ICDS Recruitment – রাজ্যে অষ্টম শ্রেনী ও মাধ্যমিক পাশ যোগ্যতায় শতাধিক শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ।
ICDS Recruitment – আবেদন করবেন কীভাবে? জানুন খুঁটিনাটি।
রাজ্যের সকল মেয়ে চাকরিপ্রার্থীদের (ICDS Recruitment) জন্য অত্যন্ত খুশির খবর। রাজ্যে শুধুমাত্র অষ্টম পাশ যোগ্যতায় শতাধিক শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বর্তমান দিনে সমস্ত মেয়েই চায় নিজের পায়ে দাঁড়াতে, তাদের জন্য অত্যন্ত খুশির খবর। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
পদের নাম (Post Name):-
রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (ICDS Recruitment)
(Anganwadi Employee and Helper) পদে নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা (Total Vacancy):-
রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে মোট শূন্যপদ রয়েছে ১৫৫ টি। বিভিন্ন ব্লকে শূন্যপদের সংখ্যা ভিন্ন, তাই সেক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে তবেই আবেদন করবেন।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):-
রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে (ICDS Recruitment) আবেদনের জন্য আবেদনকারীর নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
1) প্রথমত আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
2) আবেদনকারীকে অবশ্যই নূন্যতম অষ্টম পাশ বা মাধ্যমিক পাশ হতে হবে।
3) যেসব আবেদন প্রার্থীর শিশু খাদ্য রান্না এবং প্রাথমিক শিশুদের শিক্ষাদানের ধারণা থাকবে তাঁরা এই চাকরির ক্ষেত্রে অগ্রাধীকার পাবেন।
বয়সসীমা(Age Limit):-
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদনের জন্য আবেদনকারীর নূন্যতম বয়স ১৮ বছর হওয়া প্রয়োজন এবং সর্বোচ্চ ৪০ বছর এর মধ্য হওয়া প্রয়োজন।
নিয়োগ স্থান (Requirements Place):-
নির্বাচিত প্রার্থীদের হুগলি জেলার পাণ্ডুয়া, জাঙ্গীপাড়া, আরামবাগ ও ভদ্রেশ্বরের বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি (Application Process) –
আবেদনকারীরা সরাসরি অনলাইনের মাধ্যমে অঙ্গনওয়াড়ি (ICDS Recruitment) কর্মী ও সহায়িকা পদে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।
1)অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করার জন্য আবেদনকারীকে প্রথমে নিয়োগ সংস্থার ওয়েবসাইটে গিয়ে ‘Recruitment’ অপশনে ক্লিক করতে হবে।
2) এরপরে অনলাইনে আবেদন করার জন্য সেখানে থাকে ‘Online Application’ অপশনটিতে ক্লিক করতে হবে।
3) এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
4) যেসকল নথীপত্রের প্রয়োজন সেগুলো আপলোড করতে হবে।
5) আবেদন পত্রটি জমা করার জন্য সবশেষে “SUBMIT” অপশনটিতে ক্লিক করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Sellection Process):-
সমস্ত আবেদন প্রার্থীদের লিখিত পরীক্ষার (Written Exam) মাধ্যমে নিয়োগ করা হবে।
পরীক্ষার সিলেবাস(Exam Syllabus):-
মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
1)মাতৃভাষায় ১৫০ শব্দের রচনা লিখন (অষ্টম শ্রেণী), » মোট ১৫ নম্বর।
2) পাটি গণিত (অষ্টম শ্রেণী), » মোট ২০ নম্বর।
3) পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন » মোট ১৫ নম্বর।
4) ইংরেজি ভাষাজ্ঞান, অনুবাদ » মোট ২০ নম্বর।
5) সাধারণ জ্ঞান » মোট ২০ নম্বর।
আবেদনের শেষ তারিখ(Application Last Date) :-
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন আবেদন করার শেষ তারিখ হল আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৩।
পশ্চিমবঙ্গে DA মামলার জয়জয়কার। সেপ্টেম্বরের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ।