Railway Recruitment – ভারতীয় রেলে মাধ্যমিক পাশে 3015 কর্মী নিয়োগ। আবেদন প্রক্রিয়া জেনে নিন।

আপনিও কী ইতিমধ্যে একটি সরকারি চাকরির খোঁজ করছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই (Railway Recruitment). বর্তমানে একটা সরকারি চাকরি পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে সেই অর্থে পরীক্ষা হলেও নিয়োগ নিয়ে কোনো দ্রুত তৎপরতা দেখা মেলেনা। তবুও পারিবারিক অর্থকষ্টের মধ্যে থেকে অনেক ডিগ্রি অর্জন করে ঘরে বেকার হয়ে বসে থাকলে তো আর স্বপ্নের দুয়ার খুলবে না তাই মনে আশা রেখেই যে কোনো সরকারি পরীক্ষাতেই অংশ গ্রহণ করতে হবে।

Advertisement

Central Government Job Railway Recruitment

ভারতীয় রেলে তথা Indian Railway Recruitment এ 3015 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তেমনি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল মন্ত্রক। পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে এখানে Railway Recruitment আবেদন করা যাবে।

Advertisement
  • পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা
  • শিক্ষাগত যোগ্যতা
  • বয়সসীমা
  • আবেদন মূল্য
  • নিয়োগ প্রক্রিয়া
  • আবেদন পদ্ধতি

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

পদের নাম :- Apprentice
মোট শূন্যপদ:- 3015 টি
এরমধ্যে (UR- 1224 টি, SC- 455 টি, ST- 218 টি, OBC- 811 টি, EWS- 307 টি)

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাশ করতে হবে সেইসাথে বিশ্বস্ত সংস্থা থেকে আই টি আই পাশ করতে হবে। তবেই তিনি আবেদনের সুযোগ পাবেন।

বয়সসীমা

প্রার্থীদের বয়স হতে হবে 15 বছর থেকে সর্বোচ্চ 24 বছরের মধ্যে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছর এবং OBC প্রার্থীদের জন্য 3 বছর বয়সের ছাড় থাকবে। আবেদন করার আগে অবশ্যই প্রার্থীদের বয়সের হিসাব 14th ডিসেম্বর 2023 তারিখ অনুযায়ী করে নিতে হবে। 24 বছরের কিছুদিন কম হলেও আবেদন করা যাবেনা।

পশ্চিমবঙ্গে চাকরির সুবর্ণ সুযোগ। ভোটের আগে সরকারের বড় উদ্যোগ।

আবেদন মূল্য

আপাতত বিজ্ঞপ্তিতে আবেদন মূল্য সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়নি। আপনি যদি চাকরি পরীক্ষা দিতে আবেদন করেন তবে ভালো করে অফিসিয়াল ওয়েবসাইট পড়ে নিয়ে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া

এই চাকরি (Railway Recruitment) পরীক্ষায় প্রার্থীদের দুটি ভাগে পরীক্ষা নেওয়া হবে। প্রথম ভাগটি লিখিত পরীক্ষা। এবং পরেরটি মেডিকেল পরীক্ষা। সবশেষে দুটি পরীক্ষার উত্তীর্ণ হলে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।

মহার্ঘ্য ভাতা বৃদ্ধির তথা DA Hike

আবেদন পদ্ধতি

১) সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো wcr.indianrailways.gov.in ।

৩) এই ওয়েবসাইটে গিয়ে ফ্রম দেখতে পারবেন। এরপর ফ্রমটি ভালো করে পড়ে সঠিকভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে রাজ্যের ডিএম অফিসে কর্মী নিয়োগ। দ্রুত

আবেদনের শেষ তারিখ

এই Railway Recruitment এর শেষ তারিখ ১৪/০১/২০২৪। এই তারিখের পূর্বেই আবেদন শেষ করতে হবে। আবেদন করার আগে ভালোভাবে ওয়েবসাইটে গিয়ে Railway Recruitment সংক্রান্ত সমস্ত তথ্য দেখে নিয়ে নিজ দায়িত্বে আবেদন করুন।
এমন আরও চাকরির পরীক্ষার সন্ধান পেতে নিয়মিত চোখ রাখুন আমাদের পেজে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button