JIO র রিচার্জ প্ল্যানে যুক্ত হল আরও কিছু সস্তা রিচার্জ প্ল্যান।

JIO র তরফে নতুন বছরে আনা হল আনলিমিটেড রিচার্জ প্ল্যান ইন্টারনেট, কলিং সহ আরও অনেক সুবিধা। ভারতের টেলিকম জায়েন্ট হিসাবে পরিচিত কোম্পানি হল জিও। নিজেদের পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বছর শুরু হতেই একাধিক নতুন 4G রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হল এই কোম্পানি। এই সকল রিচার্জ প্ল্যান গুলিতে দেশের সকল মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সকল ব্যাক্তিদের জন্য প্ল্যানের সুবিধা আছে।

Advertisement

JIO নতুন প্ল্যান দেখেনিন।

ভারতের অন্যতম শিল্পপতি মুকেশ আম্বানির হাত ধরে জিও ২০১৫ সালে নিজেদের পথ চলা শুরু করে। জিও নিজেদের 4G পরিষেবার হত ধরে নিজেদের যাত্রা শুরু করে। বর্তমানে এক পরিসংখ্যান অনুসারে জিও দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি। এর গ্রাহকের সংখ্যা ৪৩ কোটির কাছাকাছি। শুধু এই নয় বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি হল জিও।

জিও নিজেদের এই মর্যাদাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ২০২৩ সালের শুরুতে আরও অনেক নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হল। ১ জিবি থেকে শুরু করে ১.৫ জিবি, ২ জিবি, ২.৫ জিবি ও ৩ জিবি পর্যন্ত প্ল্যান নিয়ে হাজির হয়েছে। জিওর নতুন প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক। জেনে রাখে ভাল এই সকল রিচার্জ প্ল্যান গুলি 4G পরিষেবার অন্তর্ভুক্ত।

BSNL আনলো কম খরচের রিচার্জ প্ল্যান মধ্যবিত্তদের জন্য।

১ জিবির রিচার্জ প্ল্যানঃ-
১. ১৪৯ টাকার প্ল্যানঃ- ২০ দিনের বৈধতার সঙ্গে প্রতিদিনে ১ জিবি করে ইন্টারনেট সহ ১০০ টি মেসেজ, কলিং ও জিও টিভি, জিও সিনেমা, Jio Security, Jio Cloud এর সদস্যতা পাওয়া যাবে।
২. ২০৯ টাকার প্ল্যানঃ- ১ জিবি ইন্টারনেট এর সঙ্গে ১০০ টি মেসেজ। এরই সঙ্গে আনলিমিটেড কলিং ও জিওর বাকি সকল অ্যাপ এর সদস্যতা পাওয়া যাবে।

১.৫ জিবির রিচার্জ প্ল্যানঃ-
১. ২৫৯ রিচার্জ প্ল্যানঃ- পুরো এক মাস অর্থাৎ ৩০ বা ৩১ দিনের বৈধতার সঙ্গে। প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট, আনলিমিটেড কলিং, ১০০ টি মেসেজের সঙ্গে জিও টিভি, জিও সিনেমা, Jio Security, Jio Cloud এর সদস্যতা পাওয়া যাবে।

২. ৬৬৬ রিচার্জ প্ল্যানঃ- ৮৪ দিন ১.৫ জিবি করে ইন্টারনেট, ১০০ টি মেসেজ ও আনলিমিটেড কলিং এর সুবিধা এর সঙ্গে জিওর বাকি সকল অ্যাপ এর সদস্যতা পাওয়া যাবে।
৩. ২৫৪৫ রিচার্জ প্ল্যানঃ- ৩৩৬ দিনের জন্য ১.৫ জিবি ইন্টারনেট, কলিং ও ১০০ টি মেসেজ এর সুবিধা এরই সঙ্গে আগের দুই প্ল্যানের মতো বাকি সকল অ্যাপ এর সদস্যতা।

২ জিবির রিচার্জ প্ল্যানঃ-
১. ৭১৯ টাকার প্ল্যানঃ- ২ জিবি করে ইন্টারনেট ৮৪ দিনের জন্য। এর সঙ্গে কলিং ও ১০০ টি মেসেজ এর সুবিধা। এরই সঙ্গে জিও টিভি, জিও সিনেমা, Jio Security, Jio Cloud অ্যাপ গুলি বিনামূল্যে ব্যবহার করা যাবে।
২. ২৮৭৯ রিচার্জ প্ল্যানঃ- ১ বছরের বৈধতার সঙ্গে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ও কলিং এর সঙ্গে ১০০ টি মেসেজ এর সুবিধা। এছাড়াও জিওর বাকি সকল অ্যাপ এর সদস্যতা পাওয়ার সুযোগ।

২.৫ জিবির রিচার্জ প্ল্যানঃ-
১. ২০২৩ টাকার প্ল্যানঃ- ২৫২ দিনের বৈধতার সঙ্গে ৬৩০ জিবি ইন্টারনেট ডেটা। প্রতিদিন হিসাবে ২.৫ জিবি, কলিং, ১০০ টি মেসেজ এর সঙ্গে জিও টিভি, জিও সিনেমা, Jio Security, Jio Cloud এর সদস্যতা। প্রসঙ্গত ২০২৩ সালে জিওর তরফে ২০২৩ টাকার এই রিচার্জ প্ল্যান নিয়ে গ্রাহকদের উন্মাদনা তুঙ্গে।

৩ জিবির রিচার্জ প্ল্যানঃ-
১. ৪১৯ টাকার প্ল্যানঃ- ২৮ দিনের বৈধতার সঙ্গে প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট ডেটা, আনলিমিটেড কলিং ও ১০০ টি মেসেজ জিও টিভি, জিও সিনেমা, Jio Security, Jio Cloud এই সকল অ্যাপ এর সদস্যতা বিনামূল্যে উপভোগ করা যাবে।

নতুন বছরে Jio এর 2 টি দুর্দান্ত অফার, মিলবে অতিরিক্ত ডেটা আর কি কি সুবিধা পাবেন?

২. ১১৯৯ টাকার প্ল্যানঃ- প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট ৮৪ দিনের জন্য সঙ্গে কলিং, ১০০ টি মেসেজ ও জিওর বাকি সকল অ্যাপ এর সদস্যতা প্রাপ্তির সুযোগ।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button