Railway Recruitment – ভারতীয় রেলে 2 লক্ষের ও বেশি শূন্যপদে বিরাট নিয়োগ, এই মাত্র প্রকাশিত হল বিজ্ঞপ্তি।

Railway Recruitment – কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত।

ভারতীয় রেল পৃথিবীর অন্যতম বৃহত্তম রেলওয়ে (Railway Recruitment) নেটওয়ার্ক। প্রত্যেকদিন দেশের অসংখ্য মানুষ শ্রমিক থেকে শুরু করে চাকরিপ্রার্থী সকলে রেলের পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল। দেশের সকল মানুষদের রেলের পরিষেবা দেওয়ার জন্য কর্মরত আছেন অসংখ্য কর্মী। ভারত সরকার রেলওয়ে ব্যবস্থাকে উন্নত করার জন্য প্রত্যেক বছর প্রচুর চাকরির vacancy প্রকাশ করেন। কেন্দ্রের পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে ভারতীয় রেলে নিয়োগ করা হয়।

Advertisement

সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভার বাদল অধিবেশন চলাকালীন ভারতের রেলে (Railway Recruitment) বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগের ইঙ্গিত দিয়েছেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন সব জোন মিলিয়ে ভারতীয় রেলে ২ লক্ষেরও বেশি শূন্য পদে শীঘ্রই নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট মহল মনে করেন লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে রেলে নিয়োগের ক্ষেত্রে বিরাট উদ্যোগ নেওয়া হবে।

রাজ্যে ফের 7টি নতুন জেলা তৈরির ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী। কোন, কোন জেলা?

প্রত্যেক বছর ভারতীয় রেলে কর্মরত যে পরিমাণ কর্মী, অবসর গ্রহণ করছে তার তুলনায় নিয়োগের পরিমাণ খুবই নগণ্য। তাই সংশ্লিষ্ট মহল মনে করেন ভারতীয় রেলে শীঘ্রই বিপুল সংখ্যক নিয়োগের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন ভারতীয় রেলে নিয়োগ নিয়ে শীঘ্রই কোনো কর্মসূচি গ্রহণ করবে কেন্দ্র।

সম্প্রতি ভারতীয় রেল বিভাগের (Railway Recruitment) তরফ থেকে জানানো হয়েছে ভারতীয় রেলে ২ লক্ষেরও বেশি শূন্য পদ রয়েছে, প্রায় আড়াই লক্ষের কাছাকাছি শূন্য পদ রয়েছে। ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন রেলের সমস্ত জোন মিলিয়ে গ্রুপ সি-এর শূন্যপদের সংখ্যা ২ লক্ষ ৪৮ হাজার ৮৫৯টি। পশ্চিম ও সেন্ট্রাল জোন মিলিয়ে রয়েছে মোট ২৫,২৮১টি শূন্যপদ এবং পূর্বাঞ্চলের জন্য রয়েছে মোট ২৯,৮৯৬টি শূন্যপদ।

এছাড়াও ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন Indian Rail Recruitment Level-1 এ ৩০ শে জুন ২০২৩ এর আগে পর্যন্ত ১ লক্ষ ৪৭ হাজার ২৮০ জন কর্মী নিয়োগ করা হয়েছে এবং ১ লক্ষ ২৮ হাজার ৩৪৯ টি শূন্যপদে গ্রুপ-সি তে প্যানেলভুক্ত হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button