াও আরও কিছু পাবে?

প্রয়োজনীয় নথি

  • আধার কার্ড/ভোটার আইডি কার্ড
  • ঠিকানার প্রমাণ/বিদ্যুৎ বিল/জলের বিল
  • মোবাইল নম্বর
  • পাসপোর্ট সাইজের ছবি আপনার পরিবারের সদস্যদের
  • প্যানকার্ড
  • আয়ের শংসাপত্র (আয় শংসাপত্র)
  • ব্যাঙ্ক পাসবুক
  • গ্যাস সংযোগের বিবরণ
LPG Subsidy - এলপিজি ভর্তুকি

আবেদন পদ্ধতি

খুব সহজে কয়েকটা ধাপে আপনি আবেদন প্রক্রিয়া সেরে ফেলতে পারবেন।

  • প্রথমে ইউপি সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান। ওয়েবসাইট লিংক https://fcs.up.gov.in
  • এর পরে হোমপেজে থাকা ফর্ম ডাউনলোড ক্লিক করুন।
  • এখন আপনার সামনে একটি নতুন স্ক্রীন আসবে, এখানে আপনি বিভিন্ন ধরনের ফর্মের অপশন দেখতে পাবেন।
  • আপনার প্রয়োজন মতন আপনার আবেদনপত্র নির্বাচন করুন।
  • এরপর একটি ফর্ম ডাউনলোড হবে এবং PDF ফাইলে খুলবে।
  • এখন আপনাকে এই ফর্মে দেওয়া সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করুন।
  • এরপর আপনাকে আঞ্চলিক CSC কেন্দ্রে যেতে হবে এবং এই ফর্মটি জমা দিতে হবে।

আবেদনের 3 মাসের মধ্যে দিতে হবে রেশন কার্ড। কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের।

ফ্রম জমা পড়ার পর এটি যাচাই বাছাই করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে ৩০ দিন পর্যন্ত সময় নেওয়া হবে। যাচাই করণ প্রক্রিয়া সঠিক হলে ৩০ দিনের মধ্যে Ration Card বা রেশন কার্ড আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন। এমন গুরুত্তপূর্ণ খবরের আপডেট পেতে এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.

Leave a Comment