Khela Hobe Scheme – 100 দিনের কাজের পরিবর্তে রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘খেলা হবে’, জেনে নিন বিস্তারিত।
আসতে চলেছে রাজ্য সরকারের নয়া (Khela Hobe Scheme) প্রকল্প। ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের একুশে মঞ্চ সংঘটিত হয় কলকাতায়। সেদিনের মঞ্চে বড় ঘোষণা করতে শোনা গিয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। বিগত কয়েক মাস ধরেই ১০০ দিনের কাজের কোনো টাকা কেন্দ্র সরকার কর্তৃক পশ্চিমবঙ্গে আসছে না। কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে ‘১০০ দিনের কাজ’ প্রকল্প নিয়ে দুর্নীতি করার অভিযোগ এনেছে। এমনকি জব কার্ড হোল্ডারদের টাকাও আটকে রেখে দিয়েছে কেন্দ্র সরকার। সেই কারণেই রাজ্য সরকার আনতে চলেছে নয়া প্রকল্প ‘খেলা হবে’। কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে? এই প্রকল্প চালু হবে কবে থেকে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি।
তৃণমূল সুপ্রিমো একুশের মঞ্চে জানিয়েছেন, জব কার্ড হোল্ডারদের ২৬ দিনের কাজ দিয়েছে রাজ্য সরকার। তাঁদের ১০০ দিনের কাজ দেওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্র সরকার এই ব্যাপারে কোনো রকম সাহায্য না করায়, বাধ্য হয়ে সেই দায়িত্ব রাজ্য সরকার নিজের কাঁধে তুলে নিয়েছে। এই নিয়েই নতুন প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আগস্ট মাসে 14 দিন বন্ধ থাকবে ব্যাংক, দুর্ভোগ এড়াতে তাড়াতাড়ি মিটিয়ে নিন সমস্ত কাজ।
প্রকল্পটির নাম রাখা হয়েছে ‘খেলা হবে'(Khela Hobe Scheme). এই মুহূর্তে জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজ দেওয়া সম্ভব না হলেও, ৪০-৫০ দিনের কাজের ব্যবস্থা রাজ্য সরকার করবে। জানা যাচ্ছে এই ‘খেলা হবে’ প্রকল্পের মাধ্যমে জব কার্ড হোল্ডাররা রাজ্য সরকারের থেকে সরাসরি কাজ পাবেন। আর সেই কাজের টাকা চলে যাবে তাদের নির্দিষ্ট ব্যাংক একাউন্টে।
খেলা হবে প্রকল্প (Khela Hobe Scheme) :-
এতদিন কেন্দ্র সরকার ১০০ দিনের কাজ দিত জব কার্ড হোল্ডারদের। কেন্দ্র সরকার সেই কাজের টাকা এখনও পর্যন্ত না মেটানোর কারণে রাজ্য সরকার শুরু করতে চলেছে নতুন নামে এই প্রকল্প। প্রতিবছর ৪০ দিন থেকে ৪৫ দিনের কাজ দেওয়া হবে জব কার্ড হোল্ডারদের। পরবর্তী সময়ে যদি কেন্দ্র সরকার আবার টাকা দেওয়া শুরু করেন, সেক্ষেত্রেও এই কাজ করতে পারবে জব কার্ড হোল্ডাররা। আর দুটি কাজের টাকাই নির্দিষ্ট সময় তাঁরা পেয়ে যাবেন। এই কাজের টাকা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকার দেবে।
কাজের যোগ্যতা :-
এই কাজ পেতে গেলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর তাদের কাছে থাকতে হবে জব কার্ড। তার জন্য আগে অবশ্য কাজের জন্য জব কার্ড হোল্ডারদের আবেদন করতে হবে।
আবেদন পদ্ধতি :-
এই কাজের জন্য জব কার্ড হোল্ডাররা Umang App এর মাধ্যমে আবেদন করতে পারবেন। তার জন্য সবার প্রথমে এই অ্যাপটি মোবাইলে ডাউনলোড করতে হবে। এরপর উক্ত প্রকল্পে (Khela Hobe Scheme) এপ্লাই করার জন্য নির্দিষ্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানে একটি ফর্ম দেখাবে। ফর্মটি সঠিক ভাবে পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এই সময় অবশ্যই জব কার্ডের প্রয়োজন হবে। যদি কেউ অনলাইনে এপ্লাই করতে না চান সেক্ষেত্রে অফলাইনেও এপ্লাই করতে পারবেন। এজন্য দুয়ারে সরকার ক্যাম্প অথবা পঞ্চায়েত দপ্তরে সরাসরি যোগাযোগ করতে হবে।
প্রয়োজনীয় নথি :-
এক্ষেত্রে আবেদন করার জন্য প্রয়োজন হবে-
১. আবেদনকারীর জব কার্ড
২. ইনকাম সার্টিফিকেট
৩. ভোটার কার্ড
৪. ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স
৫. আবেদনকারীর ফটো
৬. আধার কার্ড।
LIC এর দুর্দান্ত প্ল্যান, মাত্র একবার টাকা দিয়ে সারাজীবন সুবিধা পাবেন।