PM Awas yojana List – এই মাত্র প্রকাশিত হল প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট, দেখে নিন লিস্টে আপনার নাম আছে কিনা?

PM Awas yojana List চেক করবেন কীভাবে জানুন?

প্রতিটি মানুষের কাছে বাড়ি (PM Awas yojana List) শুধুমাত্র থাকার জায়গা নয়, শান্তির জায়গা। আর এই শান্তির জায়গা যদি নড়বড়ে হয় অথবা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করতে না পারে তাহলে তা অশান্তির হয়ে দাঁড়ায়। স্বাধীনতার এতগুলো বছর পরেও আজও এমন বহু মানুষ রয়েছে যাদের কাছে পাকা বাড়ি নেই। এই মূল্যবৃদ্ধির বাজারে খরচ বাড়লেও, রোজগার বাড়েনি।‌ ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের পক্ষে নতুন করে পাকা বাড়ি তৈরি করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই মানুষদের কথা মাথায় রেখেই কেন্দ্র সরকার চালু করেছে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’।

Advertisement

দরিদ্র সীমার নিচে বসবাসকারী দেশের প্রতিটি নাগরিক -কে মাথার উপর পাকা ছাদ তোলার লক্ষ্যে এই প্রকল্পের সূচনা। বহু বছর ধরে সফলভাবে এই প্রকল্প (PM Awas yojana List) কাজ করে চলেছে। এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ এই প্রকল্পের আওতায় পাকা বাড়ি পেয়েছেন। আপনি কি এই প্রকল্পে আবেদন করেছেন বা আবেদন করার কথা ভাবছেন? কিভাবে তালিকা দেখতে হয় জানেন না? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য।

Advertisement

Whatsapp এ হতে চলেছে বড় বদল, বুঝে শুনে ব্যবহার করুন নইলে বিপদ।

৩ টি কিস্তির মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয় আবেদনকারীদের। এই টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক একাউন্টে পাঠানো হয়। অবশ্য এই প্রকল্পের আবেদন করার জন্য কয়েকটি শর্ত রয়েছে-
১. আবেদনকারীর পরিবারের কেউ সরকারি চাকরি করলে, এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
২. যাদের আগে থেকেই পাকা বাড়ি রয়েছে, তারা এই প্রকল্পের সুবিধা পাবে না।
এই প্রকল্পের আওতায় ২০২৩ সালের তালিকা অনলাইনে প্রকাশ পেয়েছে। আপনারা সহজেই এই তালিকা দেখতে পারবেন।

‘ প্রধানমন্ত্রী আবাস যোজনা’ -র যোগ্য আবেদনকারীদের (PM Awas yojana List) তালিকা দেখার পদ্ধতি :-
www.pmayga.nic.in এ প্রথমে লগইন করে ‘awaassoft’ অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানে রিপোর্ট অপশন থাকবে। তাতে ক্লিক করতে হবে। এরপর ‘beneficiary details for verification’ অপশনে ক্লিক করতে হবে। এরপর রাজ্য, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত ও সাল বেছে নিয়ে সার্চ অপশন এ ক্লিক করতে হবে। তারপরেই তালিকা চলে আসবে। আপনারা চাইলে এই তালিকা ডাউনলোড করে নিতে পারবেন আবার প্রিন্ট আউট বের করেও নিতে পারবেন।

পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button