Aadhar Card – ঘরে বসে বিনা খরচায় আধার কার্ডে দেওয়া ফোন নম্বর বদলাবেন কীভাবে? দেখে নিন সঠিক পদ্ধতি।
Aadhar Card – বিস্তারিত জানতে পড়ুন পুরোটা।
আধারকার্ড (Aadhar Card) হলো খুবই গুরুত্বপূর্ণ একটি নথি। যেটি আমাদের ঘুরতে গেলে হোটেলে, বিভিন্ন সরকারি কাজে, ব্যাংকে, স্কুল কলেজে ভর্তি হতে সর্বক্ষেত্রে প্রয়োজন হয়। তাই অধরকার্ড এর মধ্যে যে ডিটেইলস গুলো থাকে তা সম্পূর্ণ সঠিক হওয়া বাঞ্ছনীয়। আঁধারের মধ্যে নিজের ফোন নম্বর থাকে। কিন্ত কোনো কারণে ফোন হারিয়ে গেলে কিংবা অন্য কোনো কারণে ফোন নম্বর পাল্টাতে হলে তখন নতুন নাম্বার নিলে আধারের সাথে সংযুক্ত করবেন কি করে?
আসুন জেনে নিন সেই পদ্ধতিঃ
দুইরকম পদ্ধতি অনুসরণ করেই নাম্বার চেঞ্জ করতে পারবেন।
অনলাইন পদ্ধতিঃ
প্রথমত, ইউআইডিএআইয়ের ওয়েবসাইটে যান।সমস্ত বিবরণ আপডেট করতে হবে। ক্লিক করতে হবে সেন্ড ওটিপি-তে।
জিও কে রুখতে নয়া অফার এয়ারটেলের, সবচেয়ে সস্তায় মিলবে রোজ 3 জিবি ডেটা সহ আনলিমিটেড কল।
দ্বিতীয়, পুরনো মোবাইল নম্বর চেঞ্জ করতে হলে ক্যাপচা এন্টার করে নতুন মোবাইল নম্বর দিতে হবে।
তার পর ক্লিক করতে হবে সেন্ড ওটিপি-তে। মোবাইল নম্বর বদলের (Aadhar Card) পর চেকবক্স ক্লিক করে সাবমিট-এ ক্লিক করতে হবে।
তৃতীয়, নতুন মোবাইল নম্বর দিতে হবে, এবার ক্লিক করতে হবে সাবমিট আপডেট রিকোয়েস্ট অপশনে।
মোবাইল নম্বর যথাক্রমে ভেরিফাই এবং কনফার্ম করতে হবে।
এতেই কাজ হয়ে যাবে। কিন্তু যদি কেউ অনলাইন পদ্ধতিতে করতে অসুবিধা বোধ করেন, তাহলে অন্য উপায়ও আছে। এর জন্য যেতে হবে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে। সেখানে গিয়ে ফর্ম ভর্তি করে জমা দিতে হবে আর দিতে হবে যৎসামান্য একটা পরিষেবা ফি। এক্ষেত্রে কেউ যদি মোবাইল নম্বর চেঞ্জ করতে চান, তাহলে খরচ পড়বে ৫০ টাকা। বায়োমেট্রিক তথ্য বদলাতে হলে দিতে হবে ১০০ টাকা। আর যদি বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক উভয় তথ্যই বদলানোর প্রয়োজন হয় সেই ১০০ টাকাই পড়বে।
তাহলে আর কোনো সমস্যা রইলনা ফোন হারিয়ে গেলে কিংবা কোনো কারণে নাম্বার চেঞ্জ করতে হলে। আপনার অনলাইন হোক অফলাইন হোক সুবিধামত আধারকার্ড (Aadhar Card) এর ফোন নম্বর পরিবর্তন করতে পারবেন। আর যদি আধার কার্ডে ক্যানসেল হওয়া কোনো নাম্বার থেকে তাহলে কোনো প্রয়োজনে আধার কার্ডের ডিটেইলস অসম্পূর্ণ রয়ে যাবে। সেক্ষেত্রে আপনিই অসুবিধার পড়বেন।
Written by Shampa Debnath
রাজ্য সরকারি কর্মী ও পেনশনারদের বড় আপডেট। এক ধাক্কায় অনেক লাভ।