Indian Railways – এবার থেকে ট্রেনের মধ্যে ধূমপান করলেই থেমে যাবে ট্রেন, নয়া প্রযুক্তি চালু করলো ভারতীয় রেল।

Indian Railways – কোন কোন লোকালে চালু হল এই প্রযুক্তি, জানুন বিস্তারিত।

ট্রেনের ভিতর কোনো রকম নেশা জাতীয় দ্রব্য খাওয়া অপরাধমূলক কাজের মধ্যে ধরা হয়। তাই ট্রেনের (Indian Railways) মধ্যেই লেখা থাকে নো স্মোকিং। এর কারণ ধূমপান থেকে বেরোনো ধোঁয়া অনেক সময় বিপদজ্জনক হয়ে দাঁড়ায়। তাই মানুষকে সচেতন করতে এই লেখা। তবুও দূরপাল্লার ট্রেনে উঠলে বোঝা যায় বাথরুম স্পেসে গিয়ে অনেকেই অন্য যাত্রীদের চোখের অলক্ষ্যে ধূমপান করে আসে।

Advertisement

পরবর্তীতে যিনি বাথরুম ব্যাবহার করে তিনি সিগারেটের স্মেল পেয়ে বুঝতে পারেন আগের যাত্রী স্মোকিং করেছেন। অনেকসময় অনেক যাত্রী গেটের সামনে দাড়িয়ে স্মোকিং করেন। কিছুসময় ট্রেনের (Indian Railways) পুলিশদের চোখে পড়লে তারা তাকে ধরে বা জিজ্ঞাসা করে ফাইন করে। তবুও কিছু মানুষের শুভবুদ্ধি হয়না। তারা এই কাজ অহরহ করেই যায়।

Advertisement

ধনতেরাসের আগেই সোনার দামের বিরাট পতন, বিগত 6 মাসের মধ্যে সবথেকে কম দাম।

তাই এবার দূরপাল্লার ট্রেনে কেউ স্মোকিং করলেই থেমে যাবে ট্রেন। যেমনটি কোনো বিপদ হলে ট্রেনের (Indian Railways) চেন টানলে থেমে যায়। হ্যা ঠিকই শুনছেন। রেলের তরফে নতুন প্রযুক্তি আনা হলো ট্রেনের কোচে। এই নিয়ম নতুন করে জারি হলো ট্রেনগুলোতে। এতে আশাকরি এবার ট্রেনের মধ্যে স্মোকিং করা বন্ধ হতে চলেছে।

যেমন বড়ো বড়ো প্রতিষ্ঠানে ফায়ার এলার্ম থাকে। কোনো জায়গায় আগুন লাগল তা বেজে উঠলে সবাই বিপদ সংকেত বুঝতে পারে বাইরে বেড়িয়ে যায়। ঠিক তেমনি ট্রেন গুলিতে ফায়ার সেন্সেসার লাগানো থাকবে। কন্ট্রোল প্যানেল ধোঁয়া বিশ্লেষণ করবে। ধোঁয়া অল্প বেরোতে থাকলে কন্ট্রোল প্যানেল এলার্ট দিতে শুরু করবে। আরও বেশিক্ষণ ধরে বেরোতে থাকলে কোচের ভিতর লাল বাতি জ্বলে উঠবে। ৬০ সেকেন্ড পরে একটি ঘোষনা হবে কোচের মধ্যে যে সমস্ত যাত্রী যাতে কোচ ফাঁকা করে দেয়।

ট্রেনে আগুন লাগার আশঙ্কা আছে। এবং শেষে ট্রেনটি দাড়িয়ে যাবে। এই উন্নত আধুনিক ব্যাবস্থা এবার থাকবে প্রত্যেক ট্রেনগুলোতে। অনেকগুলো ট্রেনেই এই ব্যাবস্থা কার্যকর করা হয়েছে। আরও ১৪০ টি কোচে এই ব্যাবস্থা করা বাকি রয়েছে। তবে খুব দ্রুত সেগুলোতেও এই ফায়ার সেনসেসার লাগিয়ে দেওয়া হবে।

এর ফলে ট্রেনে (Indian Railways) যারা ধূমপান করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর এটি। সাবধান এবার থেকে ট্রেনে স্মোকিং করার আগে। নাহলে আপনি তো ধরা পড়বেন সাথে আপনার জন্য অন্য যাত্রীদের হয়রানির শিকার হতে হবে। এই কড়া ব্যাবস্থার ফলে এবার থেকে ট্রেনের কোচ গুলোতে স্মোকিং করা বন্ধ হবে চিরতরের মত।

এছাড়া কিছু যাত্রী ট্রেনের মধ্যেই রান্না করার সরঞ্জাম নিয়ে ওঠেন। তাদের ক্ষেত্রেও বিপদের অশনি সঙ্কেত রয়েছে। কারণ ট্রেনের মধ্যে কোনো রকম আগুন বা ধোঁয়া পরিলক্ষিত হলে ট্রেনের ফায়ার এলার্ম বেজে উঠবে।
Written by Shampa Debnath.

প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেপ্তার হতেই পশ্চিমবঙ্গে বাতিল হলো 2 কোটি রেশন কার্ড। আরও কাদের কার্ড বাতিল হবে, জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button