PM Awas Yojana – রেশন কার্ড থাকলেই পাবেন নতুন পাকা বাড়ি! বিরাট ঘোষণা সরকারের, সুবিধা পেতে আজই আবেদন করুন।

PM Awas Yojana – কীভাবে আবেদন করবেন জানতে হলে পড়ুন বিস্তারিত।

কেন্দ্র সরকারের এই প্রকল্পে (PM Awas Yojana) পাওয়া যাবে পাকা বাড়ি, সেটাও বিনামূল্যে। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবার নতুন করে নাম নেওয়া শুরু হলো। যারা এখনো এই প্রকল্পের সুবিধা পান নি, তারা এই নিয়ম মেনে আজই আবেদন করে ফেলুন। তবে আবেদন করার আগে নিচের এই নিয়ম গুলো জেনে নিন।

Advertisement

আবাস যোজন প্রকল্পের সুবিধা –
সরকার থেকে বিভিন্ন রকম আবাস যোজনার (PM Awas Yojana) মাধ্যমে সুবিধা দেওয়া হয় রাজ্যের দরিদ্র স্তরের মানুষদের জন্য। এর আগেও কেন্দ্রীয় সরকার অনেক রকম প্রকল্প এর মাধ্যমে রাজ্যের মানুষদের জন্য উপকার এনে দিয়েছে। এবারও নতুন করে আবার যোজনা প্রকল্পের কথা জানালো কেন্দ্র। ভারত জনসংখ্যা বহুল দেশ। দেশের মধ্যে আর্থিক দিক থেকে সচ্ছল মানুষের সংখ্যা বেশি হলেও এখনো প্রত্যন্ত গ্রাম গুলো তে দরিদ্র শ্রেণীর মানুষজন রয়েছে যাদের মাথার ওপর ছাদ টুকুও অবধি নেই।

Advertisement

জীবন কেটে যাবে ব্যবসা বন্ধ হবে না, 2023 এর সেরা ব্যবসা।

ঝড় জল বৃষ্টিতে যাদের খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই কেন্দ্রীয় সরকার এবার তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে এবার সেই সমস্ত ছাদহীন মানুষদের বিনামূল্যে একতলা বাড়ি বানিয়ে দেবার কথা জানালো কেন্দ্র। তবে এই বাড়ি সবাই পাবেন না। আবাস যোজনার টাকা পেতে কিছু শর্ত আছে।

কাদের মিলবে বিনামূল্যে আবাস যোজনার টাকা?
কেন্দ্র থেকে বলা হয়েছে যাদের কোনো স্থায়ী বাড়ি নেই একমাত্র তারাই পাবে। যাদের বাড়ির কেউ সরকারি কাজ করেনা এবং যাদের বাড়িতে দুই চাকা বা চার চাকা নেই তারাই এই সুবিধা পাবেন।

যে সমস্ত মানুষের চাষের জন্য জমি নেই তারা পাবেন এই সুবিধা-
যাদের ফ্রিজ, ল্যান্ড লাইন ব্যবস্থা বা যাদের আড়াই একর বা তার বেশি কৃষি জমি আছে তারাও এই সুবিধা পাবেন না যাদের ৫০ হাজার টাকার বা তার বেশি কিষান ক্রেডিট কার্ড আছে তারাও এই সুবিধা পাবেন না । তাই আবেদন বা ফর্ম ফিলাপ করার আগে বুঝে শুনে ফর্ম ফিলাপ করবেন। নাহলে এই শর্ত গুলো না মিললে আপনার আবেদন পত্রটি বাতিল করে দেওয়া হবে ।

এছাড়া যাদের BPL রেশন কার্ড আছে তারাই এই প্রকল্পের (PM Awas Yojana) সুবিধা পাবেন। যারা আয়কর প্রদান করেন তারা এই সুবিধা পাবেন না। প্রতিবন্ধী হলেও কিংবা শরীরের ৬০ পার্সেন্ট প্রতিবন্ধী হলেও তিনি এই সুবিধা নিতে পারেন। এছাড়া যারা একবার এমন কোনো প্রকল্পে নিজের নাম অন্তভূক্ত করেছিলেন তারাও আর এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না কারণ সরকারি প্রকল্পে একজন একবারই এই সুবিধা পাবেন।

২০২৩ সালের প্রধান মন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জন্য আর্থিক বাজেট কেন্দ্রীয় সরকার ৬৬ শতাংশ টাকা বরাদ্দ করেছিল। এই প্রকল্পে সমতল আর পাহাড়ী এলাকার মানুষদের জন্য দুই রকম আর্থিক বাজেট ধার্য করা হয়েছে। সমতল এলাকার মানুষদের বাড়ি তৈরির জন্য কেন্দ্র ১ লাখ ২০ হাজার টাকা দেবে এবং পাহাড়ি এলাকার মানুষদের জন্য ১ লাখ ৩০ হাজার টাকা দেবার কথা বলেছেন।

কিভাবে আবেদন করবেন
এই প্রকল্পে (PM Awas Yojana) আবেদন দুইরকম ভাবে করা যাবে। অনলাইন ও অফলাইন মাধ্যমে। আপনাকে অনলাইন মাধ্যমে করতে হলে আবাস যোজনার ডিজিটাল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। সরকার থেকে সেই নথি যাচাই করে তারপর সরকারি আধিকারিক আপনার বাড়িতে এসে সব কিছু পর্যালোচনা করে দেখবে। যদি তাদের মনে হয় আপনি এই প্রকল্প পাবার জন্য সঠিক তখন আপনার নাম তাদের প্রকল্পে অন্তর্ভুক্ত হবে। তখন টাকা পাবেন বাড়ি তৈরির জন্য।

এই প্রকল্পের (PM Awas Yojana) আবেদনের ক্ষেত্রে আধার কার্ড এছাড়াও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, ইনকাম সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, প্যান কার্ড এবং স্থায়ী বাড়ি না থাকার সার্টিফিকেট জমা দিতে হবে আবেদনের সময়। আরো বিষদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে নীচে কমেন্ট করুন। বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্য পেতে বাংলার চোখ ফলো করুন।

রাজ্যে আবার নতুন ছুটি ঘোষণা। নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button