Whatsapp এ হতে চলেছে বড় বদল, বুঝে শুনে ব্যবহার করুন নইলে বিপদ।

Whatsapp এর এই নতুন ফিচার্স সম্পর্কে জানতে পড়ুন বিস্তারিত।

21 শতকের এই দুনিয়ায় Whatsapp এর ব্যবহার অধিকাংশ মানুষই আয়ত্ত করে ফেলেছেন ইতিমধ্যে। বর্তমানে এই অ্যাপটি মেটা দ্বারা পরিচালিত হচ্ছে যারফলে দিন দিন নতুন নতুন উদ্ভাবনী ফিচার্স আসছে হোয়াটসঅ্যাপে। তাদের দাবীঅনুসারে, মেটা স্পেসিফাইড এই অ্যাপের মেসেজিং ব্যবস্থা end to end encryted। এর অর্থ ব্যক্তিগত চ্যাট শুধুমাএ প্রেরক ব্যক্তিদের মধ্যে সুরক্ষিত থাকবে। এই এনক্রিপশন নিশ্চিত রাখতে কতৃপক্ষ বিভিন্ন নতুন ফিচর্স আনতে শুরু করেছে। ঠিক সেরকমই এবার হোয়াটস্যাপ এর গ্রুপ ফিচর্স এ নতুন আপডেট আসছে।

Advertisement

কি জানানো হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে?
এবার থেকে গ্রুপের আসা প্রত্যেকটি মেসেজের ওপর গ্রুপ এডমিনের নিয়ন্ত্রণ থাকবে। অ্যাডমিন চাইলে মেসেজের ওপর প্রভাব ফেলতে পারেন। মেসেজের বিষয়বস্তু যদি অপ্রীতিকর হয় তবে অ্যাডমিন সেই মেসেজের বিষয়বস্তুতে নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে।

Advertisement

40 জিবি ফ্রী ডেটা দিচ্ছে জিও, কীভাবে পাবেন জানুন?

কেনো এই আপডেট নিয়ে এসেছে মেটা কতৃপক্ষ?
মেটা কতৃপক্ষ সামাজিক মাধ্যমের ফলে বাড়তে থাকা অসন্তোষ এবং অপ্রীতিকর পরিস্থিতি কে নিয়ন্ত্রণ করতে প্রধানত এই নতুন আপডেটটি নিয়ে এসেছে Whatsapp এ। এরই সঙ্গে এই নতুন মেসেজিং রেগুলেশন হোয়াটসঅ্যাপের নির্বিঘ্নতা বজায় রাখতে চেষ্টা করবে। হোয়াটসঅ্যাপের যেকোনো গ্রুপের যেকোনো মেসেজের ওপর এই নির্দেশিকা আরোপ হতে পারবে অ্যাডমিন এর দ্বারা। ফলত, গ্রুপ চ্যাট গুলো সুরক্ষিত থাকবে। এই নতুন উদ্ভাবনী বৈশিষ্ট্য আরও মার্জিত ব্যবস্থাপনা পদ্ধতি গঠন করবে মেটা কতৃপক্ষের জন্য।

কীভাবে এবং কোন পরিস্থিতিতে এই ফিচারস ব্যবহার করা যেতে পারে?
অ্যাডমিন গ্রুপের যেকোনো মেসেজ কেই পুনঃমূল্যায়ন করতে পারবে। Whatsapp গ্রুপে আসা যেকোনো মেসেজের বিষয়বস্তু কে বিচার করতে পারবে অ্যাডমিন। অ্যাডমিন যদি সিদ্ধান্ত জানায় মেসেজটি সমালোচনামূলক বা অপ্রীতিকর অবস্থা তৈরী করছে, তবে সেই মুহূর্তে অ্যাডমিনের সম্পূর্ণ অধিকার থাকবে মেসেজটি কে পরিবর্তন করার বা মুছে দেওয়ার। এই বৈশিষ্ট্যটি আপডেট ভার্সন 2.23.16.18 তে আসবে। তবে এখনও অবধি এই ফিচারস টি শুধুমাত্র পরীক্ষামূলক ভাবে নির্দিষ্ট কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে ব্যবহৃত হচ্ছে। খুব শীঘ্রই সমস্ত ডিভাইস এ এই ব্যবস্থা আসতে চলেছে।

কিছু বিশেষ গ্রুপের জন্য সেটিংস এ এই ফিচারস টি পাওয়া যাচ্ছে বর্তমানে, খুব শীঘ্রই সমস্ত ডিভাইসেও পরিলক্ষিত হবে। এই ফিচারস টির অ্যাকসেস থাকবে অ্যাডমিনের কাছে এবং অ্যাডমিন গ্রুপে চলা সমস্ত মেসেজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে অ্যাডমিন। সেক্ষেত্রে কোনো সদস্য কে গ্রুপ থেকে টার্মিনেট করে দেওয়ারও বৈশিষ্ট যোগ হয়েছে এর সঙ্গেই।

পশ্চিমবঙ্গের কর্মীদের ছুটির মেয়াদ বাড়লো। আরও বেশি পাবেন স্থায়ী ছুটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button