Electricity Bill – তীব্র গরম পড়তেই কারেন্টের দাম বেড়ে গেল! ইউনিট প্রতি কত টাকা বাড়লো?

এই দুদিন বছর ধরে এপ্রিল মাস পড়তেই হাঁসফাঁস রকমের গরম পড়া (Electricity Bill) শুরু হয়। এবারও তার ব্যতিক্রম নয়। এপ্রিল মাসের শুরু থেকেই সূর্যের তাপদাহ এতটাই বেশি যে চারিদিকে যেন লু বইছে। তাপমাত্রার পারদ প্রায় ৪৫ ডিগ্রি ছুঁই ছুঁই। তীব্র গরমে অতিষ্ঠ মানুষ পশু পাখি সবাই। এক মুহূর্ত ফ্যান বা এসি ছাড়া থাকা যাচ্ছে না। এদিকে সারাদিন ফ্যান, এসি চালানোর জন্য Electricity Bill বা কারেন্টের বিল আসছে ভুরি ভুরি।

Advertisement

Increased The Price of Electricity Bill Per Unit

কিন্তু কিছু করার নেই এই গরমের থেকে বাঁচার জন্য সারাদিনই ফ্যান বা এসি চালিয়ে রাখতে হচ্ছে। এদিকে মাসির দিল দেখে মানুষের পকেটের অবস্থা খুবই খারাপ। এরই মধ্যে রাজ্য সরকার শোনালো এমোনিয়া ঘোষণা যা শুনলে আপনার আরো মাথা খারাপ হয়ে যাবার জোগাড়। রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয়েছে Electricity Bill বা কারেন্টের বিলের ইউনিট প্রতি দাম বাড়তে চলেছে পহেলা মে থেকে।

Advertisement

এ খবরে রীতিমতো চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। তাপমাত্রা যত বাড়ছে, ফ্যান, এসি, কুলার প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে,আমজনতার দাবি যে বিদ্যুৎ খরচ হচ্ছে লাফিয়ে। এই গরমে Electricity Bill বা বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে ভারতের 30 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

প্রাপ্ত তথ্য অনুসারে, বিদ্যুতের হার প্রতি ইউনিট 70 পয়সা থেকে বাড়িয়ে 1.70 টাকা করা হয়েছে। এই Electricity Bill বা বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের পকেটে অনেকটাই চাপ বাড়বে। গরমে ফ্যান ছাড়া থাকাও যাবেনা এদিকে চালালেও কারেন্টের বিল আসবে যা সেটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে।

এই তীব্র গরমের মধ্যেও স্বস্তির খবর! আর যাবে না কারেন্ট। এমনটাই নির্দেশ দিলেন রাজ্য সরকার।

হঠাৎ কেন এই দাম বৃদ্ধি?

জানা গিয়েছে ফুয়েল অ্যাডজাস্টমেন্ট ফি হিসাবে 318 কোটি টাকা পুনরুদ্ধারের জন্য মে থেকে অগাষ্ট মাস পর্যন্ত এই Electricity Bill বা বিদ্যুতের বিল দিতে হবে। প্রসঙ্গত, বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন জুলাই-ডিসেম্বর 2023 সময়কালে জ্বালানি সমন্বয় শুল্কের মাধ্যমে বিদ্যুৎ ক্রয়ের জন্য আদানি ইলেকট্রিসিটির অতিরিক্ত ব্যয় পুনরুদ্ধারের অনুমোদন দিয়েছে।

Weather Report - আবহাওয়ার খবর

আসলে, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানির মূল্য বৃদ্ধি হয় জ্বালানি সমন্বয় ফি (এফএসি) এর মাধ্যমে। আদানি ইলেকট্রিসিটি জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় 300 কোটি টাকার জ্বালানি খরচ পুনরুদ্ধারের অনুমোদন চেয়ে কমিশনে একটি আবেদন করেছিল। এটিই এদিন অনুমোদন (Electricity Bill) করা হয়েছে।

কেমন খরচ বাড়তে চলেছে?

  • যেসব গ্রাহকের বিদ্যুৎ খরচ 0-100 ইউনিট, তাদের জন্য ইউনিট প্রতি 70 পয়সা বাড়বে।
  • যেসব গ্রাহকের 101-300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয় তাদের জন্য1.10 টাকা বাড়বে।
  • যেসব গ্রাহকদের 301-500 বিদুৎ খরচের জন্য 1.50 এবং 1.50 টাকা এবং 1.70 টাকা বাড়বে।

রবিবার রাজ্যের জেলায় জেলায় ব্যাপক ঝড়বৃষ্টি। কোথায় কোথায় বৃষ্টি হবে দেখে নিন।

তবে এই রাজ্যে আদানি গোষ্ঠীর ইলেক্ট্রিসিটি তেমন চল নেই। তাই এই রাজ্যের গ্রাহকদের চিন্তা নেই। যারা এই গোষ্ঠীর গ্রাহক তাদের পকেটে চাপ পড়তে চলেছে। বিশেষ করে এই গরমে Electricity Bill বা বিদ্যুতের বিল এমনিতেই বেশি আসে প্রত্যেক বাড়িতে তাই এর মধ্যে যদি বিদ্যুতের দাম ইউনিট প্রতি বেড়ে যায় তাহলে সাধারণ মানুষের পক্ষে তা অনেকটা সমস্যার হয়ে দাঁড়াবে তবে নিশ্চিন্ত এই যে এই রাজ্যের মানুষদের সেই চাপটা আপাতত আসছে না বলে জানা যাচ্ছে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button