Post Office Recruitment – পোস্ট অফিসে বড় নিয়োগ, পুজোর পরেই জয়েনিং, জানুন কীভাবে আবেদন করবেন?

Post Office Recruitment – ভারতীয় পোস্ট অফিসে চলছে নিয়োগ প্রক্রিয়া, একনজরে দেখে নিন পরীক্ষার খুঁটিনাটি।

ভারতীয় পোস্ট অফিস (Post Office Recruitment) আবার শুরু করলেন নিয়োগ প্রক্রিয়া। আবেদন করতে হবে অফলাইনে। মাধ্যমিক পাশ ছেলে মেয়েরাও এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। আসুন এক নজরে দেখে নিন চাকরির খুঁটিনাটি।
নিয়োগ সংস্থার নামঃ
Ministry of Communications Department of Posts এটি হলো নিয়োগ সংস্থার নাম।
পদের নামঃ Staff Car Driver

Advertisement

উক্ত পদের জন্য ৬ জন প্রার্থী প্রয়োজন
আবেদন মাধ্যম অফলাইনে।
৪/১০/২০২৩ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে
আবেদনের শেষ তারিখ এখনো দেওয়া হয়নি। পরবর্তী বিজ্ঞপ্তিতে দিয়ে দেওয়া হবে আশাকরি।

Advertisement

PM kisan yojana তে এবার থেকে 6000 এর পরিবর্তে দেওয়া হবে 8000 টাকা, বড় সিদ্ধান্ত কেন্দ্রের।

বেতনঃ
উক্ত পদে চাকরির জন্য এখানে যদি আপনার আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে পে কমিশন ৭ এর পে লেভেল ২ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে।
বয়সঃ
এই পরীক্ষায় বসার জন্য সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছর ।

শিক্ষাগত যোগ্যতাঃ
এই নিয়োগ (Post Office Recruitment) পরীক্ষায় বসার জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে। তার সাথে তিন বছরের গাড়ি চালাবার দক্ষতা থাকতে হবে। গাড়ি চালাবার জন্য ড্রাইভিং লাইসেন্স ও থাকা আবশ্যিক। যে কোনো ভারী অথবা হালকা গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ির ইঞ্জিন সম্পর্কিত জ্ঞান থাকাটাও জরুরি।

অত্যাবশ্যকিয় ডকুমেন্ট :- এই পরীক্ষায় আবেদনের জন্য
বয়সের প্রমাণ পত্র
ভোটার কার্ড
পাসপোর্ট সাইজ ফটো
যোগ্যতার সার্টিফিকেট
আরও অন্যান্য নথি ইত্যাদি লাগবে।

কিভাবে আবেদন করবেনঃ
এই নিয়োগ পরীক্ষায় (Post Office Recruitment) আবেদন করতে হবে অফলাইনে। আর তার জন্য সর্বপ্রথম আপনাকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন। দরকারে www.indiapost. gov.in ওয়েবসাইট এ গিয়ে বিস্তৃত তথ্য সংগ্রহ করুন। এরপর বুঝেশুনে আবেদন করুন।
Written by Shampa Debnath

1980 সালের পুরনো 2 টাকার নোট আছে? তাহলে বিক্রি করলেই কোটিপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button