বাড়িতে LPG Gas থাকলে বিপদ এড়াতে এই বিষয়টি জানা উচিত।

বর্তমান সমাজ আধুনিক হচ্ছে রকেটের। এই গতির সামনে দাঁড়িয়ে বদলাচ্ছে জীবন যাপনের ধরন। শহর কিংবা গ্রাম এখন মোটামুটি সব বাড়িতে উনানের পরিবর্তে আছে LPG Gas এ রান্না করা। যদিও এই এই পৃথিবীতে বহুদিন আগে থেকেই শহরের মানুষের কাছে পরিচিত নাম হয়ে গেছে। মোটামুটি সব বাড়িতেই এলপিজি গ্যাসে রান্না হয়। কিন্তু অনেকেই গুরুত্বপূর্ণ এবং নজর দেওয়া জিনিসগুলি এড়িয়ে যান।

Advertisement

LPG Gas বিপদ এড়াতে অবশ্যই জানুন এই তথ্য।

তার ফলেই ঘটে থাকে বড় বড় গ্যাস দুর্ঘটনা। শুধু তাই নয় প্রথমবার বাড়িতে LPG Gas এর সংযোগ নেওয়ার সময় গ্রাহক এরকম কোম্পানির তরফ থেকে অনেক কিছু জানিয়ে দেওয়া হয় না। এর ফলে ঘটে অনেক বড় বড় বিপদ এবং বিপদ ঘটার পরেও প্রধান করনীয় কাজটি অজানাই থেকে যায়। চলুন আজ দেখে নেওয়া যাক যদি কোন কারনে LPG Gas দুর্ঘটনা ঘটে বাড়িতে তবে কি করা উচিত।

যখন গ্রাহক প্রথম গ্যাসের সংযোগ নিচ্ছেন তার বাড়ির জন্য তখনই সে একটি বীমার আওতায় চলে আসে। এই বিমা প্রায় ৫০ লক্ষ টাকা অব্দি কভার করে। এই বীমাকে বলা হয় এলপিজি বীমা কভার। অর্থাৎ যদি আপনার বাড়িতে থাকা এলপিজি গ্যাসের কারনে কোন বড় দুর্ঘটনা ঘটে এবং বড় কোনো ক্ষতি হয় সেই ক্ষেত্রে এলপিজি ক্যাশ কম্পানি আপনাকে এই বিমার অর্থ 40 লক্ষ টাকা দেবেন।

অবশ্যই এই বীমা পাওয়ার জন্য আপনাকে যেই জিনিসটি লক্ষ্য করতে হবে সেটি হল আপনি যখন বাড়িতে এলপিজি গ্যাসের ডেলিভার নিচ্ছেন তখন সিলেন্ডারের গায়ে অবশ্যই ভালো করে দেখে নেবেন সেদিন এক্সপেরি ডেট কবে। এবার থেকে যখনই বাড়িতে সেলেন্ডার রাখবেন তখন এক্সপায়ারি ডেট দেখে নেবেন না হলে বীমার একটি টাকাও আপনি পাবেন না।

কারণ এক্সপেয়ারি ডেট ক্রস করে গেলে সেই সিলিন্ডার আর বিমার আওতায় থাকছে না। যদি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে বাড়িতে যার নামে গ্যাস আছে তার মৃত্যু হয় তবে ৫০ লক্ষ টাকা পাবেন সেই মৃতের পরিবার বা নিকট আত্মীয়। বিপদ ঘটার ৩০ দিনের মধ্যে গ্রাহককের আত্মীয়কে স্থানীয় থানায় একটি এফ আই আর দায়ের করতে হবে এবং ডিস্ট্রিবিউয়ারের সঙ্গে যোগাযোগ করতে হবে।

সহজ 5টি টাকা সঞ্চয়ের উপায় যা আপনাকে করে তুলবে ধনপতি।

সেই এফ আই আর এর একটি কপি আপনি অবশ্যই থানা থেকে এবং মেডিকেল রশিদ, হাসপাতালের বিল এবং সেই মানুষটি মারা যায় তার ডেথ সার্টিফিকেট একসাথে জমা দিতে হবে। তবে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ পেয়ে যাবেন এলপিজি গ্যাস সংস্থার পক্ষ থেকে। সব শেষে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ এই ধরনের বিপদ আমরা একটু সচেতন হলেই এড়াতে পারি। নিয়মিত গ্যাস সিলিন্ডের এবং ওভেনকে পরীক্ষা করলে। পাইপে ফাটল দেখলেই তা পাল্টে ফেলুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button