Income Tax দেশের কর কাঠামোতে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।
Income Tax নিয়ে আগামী ১ লা ফেব্রুয়ারি ২০২৩ এর বাজেটে নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। আজ থেকে ৬১ বছর আগে ১ লা এপ্রিল ১৯৬২ সালে দেশে প্রথমবারের জন্য আয়কর এর নিয়ম আনা হয়েছিল। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এই বাজেট হচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকারের শেষ পূর্ণ বাজেট।
Income Tax এর নতুন নিয়ম সম্পর্কে কিছু তথ্য জেনে নিন।
এই বাজেটে দেশবাসীকে খুশি করার চেষ্টা হতে পারে বলে মনে করছেন অনেক আর্থিক বিশেষজ্ঞরা।
Income Tax নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন জানিয়েছেন দেশে দুই ধরণের কর কাঠামো চালু রাখা হবে। বিগত বছর গুলিতে দেশের করদাতাদের নিজের ইচ্ছে মতো কর কাঠামো চয়ন করার সুযোগ ছিল না। কিন্তু ২০২৩ সালের বাজেটে এই নিয়ম পরিবর্তন করা হতে চলেছে।
Income Tax প্রদানের জন্য সকল আয়কর প্রদানকারীদের নিজের বার্ষিক আয়ের ওপর নির্ভর করে ইনকাম স্ল্যাবের চয়ন করতে হত। এছাড়াও ৮০ সি, ৮০ ডি ও HRA নিয়মের মাধ্যমে কর ছাড় পাওয়া যেত। এই কারণের জন্য আয়কর প্রদান দেশের নাগরিকদের কাছে খুব একটা সুবিধার ছিল না।
Income Tax এর নতুন কর কাঠামো নিয়ে বিগত কিছু বছর ধরে আলোচনা করছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তাদের বক্তব্য অনুসারে আমাদের দেশে দুই ধরণের কর কাঠামোই চালু রাখা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই নতুন কর ব্যবস্থাকে কর দাতাদের উপযোগী বলে ঘোষণা করেছে। এখন থেকে সকল নাগরিকরা নিজের সুবিধা ও বার্ষিক আয় অনুসারে কর কাঠামোর চয়ন করে নিতে পারবেন। এবারে আমরা পূর্বের ও নতুন কর কাঠামো নিয়ে আলোচনা করতে চলেছি।
Income Tax এর পূর্বের কর কাঠামোঃ-
১) ২.৫ লক্ষ টাকা বার্ষিক আয় হলে কোন ধরণের আয়কর দিতে হবে না।
২) ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ পর্যন্ত আয়ের মধ্যে হলে ৫% কর দিতে হবে।
৩) ৫ লক্ষ থেকে ৭.৫ লক্ষ পর্যন্ত আয় হলে ২০% কর দিতে হবে।
৪) ৭.৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২৫% টাকা দিতে হবে।
৫) ১০ লক্ষের বেশি আয় হলে ৩০% আয়কর দিতে হবে।
Income Tax এর নতুন কর কাঠামোঃ-
১) ২.৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগার হলে কোন কর দিতে হবে না।
২) ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ের ওপর ৫% হারে কর দিতে হবে।
৩) ৫ লক্ষ থেকে ৭.৫ লক্ষ আয়ের ক্ষেত্রে ১০% কর দিতে হবে।
৪) ৭.৫ লক্ষ থেকে ১০ লক্ষ আয়ে ১৫% কর দিতে হবে।
৫) ১০ লক্ষ থেকে ১২.৫ লক্ষ পর্যন্ত ২০% কর দিতে হবে।
৬) ১২.৫ লক্ষ থেকে ১৫ লক্ষের ক্ষেত্রে ২৫% কর দিতে হবে।
৭) ১৫ লক্ষ টাকার বেশি বার্ষিক আয় হলে ৩০% পর্যন্ত কর দেওয়া বাধ্যতামূলক।
Income Tax Rule 2023 নিয়ে খুশির বার্তা, অনেকেরই টাক্স লাগবে না, নতুন নিয়ম জেনে নি।
এই নতুন Income Tax নিয়ম নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। ২০২৩ এর বাজেট নিয়ে সকল ধরণের খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের পেজটিকে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের খবরের আপডেট পাওয়ার জন্য।