Pm Matru Vandana Yojana – এই প্রকল্পে আবেদন করবেন কীভাবে? জানুন বিস্তারিত।
দুস্থ এবং নিম্নবিত্ত মানুষের সহায়তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন জনদরদী প্রকল্পের (Pm Matru Vandana Yojana) উদ্ভাবন করছেন। বিগত কয়েক বছরে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার সহ আরও বেশ কিছু প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ নিয়ে চলেছেন। এবারও একটি জনদরদী প্রকল্পের বাস্তবায়ন করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে বিবাহিত এবং গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ সুবিধা অন্তর্ভূক্ত করা হয়েছে। ৫০০০ হাজার টাকার এই ভাতার আওতাভুক্ত হতে, বিশদে জেনে নিন এই প্রকল্পের বিষয়ে।
এই প্রকল্পের উদ্দেশ্য কি?
“প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা” প্রকল্পের (Pm Matru Vandana Yojana) সুবিধা নিতে পারবেন গর্ভবতী মহিলারা। কেন্দ্র সরকার এর উদ্দেশ্য এই প্রকল্পের মাধ্যমে দেশের সকল গর্ভবতী মহিলাদের সুস্থ জীবন যাপনে সহায়তা করা এবং মেডিসিন ও চিকিৎসার খরচে সহায়তা করা। পাশাপাশি, স্তনপান করানো মায়েরাও এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবে বলে কেন্দ্রীয় সরকার দ্বারা নির্দেশিত হয়েছে।
গ্রাহকদের কথা ভেবে আবারও সুদের হার বাড়ালো জনপ্রিয় এই রাষ্ট্রয়ত্ব ব্যাংক।
গর্ভবতী থেকে সদ্য হওয়া মায়েদের যাতে প্রাথমিক স্তরে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় , সেই দিকেই মনোনিবেশ করছে সরকার। প্রত্যেক বছর সেই জন্য গর্ভবতী মহিলারা নিজেদের অ্যাকাউন্টে (Pm Matru Vandana Yojana) 5000 টাকা করে পেয়ে যাবেন। এই টাকা তিনবারের কিস্তির মাধ্যমে গ্রাহকদের ব্যাংকে ডাইরেক্ট ট্রান্সফার করা হয়।
কিভাবে এবং কতবারে কিস্তি পাবেন এই প্রকল্পের?
প্রথমাবস্থায় প্রকল্পের আওতাভুক্ত হওয়ার পর গর্ভবতী মায়েরা 1000 টাকা পেয়ে যাবেন তাদের অ্যাকাউন্টে। এর পর দ্বিতীয় কিস্তিতে 2000 টাকা দেওয়া হয় গর্ভাবস্থার 6 মাসে অর্থাৎ প্রসবের আগের ডাক্তার চেকআপের সময়। সন্তানের জন্ম পরবর্তীতে জন্ম নিবন্ধনের পরে 2000 টাকা তৃতীয় কিস্তি হিসেবে ট্রান্সফার করা মায়েদের অ্যাকাউন্টে।
বিশেষত, দৈনিক মজুরিতে কাজ করা গর্ভবতী মহিলাদের স্বাস্থের কথা মাথায় রেখে এই উদ্যোগ রেখেছে কেন্দ্রীয় সরকার। তথাপি, কোনো উচ্চপদস্থ কর্মচারী এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। এই প্রকল্পের আওতাভুক্ত হতে গর্ভবতী মহিলারা নিকটবর্তী আশা কেন্দ্র অথবা হেলথ সেক্টরে যোগাযোগ করুন।
ঘরে বসে এই ব্যবসা শুরু করুন, সারা বছর চলবে, 50% লাভ থাকবে। লসের কোনও চান্স ই নেই।