KMC Recruitment 2023 – কলকাতা পৌরসভায় একাধিক পদে কর্মী নিয়োগ, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য KMC Recruitment 2023 বা কলকাতা পৌরসভায় চাকরির জন্য এক সুখবর আজকে আমরা দিতে চলেছি। যার মাধ্যমে সকল যুব সমাজ যারা চাকরি (Job) খুঁজছে তাদের দারুণ সুবিধা হতে চলেছে। রাজ্যের এই বেকারত্বের আবহে কোনো সরকারি চাকরির খবর শুনলে সবচেয়ে বেশি খুশি হয় বেকার যুবক যুবতীরা। একেকটা চাকরির পরীক্ষা যেন একেকটা স্বপ্নের সিড়ি সেই পথ দিয়ে একবার উঠে গেলেই জীবন স্বপ্নের মতই সুন্দর।

Advertisement

KMC Recruitment 2023.

এবারও তেমনি একটি সরকারি পরীক্ষার খবর উঠে এলো। এখন যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের এই খবরটি খুব গুরত্বপূর্ণ হতে চলেছে। চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদনটি। পৌরসভায় নতুন করে আবার কর্মী নেওয়া হচ্ছে। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের (KMC Recruitment 2023) তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে জানা যাচ্ছে অনেক গুলো পদে এক সঙ্গে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

KMC Recruitment 2023 মোট পদের সংখ্যা:- মোট ১৯ টি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে জেনারেলদের জন্য রয়েছে ৯ টি শূন্য পদ। এসসি প্রার্থীদের জন্য ১ টি শূন্য পদ এবং ST ও OBC প্রার্থীদের জন্য যথাক্রমে ১ টি করে করে শূন্য পদ রয়েছে। পদের নাম – Kolkata Municipal Corporation এর তরফ থেকে ফার্মাসিস্ট পদের জন্য কর্মী নিয়োগ (KMC Recruitment 2023) করা হবে।

KMC Recruitment 2023 কারা আবেদনের যোগ্য – এই পদে আবেদন করার জন্য আপনাদের ২ বছরের ডি ফার্মা কোর্স করে থাকতে হবে এবং আপনাদের বাংলা ভাষা ও কম্পিউটার দক্ষতা থাকবে হবে। বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। ছেলে ও মেয়ে উভয়েই চাকরির জন্য আবেদন করতে পারবে। বেতনের পরিমাণ – নির্দিষ্ট পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ২২ হাজার টাকা।

কিভাবে পরীক্ষা হবে – এই পদের জন্য আপনাদের একটা রেজাল্টের স্কোর দেখা হবে সেই সাথে প্র্যাকটিক্যাল এক্সাম হবে। দুটো মিলিয়ে যায় মেরিট লিস্টে বেশি হবে তাকেই নির্বাচিত করা হবে উক্ত পদের জন্য। কিভাবে আবেদন করবেন – কলকাতার পৌরসভা যে ওয়েবসাইট রয়েছে তাতেই আবেদন ফ্রম এর লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে আবেদন পত্র ডাউনলোড করে সেটিকে ফিলাপ (KMC Recruitment 2023) করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

Indian Railway (ভারতীয় রেল)

ঠিকানাটি নিচে দিয়ে দেওয়া হলো। আবেদনের শেষ তারিখ ২২ ডিসেম্বর ২০২৩। Address – Kolkata Municipal Corporation (CMO Building) 5, S.N. Banerjee Road, Kolkata – 700013. উক্ত ঠিকানায় আবেদন ফ্রম ফিলাপ করে নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে। আর ফ্রম এর সাথে কিছু ডকুমেন্ট পাঠাতে হবে। এই সমন্ধে (KMC Recruitment 2023) আরও বিস্তারিত জানতে কলকাতা পৌরসভার ওয়েবসাইট ভিজিট করুন।

কৃষক বন্ধুরা শীঘ্রই 3 হাজার টাকা পাবেন একাউন্টে। মোদী সরকারের বড় ঘোষণা।

আর চাইলে কলকাতা পৌরসভা গিয়ে কথা বলে আসতে পারেন এই চাকরি সংক্রান্ত কোনো তথ্য জানতে। স্বভাবতই এই চাকরিটি অনেক বেকার যুবক যুবতীদের কাছে অনেক আশার আলো দেখাতে পারে, তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন (KMC Recruitment 2023) প্রক্রিয়া সেরে ফেলুন। আরও অন্যান্য পরীক্ষার খবর পেতে এই পেজে নিয়মিত ফলো করুন।
Written by Shampa Debnath.

প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী পাবে ফ্রিতে টেস্ট পেপার। কবে থেকে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button