Post Office – পোস্ট অফিসের সেরা 5 টি স্কিম, যেখানে পাবেন FD-র থেকে বেশি সুদ। দেখে নিন তালিকা।

Post Office – জানুন কত বছরের মেয়াদে বিনিয়োগের সুবিধা পাওয়া যাবে?

ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগ (Post Office) তো সকলেই করে থাকেন। তবে প্রধান বিষয় যেটি হল আয়ের উপর ভিত্তি করে সঞ্চয়। বর্তমানে এমন একাধিক বিনিয়োগ স্কিম চালু করা হয়েছে, যেগুলিতে নির্দিষ্ট মেয়াদ শেষে পাওয়া যাচ্ছে ভালো পরিমান রিটার্ন। পাশাপাশি অনেকেই ব্যাংকে বা পোস্ট অফিসের FD স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন। কেউ ব্যাংকে, আবার কেউ পোস্ট অফিসে একাউন্ট ওপেন করে বিভিন্ন স্বল্প সঞ্চয় স্কিমে বিনিয়োগ করে থাকেন। আজকে এই প্রতিবেদনে জানানো হয়েছে, পোস্ট অফিসের কোন কোন স্বল্প সঞ্চয় স্কিমে বিনিয়োগ করলে পাওয়া যাবে ভালো সুদের হার। সঙ্গে মিলবে দুর্দান্ত রিটার্ন। তালিকা দেখে নেওয়া যাক।

Advertisement

পোস্ট অফিস টাইম ডিপোজিট বা POTD-
পোস্ট অফিসের (Post Office) এই স্কিমে বিনিয়োগকারীরা মোটা হারে সুদের সঙ্গে পাবেন অন্যান্য সুবিধা। পোস্ট অফিস টাইম ডিপোজিট একাউন্ট ওপেন করে 5 বছরের মেয়াদে ডিপোজিট করলে পাওয়া যাবে বার্ষিক 7.5% সুদ। আর যদি 5 বছরের মেয়াদে 5 লাখ টাকা বিনিয়োগ করা হয়। মেয়াদ শেষে মিলবে প্রায় 7 লাখ টাকা। তাছাড়া আয়করের ধারা 80C এর অধীনে 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। একাউন্ট এক পোস্ট অফিস থেকে অন্য শাখার পোস্ট অফিসে ট্রান্সফার করা যাবে।

Advertisement

100 দিনের কাজের টাকা একাউন্টে ঢুকেছে কিনা চেক করুন বাড়িতে বসে, জেনে নিন কীভাবে?

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা POMIS-
পোস্ট অফিসের (Post Office) এই স্কিমে নূন্যতম টাকা বিনিয়োগে পাওয়া যাবে দারুন সুবিধা। 5 বছরের মেয়াদে এই স্কিমের অধীন একাউন্ট খোলা যাবে। স্কিমের মেয়াদ শেষ হয়ে গেলে আবারও রি-ইনভেস্টমেন্ট বা পুনঃবিনিয়োগ করা যাবে। স্কিমের মেয়াদ 5 বছর। নূন্যতম 1,000 টাকা দিয়ে সঞ্চয় শুরু করা যাবে। একক বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ 9 লাখ টাকা এবং যৌথ বিনিয়োগের জন্য সর্বোচ্চ 15 লাখ টাকা বিনিয়োগ করা যাবে। বর্তমানে 7.4% সুদের হারে বিনিয়োগের টাকা মাসে মাসে পাওয়া যাবে।

পোস্ট অফিস (Post Office) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)-
বর্তমানে 8.2% সুদের হারে বিনিয়োগের সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। প্রবীণ নাগরিকেরা এই স্কিমে বিনিয়োগ করলে পাবেন আয়কর ধারা 80C এর অধীন কর ছাড়ের সুবিধা। এই স্কিমে বিনিয়োগের বয়সসীমা 55 বছর থেকে 60 বছর। সর্বোচ্চ 15 লাখ টাকা বিনিয়োগ করা যাবে। 5 বছরের মেয়াদে এই স্কিমে বিনিয়োগ করা যাবে। তবে বিনিয়োগকারী চাইলে তা আরো 3 বছর বাড়ানো যাবে।

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে সুপ্রীম কোর্টের বড় নির্দেশ। এবার না দিয়ে পারবেন তো?

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)-
পোস্ট অফিসের এই স্কিমটি দেশের নাবালিকাদের জন্য চালু করা হয়েছে। উচ্চশিক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে তাদের যাতে সমস্যা না হয়, সেই ক্ষেত্রে সুবিধা প্রদান করে এই স্কিম। সর্বনিম্ন 250 টাকা এবং সর্বোচ্চ 1.5 লাখ টাকা বিনিয়োগ করা যাবে। 10 বছর পূর্ণ হওয়ার আগে নাবালিকার নামে এই একাউন্ট ওপেন করতে হয়। 21 বছর হলে একাউন্ট বন্ধ হয়ে যাবে। পাশাপাশি টাকাও ফেরত পাওয়া যাবে। তাছাড়া 18 বছর বয়স হলেই কন্যার উচ্চশিক্ষা বা বিয়ের জন্য টাকা তোলা যাবে। বর্তমানে এই স্কিমে 8.0% সুদ পাওয়া যাচ্ছে। তাছাড়া আয়কর ধারা 80C এর অধীনে কর ছাড় দেওয়া হয়।
বিনিয়োগ সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button