Ram Mandir – জানুয়ারি মাসের ক্যালেন্ডারে যুক্ত হলো অতিরিক্ত আরেকদিন ছুটি। কোন দিন একনজরে দেখে নিন।
নতুন বছর পড়তেই সকলের মুখে শুধু একটাই কথা কবে অয্যোধ্যার রাম মন্দিরের বা Ram Mandir এর উদ্ধোধন হবে? এই দিন কি আদৌ কোন সরকারি ছুটি থাকবে? আর থাকলেও কোন কোন রাজ্যের ছুটি থাকবে? বছরের বেশিরভাগ দিনই কোন না কোনো মনীষীর জন্মদিবস, প্রতিষ্ঠা দিবস এছাড়া ধর্মীয় কারণে স্কুল কলেজ ছুটি থাকে। তেমন এই জানুয়ারিতেই আরেকটি বিশেষ দিনের জন্য ছুটি থাকছে এই বছরে। কি সেই ছুটির কারণ জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। এবং এই ধরনের আর তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে থেকে পেজটি ফলো করুন।
January Holiday for Ram Mandir Inauguration
22nd জানুয়ারি অর্থাৎ আজ উত্তরপ্রদেশের অযোধ্যায় প্রধানমন্ত্রী Ram Mandir বা রাম মন্দির উদ্ধোধন করবেন। সেই কারণে জানুয়ারি মাসে ছুটি থাকতে চলেছে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকার ইতিমধ্যে ছুটির ঘোষনা করে দিয়েছেন। রাজ্য সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাম মন্দিরের উদ্ধোধন একটি ঐতিহাসিক ব্যাপার ও হিন্দু ধর্মের ঐতিহ্য।
তাই শুধু স্কুল কলেজ অফিস নয় সেই দিন কোর্ট, ব্যাংক এমনকি পানশালা অবধি বন্ধ রাখতে হবে। 22 nd জানুয়ারি সারা দেশের রাম ভক্তরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে সাধারণ মানুষ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, বলিউড অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে দেশের নামজাদা ব্যক্তিরা।
এছাড়াও এই মহোৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে ক্রিকেট তারকা বিরাট কোহলি, যোগসাধক রামদেব বাবা থেকে শুরু করে সঙ্গীত বিশারদ পায়েল দেব ও জুবিন নটিয়াল কে। এছাড়া এইদিন সারা দেশের লোক বাড়িতে থেকেই Ram Mandir এর উদ্ধোধনের লাইভ দেখতে পারবেন। বাড়িতে বসেই নিজের বাড়িকে দীপাবলির আলোর মতন রোশনাই সাজিয়ে তুলবেন। পাড়ার মন্দিরে মন্দিরে দেব দেবীর আরাধনায় সামিল হতে বলেছেন দেশবাসীকে।
22 জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে হাফ ডে ছুটি ঘোষণা করলো কেন্দ্র।
সারা ভারতবর্ষ সাক্ষী থাকতে চলেছে রামলালার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মুহূর্তের। অযোধ্যাপতি রঘুবংশীয় রামের এমন আনন্দদায়ক মূহুর্তের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। যেসমস্ত রাজ্য সরকার ইতোমধ্যে ছুটি ঘোষণা করেছেন সেগুলো হলো সর্বপ্রথম উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকার 22nd জানুয়ারি স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয় ও সরকারি অফিস এবং পানীয় ও নেশা জাত দ্রব্য বিক্রির দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
হরিয়ানাতেও শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ থাকছে। এছাড়াও মধ্যপ্রদেশেও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি নেশাজাত দ্রব্যের দোকানও বন্ধ থাকবে। গোয়া সরকারও রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ছত্তিসগড়েও ছুটি থাকছে স্কুল কলেজ অফিস কাছারি। আপাতত এই পাঁচ রাজ্য সরকারই 22nd জানুয়ারি অর্থাৎ আজ সরকারি ছুটি ঘোষণা করেছে।
22nd জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে সরকারি ছুটি ঘোষণা একাধিক রাজ্যের। কোন কোন রাজ্যে ছুটি থাকছে?
তাছাড়া এইদিন Ram Mandir এর উদ্ধোধন লাইভ সম্প্রচার করা হবে। যার মাধ্যমে সারা দেশবাসী দেখতে পারবেন এই আবেগ ঘন মুহূর্ত। স্বভাবতই জানুয়ারি মাসে এই অতিরিক্ত ছুটি পেয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে অফিস কর্মচারীরা খুবই খুশি। বাড়িতে বসেই এই শীতের আবহে টিভিতে রাম মন্দির উদ্ধোধন এর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারবে সারা দেশবাসী।
Written by Shampa Debnath.