Jio VS Elon Musks Starlink India.
বর্তমানে সারা ভারতে Reliance Jio ও AirTel এর গ্রাহক সংখ্যা বেশি। কারন মূলত কম দামে ভালো পরিষেবা দেওয়া। তবে এই মুহুর্তে জিও ও এয়ারটেল এর টেনশন বাড়িয়ে দিয়ে ভারতে আসছে নতুন কোম্পানি। এবং শোনা যাচ্ছে এবার নাকি টানা ২ বছর ফ্রি ইন্টারনেট দিতে চলেছে। যদিও এই ব্যাপারে অফিশিয়াল কোনও তথ্য নেই। তবে নতুন কিছু নিয়েই যে তারা ভারতে পা রাখবে, সেতা আর বলার অপেক্ষা রাখে না।
অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। আর একেকদিন ফেসবুক, ইনস্ট্রা, হোয়াটস অ্যাপ এছাড়া অন্যান্য অ্যাপগুলো চালাতে ইন্টারনেটের প্রয়োজন। কোন সংস্থা কত কম টাকায় কত জিবি ডাটা দিচ্ছে সেইদিকে সবাই তাকিয়ে থাকে। কম টাকায় বেশি জিবি ডাটা পাওয়া গেলে সেইদিকে বেশি মানুষ ঝোঁকে।
যদিও বিশ্ব ব্যাপী Jio সংস্থা খুব নাম করেছে তবুও মাস্ক (Elon Musk) কিন্তু পিছিয়ে নেই। দুজনের সমান টক্কর যেন কেউ কাউকে পিছিয়ে দিতে রাজি নয়। ভারতের না হলেও একাধিক দেশে নিজের জায়গা শক্ত করে নিয়েছে স্টারলিঙ্ক। এদিকে কম যায়না জিও-এয়ারটেল। এই মুহূর্তে, ভারতে মূলত এই দুই সংস্থাই ইন্টারেনেটের অধিকাংশ বাজার দখল করে রেখেছে। এমতাবস্থায়, স্টারলিঙ্কের (Starlink Broadband) অনুপ্রবেশ যেন ব্রডব্যান্ড পরিষেবায় আরও নতুন দিগন্ত খুলে দিয়েছে।
কে বেশি স্পিড ইন্টারনেট দেবে সেই দৌড়ে নেমেছে স্টার লিংক ও জিও। ইতিমধ্যে ভারতে আসার প্রস্তাবও জানিয়ে রেখেছে এলন মাস্কের সংস্থা। এছাড়াও মেক্সিকোতে ফ্রি ইন্টারনেটের ঘোষণা করেছে স্টারলিঙ্ক। ওই দেশের সরকারের সঙ্গে 90 মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে সংস্থা। এই চুক্তি অনুযায়ী 2026 সাল পর্যন্ত মেক্সিকোতে ফ্রি ইন্টারনেট দেবে স্টারলিঙ্ক।
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট এখনো তেমন ভাবে শুরু না হলেও Reliance Jio এবং এয়ারটেল এই দৌড়ে নেমে পড়েছে। জিও স্পেস ফাইবার নামে নতুন পরিষেবা এনেছে রিলায়েন্স। ওয়ানওয়েব নামে স্যাটেলাইট পরিষেবা শুরু করতে চলেছে এয়ারটেল। স্টারলিঙ্ক এদেশে আসার আগেই নিজের পায়ের তলার মাটি শক্ত করতে, ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবায় জিও এয়ার ফাইবারকে কাজে লাগাতে শুরু করেছে।
ইতিমধ্যে দেশের 115টি শহরে চালু হয়ে গিয়েছে Jio Air Fiber. দ্রুত গতির ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে মরিয়া হয়ে উঠেছে জিও। অন্যদিকে এয়ারটেল তাদের ওয়ানওয়েব সংস্থার মাধ্যমে ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার লাইসেন্স পেয়ে গিয়েছে। যতক্ষণ না টেলিকম দফতরের পক্ষ থেকে লাইসেন্স পাচ্ছে স্টারলিঙ্ক, ততক্ষণ অবধি ভারতে কোনওরকম পরিষেবা বা বুকিং চালু করতে পারবে না সংস্থা।
এই কাজটি না করলে পাবেন না প্রধানমন্ত্রী কিষান যোজনার 15তম কিস্তির টাকা, আজকে থেকে টাকা ঢোকা শুরু।
স্টারলিংক আসার আগেই সাধারণ মানুষের ঘরে ঘরে Jio পৌঁছিয়ে দেওয়ার ভাবনায় রয়েছেন মুকেশ আম্বানি। আর এইজন্য সাধারণ মানুষের কথা চিন্তা করে নতুন এই প্ল্যানের দাম রাখা হয়েছে ৫৯৯ টাকা।
যার মধ্যে আপনি পেয়ে যাবেন যেখানে 550টি ডিজিটাল টিভি এবং নেটফ্লিক্স,অ্যামাজন প্রাইম-সহ একাধিক ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে বলে দাবি করেছে জিও।
এদিকে ৪২০০ এর বেশি স্যাটেলাইট রয়েছে স্টারলিঙ্কের। ভারতে পরিষেবা শুরু করার জন্য ইতিমধ্যে টেলিকম দফতরের কাছে চিঠি পাঠিয়েছে এলন মাস্কের সংস্থা। প্রত্যন্ত গ্রাম গুলোতে ইন্টারনেট পরিষেবা দিতে আগ্রহী স্টারলিঙ্ক। যদিও এই আবেদনে এখনও সাড়া দেয়নি সরকার। তাই স্টারলিঙ্ক কবে থেকে শুরু হচ্ছে এবং কত দাম হচ্ছে ইন্টারনেটের এখনো কিছু স্পষ্ট বলা যাচ্ছেনা।
তবে টেলিকম দফতরের পক্ষ থেকে লাইসেন্স না পাওয়া পর্যন্ত স্টারলিংক ভারতে কোনওরকম পরিষেবা চালু করতে পারবে না । অন্যদিকে জিও এয়ার ফাইবার পরিষেবা চালু করেছে। এই এয়ার ফাইবারের মাধ্যমে ভারতের প্রত্যন্ত জায়গায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে জিও। শুরুতে জিও এয়ার ফাইবার মাত্র ৮টি শহরে সীমাবদ্ধ ছিল।
তবে অল্প সময়ের মধ্যে ১১৫টি শহরে এই সেবা সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি। Jio এয়ার ফাইবার পরিষেবা এখন গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি এবং অন্ধ্রপ্রদেশের শহরগুলিতে উপলব্ধ। ভারতে জিও এয়ারফাইবার সাবস্ক্রিপশন মূল্য ৫৯৯ টাকা থেকে শুরু হয় এবং ১০ এমবিপিএস স্পিডের লাইন প্ল্যানের দাম মাত্র ৩৯৯৯ টাকা।
বোঝাই যাচ্ছে মাস্কের স্টারলিঙ্ক ভারতে নিজের জাল ছড়ানোর আগেই জিও উঠেপড়ে লেগেছে তার নিজের ইন্টারনেটকে সর্বোপরি সবার কাছে অল্প মূল্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে জিও ও স্টারলিঙ্ক l
Written by Shampa Debnath.
শিক্ষক নিয়োগ মামলায় রায় ঘোষণা। জাস্টিস গাঙ্গুলীর সিদ্ধান্ত জেনে নিন।