LIC অর্থাৎ লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এটি একটি সবচেয়ে পুরনো ও নামকরা আর্থিক প্রতিষ্ঠান (LIC Adharshila Plan) বহুবছর ধরে ভালো কাজের মধ্য দিয়ে নিজেকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করে রেখেছে। এখনো বহু মানুষ এখানে টাকা জমায়। বর্তমানে LIC অনেক নতুন সুযোগ দিচ্ছে। নিত্যনতুন প্ল্যান আনছে LIC. এই পুরনো ও বিশ্বস্ত জায়গায় টাকা রাখতেও সবাই স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ LIC বিনিয়োগকারীদের লাভজনক গ্যারান্টি রিটার্ন দেয়।
Daily Invest 87 RS. Get 11 Lakh on LIC Adharshila Plan
এছাড়া অল্প বিনিয়োগে লাভজনক রিটার্ন পাওয়া যায়। তেমনই একটি বিশেষ প্ল্যান এনেছে মহিলাদের জন্য। মহিলাদের জন্য এরকমই একটি সুপারহিট প্ল্যানের নাম LIC Adharshila Plan বা এলআইসি আধার শিলা যোজনা। এটি একটি নন-লিঙ্কড ব্যক্তিগত জীবন বিমা যোজনা ৷ এই প্ল্যান একটি লম্বা পিরিয়ডের জন্য। তবে আপনি ভালো রিটার্ন পাবেন।
এটিএমে টাকা তুলতে গিয়ে নগদ টাকা আটকে যাচ্ছে? তাহলে শীঘ্রই এই কাজটি করুন।
প্ল্যানের নিয়ম
এই প্ল্যানে ৮ বছর থেকে ৫৫ বছর বয়সের মহিলা ব্যক্তিরা বিনিয়োগ করতে পারবেন। এই পলিসিতে ম্যাচুরুটি পিরিয়ড থাকবে ১০ থেকে ২০ বছর। পলিসির ম্যাচিউরিটির সময় পলিসি হোল্ডারের অধিকতম বয়স ৭০ বছর রাখা হয়েছে ৷ কোনও মহিলা ৫৫ বছর বয়সে এই যোজনায় বিনিয়োগ করতে শুরু করলে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। বার্ষিক, ত্রৈমাসিক ও মাসিক হিসেবে প্রিমিয়াম জমা দেওয়া যাবে ৷
কিভাবে আপনি ৮৭ টাকা দিয়ে ১১ লাখ পাচ্ছেন
কোনও মহিলা এই LIC Adharshila Plan এ যদি ৮৭ টাকা প্রতি দিনে বিনিয়োগ করেন তাহলে মাসিক দাড়ায় ২৬১০ টাকা এবং বছরে হয় ৩১৩২০ টাকা। ১০ বছর ধরে এই পিরিয়ড চললে এই পলিসিতে এই হিসেব অনুযায়ী, ৩ লক্ষ ১৩ হাজার ২০০ টাকা জমা করা হবে ৷ ১০ বছর পর ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১১ লক্ষ টাকার বেশি ৷
টাকার দরকার হলে মাত্র 5 মিনিটে পাবেন। বাজাজ ফাইন্যান্স পার্সোনাল লোন আবেদনের প্রক্রিয়া জানুন।
তাই মহিলারা এই LIC Adharshila Plan এ টাকা বিনিয়োগ করতেই পারেন। এত বড় সুযোগ হাতছাড়া না করাই ভালো। যে সমস্ত মহিলারা অল্প টাকা রোজগার করে দিন মজুর বা কোনো হাতের কাজ করেন তারাও ৮৭ টাকা প্রতিদিন দিয়ে ১১ লাখের লাভ জনক রিটার্ন পেয়ে যান। এমন আরও গুরুত্তপূর্ণ খবর পেতে চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.