Medhashree Scholarship – শুরু হলো মেধাশ্রী স্কলারশিপে আবেদন প্রক্রিয়া, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য।

Medhashree Scholarship 2023

মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পের মাধ্যমে (Medhashree Scholarship) পড়াশোনার জন্য টাকা দিচ্ছে রাজ‍্য সরকার, কত টাকা, কিভাবে পাবেন, জেনে নিন।
ছাত্র-ছাত্রীদের একাধিক স্কলারশিপ দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তারপরেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়ার জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের সহায়তা করার লক্ষ্যে রাজ্য সরকারের তরফে একাধিক প্রকল্প রয়েছে।

এবার ওবিসি সম্প্রদায়ভুক্ত (New Scholarship for OBC Category Students) ছাত্র ছাত্রীদের জন্য নতুন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সেই প্রকল্পের মাধ্যমে তাদের বার্ষিক ভিত্তি দেওয়া হয়ে থাকে। যাতে শিক্ষা লাভের ক্ষেত্রে তাদের কিছুটা হলেও আর্থিক সহায়তা হয়। এর আগে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে আর্থিক সহায়তা করত। কিন্তু সেই প্রকল্পটি বন্ধ করে দেয়। ফলে সমস্যায় পরে পড়ুয়ারা। আর সেই দিকে নজর দেয় রাজ্য সরকার। তারপর থেকেই এই প্রকল্পের মাধ্যমে তাদের সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সেই প্রকল্পটি সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।

Scholarship Name

১. প্রকল্পের নামঃ মেধাশ্রী স্কলারশিপ (Medhashree Scholarship)
২. কারা আবেদনের যোগ্য?
পশ্চিমবঙ্গ সরকারের মেধাশ্রী প্রকল্পে আবেদন করতে হলে প্রথমেই ওবিসি সম্প্রদায় ভুক্ত হতে হবে।

কারণ এই প্রকল্পটি একমাত্র ওবিসি সম্প্রদায়ের পড়ুয়াদের জন্যই তৈরি করা হয়েছে। এটি রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে পরিচালনা করা হচ্ছে। রাজ্যের সরকারি এবং সরকারি পোষিত স্কুলগুলিতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা এই প্রকল্পে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

Medhashree Scholarship Amount

৩. কত টাকার স্কলারশিপ দেওয়া হবে?
রাজ্য সরকারের মেধাশ্রী প্রকল্পে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ওবিসি পড়ুয়াদের (Class- V to Class-VII OBC Students) জন্য বছরে ৮০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে।

Medhashree Scholarship Application

৪. কিভাবে আবেদন করতে পারবেন?
মেধাশ্রী প্রকল্প চালু হওয়ার পরেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে অধিকাংশ ছাত্র-ছাত্রী আবেদন করেছেন। সেখানে মেধাশ্রী প্রকল্পের ফরম সংগ্রহ করে সেটি পূরণ করার পর যাবতীয় তথ্য দিয়ে জমা দিতে হয়েছে। বর্তমান সময়ে পঞ্চায়েত নির্বাচন চলার কারণে দুয়ারে সরকার ক‍্যাম্প হচ্ছে না। পরবর্তীতে ফের দুয়ারে সরকার ক্যাম্প চালু হলে সেখানেও জমা দিতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট বিদ্যালয়ে সরাসরি ছাত্র-ছাত্রীরা মেধাত্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থী ও মেধাশ্রী পোর্টালের মাধ্যমে সেই আবেদনপত্র জমা দিতে পারবেন।

Documents required

৫. কি কি ডকুমেন্ট লাগবে?
ছাত্র-ছাত্রীদের মেধাশ্রী প্রকল্পে আবেদনের জন্য কাস্ট সার্টিফিকেট সহ ব্যাংক একাউন্ট, ফোন নম্বর যাবতীয় তথ্য দিতে হবে। যে যে ডকুমেন্ট লাগবে একবার দেখে নিন:
এই প্রকল্পে আবেদনের জন্য পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে। সেই মর্মে ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে।

আরও পড়ুন, জুলাই মাসে কোন কার্ডে কি পরিমান ফ্রি রেশন পাবেন, তালিকা দেখে নিন।

  • আধার কার্ডের জেরক্স
  • পরীক্ষার মার্কশীট
  • ওবিসি সার্টিফিকেট
  • ইনকাম সার্টিফিকেট
  • পাসপোর্ট কালার ছবি
  • রেসিডেন্সিয়াল সার্টিফিকেট

৬. একই ক্লাসে কি একাধিকবার পাওয়া যাবে?
এক্ষেত্রে জেনে রাখা দরকার মেধাশ্রী প্রকল্পের আর্থিক সহায়তা পেতে গেলে প্রতি ক্লাসে একবারই সরকারের তরফে প্রদান করা হবে। কোনো ছাত্র ছাত্রী যদি অকৃতকার্য হওয়ার ফলে সেই ক্লাসে দ্বিতীয়বার পড়াশোনা করতে হয়, তাহলে এই স্কলারশিপ পাবেনা। পরবর্তীতে আবার নতুন ক্লাসে উত্তীর্ণ হলে ফের এই স্কলারশিপ চালু হবে।

মেধাশ্রী প্রকল্পে কত টাকা স্কলারশিপ দেওয়া হবে?

প্রত্যেক OBC পড়ুয়াদের বছরে ৮০০ টাকা স্কলারশিপ দেওয়া হবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করলে কি মেধাশ্রী স্কলারশিপে আবেদন করা যাবে?

নিয়ম অনুযায়ী একজন পড়ুয়া একটি কোর্সের জন্য একটি স্কলারশিপ পেতে পারে।

আরও পড়ুন, আবেদন করুন টাটা স্কলারশিপে, কত টাকা পাবেন, লাস্ট ডেট কবে জেনে নিন।

Leave a Comment