WB TET Exam 2023 – ডিসেম্বরেই টেট পরীক্ষা, প্রকাশিত হল তারিখ, আজ থেকে শুরু আবেদন প্রক্রিয়া, জানুন শেষ তারিখ কবে?

WB TET Exam 2023 – চলতি বছরের শেষেই টেট পরীক্ষা, জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিভাবে করবেন আবেদন জানতে পড়ুন বিস্তারিত।

নিয়োগ দুর্নীতি নিয়ে একপ্রকার সরগরম রাজ্য রাজনীতি তার মধ্যেই আজ প্রাথমিক শিক্ষা (WB TET Exam 2023) সংসদের সভাপতি গৌতম পাল জানান চলতি বছরের শেষেই ১০ ই ডিসেম্বর টেট এক্সাম হবে। অনেক বছর টেট এক্সাম বন্ধ থাকার পর গত বছর প্রায় ৫ বছর পর ১১ ই ডিসেম্বর টেট এক্সাম হয়েছিল। সেই টেট এক্সামের রেজাল্ট দু মাস পর বেরিয়েছিল। তাতে ৬ লাখ ৯০ হাজার জন আবেদন করেছিলেন আর ১ লাখের ওপর পাশ করেছিলেন। তাদের এখনও অবধি নিয়োগ পত্র না মিললেও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানান NCTE গাইড লাইন মেনেই পরীক্ষা নেওয়া হয়। নিয়োগ আর পরীক্ষা এক নয়।

Advertisement

প্রতি বছর নিয়ম মেনে পরীক্ষা (WB TET Exam 2023) নেওয়া হবে। যেটা কয়েক বছর স্থগিত ছিল। নিয়োগ তার নির্দিষ্ট পথেই এগোবে আর পরীক্ষাও প্রতিবছর নিয়ম মেনেই নেওয়া হবে। যাতে পরীক্ষা প্রতি বছর হলে সেই সাথে নিয়োগ ব্যাবস্থা চালু থাকলে আশা করা যায় বেকার শিক্ষার্থীর সংখ্যা কমবে
তিনি আরও জানান টেট পরীক্ষা প্রতিবছর নেওয়া হবে। টেট পরীক্ষায় পাশ করা মানেই নিয়োগ হয়ে যাওয়া নয়।

Advertisement

মধ্যবিত্তদের মাথায় হাত! পুজোর আগেই বৃদ্ধি পেতে চলেছে রান্নার তেলের দাম। জেনে নিন নতুন রেট।

নিয়োগ একটি অন্য প্রক্রিয়া। গতবছর নিয়োগ প্রক্রিয়া এখনো আটকে থাকার কারণ কিছু অসুবিধার কারণে। তবুও ডিভিশন বেঞ্চে ছাড়পত্র মিললেও সুপ্রিম কোর্টে ছাড়পত্র মেলার অপেক্ষা। যদিও কোনো বছর নিয়োগ নাও হয় তবুও টেট এক্সাম নিয়ে যাওয়াই হবে প্রতি বছর। তবে সরকার থেকে খুবই চেষ্টা করা হচ্ছে যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী নিয়োগ শুরু করা যায়।

আজ বুধবার সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষা (WB TET Exam 2023) পর্ষদের সভাপতি গৌতম পাল জানান এবছর ১০ ই ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া হবে দুপুর ১২ টা থেকে ৩ টা পর্যন্ত। আগের বারের মতোই এবারও NCTE নিয়ম মেনেই পরীক্ষা হবে। কি কি সতর্কতা নেওয়া হবে:- ক্যামেরা নজরদারি থাকবে সাথে বায়োমেট্রিক উপস্থিতি নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে ভিডিও রেকডিং এর ব্যবস্থা ও রাখা হবে।পরীক্ষা হবে খুবই স্বচ্ছ তার মাধ্যমে।

আগের বারের মতোই পরীক্ষার্থীরা OMR শীট এই পরীক্ষা দেবে এবং আসল কপি পর্ষদ জমা নিয়ে নিলেও কার্বন কপি তারা বাড়ি নিয়ে যেতে পারবেন। কিভাবে আবেদন করবেন:- বুধবার সন্ধ্যা থেকেই বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে। বৃহস্পতিবার কাগজে বিজ্ঞপ্তি প্রকাশের পরই সেদিন সন্ধ্যা ৭ টা থেকেই আবেদন করা যাবে। ৩ সপ্তাহ ধরে আবেদন করা চলবে।

শ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। জানা গেল রাজ্যের পরিকল্পনা।

এছাড়াও যদি প্রেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তবে দিন বাড়ানো হতে পারে তবে সেই ব্যাপারে পরে জানানো হবে। এছাড়া পর্ষদের সভাপতি জানান বি এড পাশ (WB TET Exam 2023) করেছেন যারা তারা এই টেট এক্সাম আবেদন করতে পারবেন না। মূলত ডি এল এড পাশ করা বা যারা আগের বার টেট পরীক্ষার অকৃতকার্য হয়েছিল তারাও পারবে টেট পরীক্ষার জন্য আবেদন করতে।
Written by Shampa Debnath

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button