LIC – এর বাম্পার পলিসি, মাসে 1000 টাকা জমিয়ে সরকারি চাকরির মতো সুবিধা নিন।

LIC অর্থাৎ ভারতীয় জীবন বীমা নিগম অনেক বছর ধরেই নিজেকে দেশের অন্যতম বৃহৎ বীমা সংস্থা হিসেবে পরিগণিত করে এসেছে। যতই ব্যাংক বা পোস্ট অফিসে বিনিয়োগ করুক না কেন এখনো অনেক মানুষ এই LIC এর ওপর নির্ভরশীল। LIC দিচ্ছে অনেক ধরনের পলিসির সুযোগ। আপনার ভবিষ্যৎ জীবন সুরক্ষিত করতে এর যেকোনো একটি পলিসিতে বিনিয়োগ করতেই পারেন।

Invest RS 1000 in LIC Policy and Get Pension

বিনিয়োগ করলে মেয়াদ শেষে গ্যারান্টি যুক্ত নিশ্চিত রিটার্ন পেয়ে যাবেন চোখ বন্ধ করে। এছাড়াও LIC দিচ্ছে বিভিন্ন স্কিমের সুযোগ। যেটাতে আপনি টাকা সঞ্চয় করতে পারবেন। আজকের প্রতিবেদনে এমন একটি স্কিম সম্পর্কে আলোচনা করা হবে যার মাধ্যমে আপনি অবসরকালীন সময়ের পরেও প্রতি মাসে একটা নিশ্চিত আয়ের সুযোগ পাবেন। অর্থাৎ আপনি পেনশনের সুযোগ পাচ্ছেন।

এই স্কিমের সুবিধাগুলো কি কি

১) এই প্ল্যানটি হল একটি ইমিডিয়েট অ্যানিউটি প্ল্যান যেটি এলআইসির সরল পেনশন যোজনা নামে পরিচিত।
আপনি নিশ্চিত পেনশন মাফিক টাকা প্রতি মাসে পেয়ে যাচ্ছেন আর তার জন্য আপনাকে প্রতিমাসে অর্থ সঞ্চয় করতে হচ্ছে না।
২) এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন যদি আপনার বয়স ৪০ থেকে ৮০ বছর হয়।
৩) এই স্কিমে আপনাকে একটিবারই প্রিমিয়াম দিতে হবে। পলিসি নেওয়ার সময় থেকেই পেনশন পেতে শুরু করবেন গ্রাহক।
৪) গ্রাহকরা যদি চায় যে মাসে মাসে পেনশন নেবেন সেটাও পারেন আবার এছাড়া ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক ভিত্তিতে পেনশন নিতে পারবেন।

SBI SWP স্কীমে বিনিয়োগ করলে প্রতিমাসে পাবেন 10000 টাকা। Systematic Withdrawal Plan এর সুবিধা জেনে নিন।

কত টাকা বিনিয়োগ করতে হবে

আপনি যদি প্রত্যেক মাসে ১০০০ টাকা পেনশন পেতে চান তাহলে আপনাকে একসঙ্গে ২.৫ লক্ষ টাকা জমা করতে হবে এছাড়া এখানে কোন সর্বোচ্চ বিনিয়োগের সীমা নেই আপনি আপনার সুবিধা মতন টাকা এখানে বিনিয়োগ করতে পারেন।
২) কোনো ব্যক্তি যদি তার ৪০ বছর বয়সে একেবারে ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে তিনি অনায়াসে প্রতি মাসে ১২,৩৮৮ টাকা পেনশন পেয়ে যাবেন।

How to Become Rich - (কিভাবে বড়লোক হবেন)

৩) এই পলিসি আপনি চাইলে জয়েন্ট কিংবা সিঙ্গেল করতে পারেন। ধরুন আপনি এলআইসির এই পলিসিটি জয়েন্ট পলিসি করলেন তাহলে স্বামী কিংবা স্ত্রী যেকোনো একজনের মৃত্যু হলে অপরজন সেই পেনশন লাভ করবেন।
৪) আর যদি কোন কারনে দুজনেরই মৃত্যু হয় তাহলে যিনি নমিনি থাকবেন তিনি বিনিয়োগের সমস্ত অর্থ লাভ করতে পারবেন।

LIC পলিসি থাকলেই, টাকা দিচ্ছে। LIC Personal Loan এ কিভাবে আবেদন করবেন? কত টাকা পাওয়া যায়?

মধ্যাকথা এটিকে পেনশন স্কিম বললেও ভুল বলা হয় না। আপনি যদি অবসরকালীন সময়ের প্রত্যেক মাসে একটি নিশ্চিত আয়ের সুবিধা পেতে চান তাহলে সবচেয়ে উল্লেখযোগ্য স্কিম হলো এটাই। একবার বিনিয়োগ করেই আপনি ঝামেলাহীন নিশ্চিত আয়ের সুবিধা পাচ্ছেন। আপনিও যদি এই স্কিমে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে আপনার নিকটবর্তী LIC অফিসে গিয়ে আধিকারিকের সাথে কথা বলে আবেদন ফর্ম পূরণ করে এই স্কিমের সুবিধা উপভোগ করুন।
Written by Shampa Debnath.

Leave a Comment