বছর শেষে JIO র সেরা অফার, থাকবে সীমিত সময়ের জন্য।
JIO র নতুন অফার এক বার টাকা ভরে দুই মাস ধরে পান এই সুবিধা। ভারতের টেলিকম মার্কেটে জিও কে টক্কর দেওয়া মুশকিল বলে মানে অনেকে। এবার সেই মান্যতাকে সঠিক প্রমান করার জন্য এই ধামাকা প্ল্যান নিয়ে হাজির এই সংস্থা। এখনকার দিনে মোবাইল ছাড়া চলা এক কথায় অসম্ভব। তাই জন্য আমাদের সকলের প্রত্যেক মাসে মোবাইলে টাকা ভরতে হয়।
JIO র এই অফারে কী কী ফ্রী পাবেন দেখুন।
আর অনেক সময় এই টাকা ভরার দিন পেরিয়ে গেলে আমাদের পরিষেবা বন্ধ হয়ে যায়। যার ফলে সকলকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার সমাধান করতে এগিয়ে এল জিও।বর্তমান সময়ে মোবাইলে টাকা ভরা খুবই বেড়ে গেছে। এর জন্যই এখন প্রত্যেকে এক মাসের বদলে দুই বা তিন মাসের প্লানের দিকে আগ্রহী হয়ে উঠছে।
এরই মধ্যে জিও র পক্ষ থেকে নতুন কিছু প্ল্যান নিয়ে হাজির হয়েছে। আপনিও যদি এই সকল গ্রাহকের মতো হন যারা প্রতি মাসের বদলে একবারে দুই থেকে তিন মাসের টাকা এক বারে ভরতে চাইছেন আজকের এই প্রতিবেদনটি আপনাদের জন্যই। আজকে আমরা শুধু জিয়োর কিছু প্ল্যান নিয়ে কথা বলতে চলেছি।
যেই প্লানের মাধ্যমে আপনি আনলিমিটেড কলিং, এস এম এস এর সুযোগ নিতে পারবেন। আর দেরি না করে তাড়াতাড়ি জেনে নিন এই বিষয়ে। JIO 533 RECHARGE PLAN- আজকে আমরা এই প্ল্যানের সুবিধার কথা বলতে চলেছি। এই প্ল্যানের মাধ্যমে এক বার রিচার্জ করলে আপনাকে আগামী দুই মাস আর কোন ধরণের চিন্তা করতে হবে না।
এবার জেনে নিন এর ফলে আপনি কি সুবিধা পেতে চলেছেন। জিওর এই ৫৩৩ টাকার দুই মাস বৈধ প্লানের মাধ্যমে আপনি প্রতিদিন ২ GB করে ইন্টারনেট, আন লিমিটেড কলিং, প্রত্যেক দিন ১০০ টি করে SMS এর সুযোগ আপনি পেয়ে যাবেন। এরই সঙ্গে আপনি JIO CINEMA, JIO TV, JIO SECURITY, JIO CLOUD এই সমস্ত কিছু SUBSCRIPTION এক দম বিনামুল্যে পেয়ে যাবেন।
মাত্র 151 টাকা রিচার্জে ডেটার সাথে পুরো 3 মাস Hotstar ফ্রি! মহা চিন্তায় অন্য কোম্পানী।
তাই আর দেরি না করে আজই এই রিচার্জ করে ফেলুন নিজের কোন নিকটবর্তী রিটেলারের কাছ থেকে বা আপনি নিজের মোবাইল ফোন থেকেও UPI এর মাধ্যমে রিচার্জ করতে পারেন ঘরে বসেই। এর জন্য আপনাকে যেতে হবে না আর বাইরে অর্থাৎ দোকানে। জিও ভারতের সবচেয়ে বড় টেলিকম সংস্থা। এর গ্রাহক গ্রাম থেকে শহর, শহরতলি। এই গ্রাহকদের আগামী দিনে খুব তাড়াতাড়ি উপহার দেবে 5G নেটওয়ার্ক।