JIO 2023 সালের জন্য নিয়ে হাজির হল একাধিক অনবদ্য প্ল্যান। যার মূল্য ১০০ টাকারও কম। বিস্তারিত তথ্য জেনে নিন। বর্তমানে আমাদের দেশের টেলিকম সেক্টরে ১ নম্বর জায়গায় রয়েছে JIO. এক পরিসংখ্যান অনুসারে বর্তমানে জিওর গ্রাহকের সংখ্যা ৪২ কোটির কাছাকাছি। এই বিপুল সংখ্যক জনসংখ্যার কথা মাথায় রেখে এই সংস্থার পক্ষ থেকে ২০২৩ সালের জন্য বাজেটের মধ্যে একাধিক নতুন প্ল্যান নিয়ে এসেছে।
JIO রিচার্জ প্ল্যান লিস্ট দেখেনিন।
সারা দেশে 5G এসে যাওয়ার পরেও এত বাজেটের মধ্যে প্ল্যান আনা কি করে সম্ভব সেটাই প্রশ্ন সকলের। আজকে আমরা সেই বিষয়ে জেনে নেব। JIO র কাছে বর্তমানে মাত্র ১০ টাকা থেকে শুরু করে ৬,৭৯৯ টাকা পর্যন্ত প্ল্যান উপলব্ধ আছে। এই সকল কিছুর মধ্যে দেশের সকল শ্রেণির নাগরিক অর্থাৎ নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সকলের কথা চিন্তা করা হয়েছে।
কিন্তু ভারতে বেশিরভাগ নাগরিক বাজেট প্ল্যানকেই পছন্দ করে থাকে। এই বিপুল জনসংখ্যার কথা মাথায় রেখে মাত্র ১০০ টাকার কমে একাধিক প্ল্যান নিয়ে আসা হয়েছে।
• ১০ টাকার প্ল্যানঃ- এর মধ্যে আপনি ৭.৪৭ টাকার টক-টাইম পেয়ে যাবেন। আনলিমিটেড বৈধতার সঙ্গে।
BSNL 5G পরিষেবা শুরু হওয়ার সম্ভাব্য দিন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
• ১৫ টাকার প্ল্যানঃ- এটি একটি ভাউচার প্ল্যান। আপনার বৈধ কোন প্ল্যান চলাকালীন ১ জিবি ডেটা পাওয়া যাবে।
• ২৬ টাকার প্ল্যানঃ- ২ জিবি ডেটা ২৮ দিনের জন্য পাওয়া যাবে।
• ৫০ টাকার প্ল্যানঃ- এখানে আপনি শুধুমাত্র টকটাইমের সুবিধা পেয়ে যাবেন।
• ৬১ টাকার প্লানঃ- যে কোন বৈধ প্ল্যানের সঙ্গে অতিরিক্ত ৬ জিবি ডেটা পাওয়া যাবে।
• ৭৫ টাকার প্লানঃ- ২৩ দিনের জন্য ১০০ এম বি ও ২০০ এম বি প্রতিদিন, কলিং ও সকল জিও অ্যাপের বৈধতা।
• ৮৬ টাকার প্ল্যানঃ- ৫০০ এম বি ডেটা জিও ফোনের জন্য যার বৈধতা ২৮ দিন।
• ৯১ টাকার প্ল্যানঃ- ৩ জিবি ডেটা ৫০ টি এস এম এস এর সুবিধা যার বৈধতা ২৮ দিনের জন্য। এর সঙ্গে জিওর সকল অ্যাপের সাবসক্রাইব ফ্রী।
• ১০০ টাকার প্ল্যানঃ- এটি শুধুমাত্র একটি টকটাইম ভাউচার ৮১.৭৫ টাকা পাওয়া যাবে।
আজকের এই দিনে সব কিছুর দাম আকাশছোঁয়া তাও এই সকল কিছুর মধ্যে Jio র তরফে মাত্র ১০০ টাকা মধ্যে এতগুলি প্ল্যান নিয়ে আসা এক আশ্চর্যের বিষয় বলে মনে হয়।
মাত্র 151 টাকা রিচার্জে ডেটার সাথে পুরো 3 মাস Hotstar ফ্রি! মহা চিন্তায় অন্য কোম্পানী।
নতুন বছরের জন্য এই ৯ ধরনের প্ল্যান উপলব্ধ করা হয়েছে কোম্পানির তরফে। পূর্বে আলোচিত ৭৫ টাকা ও ৯১ টাকার প্ল্যানে আপনারা জিওর সকল অ্যাপ যেমন- জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউড, জিও সিকিউরিটি সহ আরও সকল বিনোদনের সাবসক্রিপ্সন বিনামূল্যে পাওয়া যাবে। এই সকল কিছু নিয়ে আপনাদের মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন।