Lakshmir Bhandar – লক্ষ্মীর ভান্ডারে এই মাসে কত টাকা ঢুকলো, চেক করুন ঘরে বসে। কীভাবে? জানুন সঠিক পদ্ধতি।

Lakshmir Bhandar – ঘরে বসেই দেখে নিন, লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে এসছে কিনা?

রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhandar). রাজ্য সরকার বাংলার মানুষদের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন। যার মধ্যে কন্যাশ্রী, যুবশ্রী,স্বাস্থ্য সাথী রয়েছে। কিন্ত এগুলোর মধ্যে মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেন সবার সেরা। রাজ্যের মেয়েদের জন্য এই প্রকল্প অনেক সুযোগ সুবিধা এনে দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের মেয়েদের জন্য কিছু করতে চেয়েছিলেন। সেই মতো তৃতীয়বার সরকারে আসলে তিনি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন।

Advertisement

আবেদন প্রক্রিয়াঃ
এই প্রকল্পে আবেদন করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প (Lakshmir Bhandar) বসানো হয়। সেইখানে দেওয়া ফ্রম নিয়ে ফিলাপ করে জমা দিতে হয়। সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হয়।
মাসিক ভাতাঃ
এই প্রকল্পে অন্তভূর্ক্ত জেনারেল সদস্যদের মাসে ৫০০ টাকা করে এবং তপশীলি উপজাতি বা এস সি, এস টি এদের ১০০০ টাকা করে দিতে হবে। কিন্ত এই টাকা ঢুকেছে কিনা জানতে হলে এখন আর দেরি করতে হবে না।

Advertisement

দুর্গাপুজোর আগেই বাংলায় চালু হচ্ছে এসি লোকাল ট্রেন, জানুন কোন রুটে চলবে এই ট্রেন?

রাজ্য সরকারের তরফে নতুন এই নির্দেশ ঘরে বসেই ৫ মিনিটে কত টাকা ঢুকেছে তা দেখে নিতে পারবেন। এখন পর্যন্ত আবেদন প্রক্রিয়া অফলাইনে চললেও বর্তমানে আবেদন স্ট্যাটাস ও মাসিক ভাতা কবে এলো সেই দিনটি খুব সহজেই মাত্র ৫ মিনিটে জানতে পারে যাবেন। এই প্রকল্পে আবেদন করার বয়স হতে হবে২৫ থেকে ৬০ বছরের মধ্যে।

কিভাবে দেখবেন টাকা এসেছেঃ
লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের প্রতিমাসের টাকা আপনার অ্যাকাউন্টে আসছে কিনা তা বোঝার জন্য বাড়িতে বসেই নিজের ফোন অথবা কম্পিউটারে খুলতে হবে https://socialsecurity.wb.gov.in/track-applicant লিঙ্কটি। এরপর দিতে হবে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি অথবা স্বাস্থ্য সাথী নম্বর। এরপর নির্দিষ্ট ঘরে দিতে হবে ক্যাপচা কোড।

এই সকল তথ্য দেওয়ার পর যে সার্চ বাটনটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরই আপনার সামনে বেশ কিছু তথ্য খুলে যাবে। যেখানে পেজটি একটু নিচের দিকে স্নয়াল করলে দেখা যাবে পেমেন্ট স্ট্যাটাস নামে একটি অপশন রয়েছে। যেখানে প্রতিমাসের প্রযোজ্য টাকা এসেছে কিনা তা দেখিয়ে দেওয়া হবে। এমনকি আপনি চাইলে আপনার পছন্দমত আর্থিকবর্ষ বেছে নিয়ে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন। এছাড়াও সেই টাকা কোন অ্যাকাউন্টে ঢুকছে সেই তথ্য দেখিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে।

রাজ্যের মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প সর্বত্রই সাড়া ফেলে দিয়েছে। এই প্রকল্পের জন্যই রাজ্যের মহিলাদের হাতে হাত খরচের জন্য কিছুটা টাকা প্রতি মাসে ব্যাংকে ঢুকে যায়। তবে ব্যাংকে গিয়ে খোঁজ না করলেও আপনি এখন দেখতেই পারবেন ঘরে বসেই কত টাকা কোন সময় ঢুকলো। এই বিশেষ ব্যাবস্থার ফলে রাজ্যের জনগণ অনেকটাই উপকার পেয়েছেন।
Written by Shampa Debnath

1980 সালের পুরনো 2 টাকার নোট আছে? তাহলে বিক্রি করলেই কোটিপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button