Seva Sakhi Scheme – পশ্চিমবঙ্গে চালু হল সেবা সখি প্রকল্প। কী কী সুবিধা পাবেন জেনে নিন
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জনসাধারণের জন্য একঝাঁক নতুন স্কিম চালু করেছে যার নাম সেবা সখি স্কিম বা Seva Sakhi Scheme. বিগত কয়েক বছরে নিত্যনতুন প্রকল্প চালু হয়েছে বাংলায়। প্রতিটি প্রকল্পে আলাদা আলাদা সুবিধা দিচ্ছে। মাসিক, বার্ষিক আর্থিক সাহায্য করছে জনসাধারণকে। জনসাধারণের বক্তব্য, পশ্চিমবঙ্গের কর্মসংস্থান সুযোগ সবার আগে প্রয়োজন। কাজের সুযোগ না পেয়ে অনেকেই ভিন রাজ্যে গমন করছে।
How to Apply Seva Sakhi Scheme Benefits
আর তাই রাজ্য সরকার নিয়ে এলো নতুন সরকারি প্রকল্প। এই প্রকল্পের (Seva Sakhi Scheme) হাত ধরে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ হবে, ঠিক তেমনি ৯০০০ টাকা করে পাওয়া যাবে। তাহলে আর দেরি কিসের, আসুন জেনে নেওয়া যাক এই নতুন প্রকল্প সম্পর্কে। আপনাদের সুবিধার্থে এই প্রতিবেদনে রাজ্য সরকারের নতুন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হল।
সেবা সখি প্রকল্প কি
রাজ্য সরকার বেকার যুবক-যুবতীদের স্বার্থে নতুন প্রকল্প হাজির করেছে আগেই। কর্মসংস্থান বৃদ্ধিতে আরও তৎপর হয়েছে রাজ্য সরকার। সম্প্রতি এক নতুন প্রকল্পের সূচনা হলো পশ্চিমবঙ্গে। যার নাম সেবা সখি প্রকল্প বা Seva Sakhi Scheme. এই প্রকল্প রাজ্য সরকার চালু করেছে প্রধানত বেকার মেয়েদের স্বার্থে। এর মাধ্যমে যাতে সমস্ত বেকার মেয়ে আছে, তারা একটা সুযোগ পায় নিজের পায়ে দাঁড়ানোর।
বঙ্গ সমাজের প্রান্তিক অঞ্চলে বসবাসকারী অবহেলিত পরিবারের মেয়েদের ক্ষমতায়নের উদ্দেশ্যে সরকার নতুন এই প্রকল্প চালু করেছে। বলা হচ্ছে, প্রকল্পের শেষে মেয়েদের কাজে যুক্ত করা অনেক বেশি সহজতর হবে। শুধু তাই নয়, সরকার প্রতি মাসে বেতন হিসেবে ৯০০০ টাকা পারিশ্রমিক দেবেন। সব মিলিয়েই এই প্রকল্প সমাজের মেয়েদের অবস্থান শক্তপোক্ত করবে বলে মনে করা হচ্ছে। আসুন এবার জেনে নেওয়া যাক এই প্রকল্পের যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্পর্কে।
সেবা সখী প্রকল্পের সুবিধাগুলি কি কি
রাজ্য সরকারের সেবা সখি প্রকল্প বা Seva Sakhi Scheme বঙ্গ সমাজে মহিলাদের ভিত শক্ত করবে। মহিলাদের সার্বিক স্বাধীনতা এবং ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকারের এই প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রতিটি ব্লকের ২০ জন মহিলাকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। কর্মসংস্থান বাড়লে মহিলাদের আর্থিক দিকটি শক্ত হবে বলে ধারণা।
এর পাশাপাশি বাংলায় বেকারত্ব হ্রাসে ‘সেবা সখী প্রকল্প’ অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সরকারের কার্যকরী পদক্ষেপ সংশ্লিষ্ট প্রকল্পটি। সেবা সখি প্রকল্প বা Seva Sakhi Scheme পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ মূলক উদ্যোগের অংশ। সূত্রের খবর, প্রকল্পের প্রথম পর্যায়টি শুরু হতে চলেছে দূর্গাপুজোর পর। প্রকল্পে যুক্ত হওয়া মেয়েদের কাজ কি হবে, তাঁরা কি রকম পারিশ্রমিক পাবেন, সেটাও জেনে নেওয়া জরুরী।
সেবা সখী প্রকল্পে এগোবে কিভাবে
সেবা সখি প্রকল্প বা Seva Sakhi Scheme নির্বাচিত মহিলাদের দূর্গাপুজোর পর এক মাসের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে হবে।প্রাথমিকভাবে এই সরকারি নতুন প্রকল্পে শুরু হবে শহরের নিকটবর্তী এলাকায়। প্রাথমিকভাবে প্রকল্পটি চালু হবে শহরের নিকটবর্তী উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক, হাওড়ার আমতা, ও দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে।
ভোটের আগে একাউন্টে টাকা দিচ্ছে সরকার। কীভাবে আবেদন করবেন দেখেনিন?
এক মাসের প্রশিক্ষণ শিবিরে মেয়েদের শেখানো হবে, ক্ষত সারানো, ব্যান্ডেজ করা, ওষুধ প্রয়োগ, প্রেশার মাপা, হৃদরোগের জন্য সিপিআর ইত্যাদি কাজগুলি। মূলত চিকিৎসা সংক্রান্ত কাজ তাঁদের হাতে-কলমে শেখানো হবে। প্রশিক্ষণ শেষে মেয়েরা যখন দক্ষ সেবা প্রদানকারী হয়ে উঠবেন, তখন তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হতে পারে।
মাসিক বেতন
সেবা সখি প্রকল্প বা Seva sakhi scheme যুক্ত হওয়া মেয়েদের নিয়োগ করা হবে গ্রামীন এলাকায় ২৫৫ টাকার মজুরিতে। দৈনিক ২৫৫ টাকা করে দেওয়া হবে তাঁদের। যা মাসিক হিসাব অনুসারে ৭৫০০/- টাকারও বেশি। নিঃসন্দেহে এই প্রকল্পের মাধ্যমে বহু মহিলারা আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠবেন। তাঁরা পারিশ্রমিক দিয়ে সংসার চালাতে পারবেন, চাইলে নিজের জন্য খরচ করতে পারবেন। নিজ ভবিষ্যৎ উন্নতি স্বার্থে ব্যায়িত করতে পারবেন।
আবেদন পদ্ধতি
সরকারের ত
এতক্ষণ এই প্রকল্প সম্পর্কে জানার পর নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে, কিভাবে সেবা সখি প্রকল্প জন্য আবেদন জমা করা যাবে? আসুন এবার জেনে নেওয়া এর অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে। জানা যাচ্ছে, দূর্গাপুজোর পর প্রকল্পের আবেদন শুরু হবে। আগ্রহীরা অনলাইনে অথবা অফলাইনে নিজেদের আবেদন জমা করতে পারবেন। রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে পরে বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। দপ্তরের নির্দেশ মত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।