নতুন বছরে IRCTC রাজ্যে কর্মী নিয়োগ করতে চলেছে।

IRCTC – Indian Railway Catering And Tourism Corporation এর তরফে ২৯ শে ডিসেম্বর ২০২২ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্মী নিয়োগের কথা বলা হয়েছিল। ২৭ শে সেপ্টেম্বর ১৯৯৯ সালে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেলের উদ্যোগে এই সংস্থার স্থাপনা করা হয়েছিল। এই সংস্থা স্থাপন করার মূল পরিকল্পনা ছিল দেশের বিভিন্ন প্রান্তের রেল যাত্রীদের পরিষেবা প্রদান করাই ছিল সরকারের মূল লক্ষ্য। এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য IRCTC পুনরায় কর্মী নিয়োগ করতে চলেছে।

Advertisement

IRCTC তে আবেদন পদ্ধতি দেখে নিন।

COPA – Computer Operator পদের জন্য চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। কর্মীদের নিয়োগ করার জন্য কোম্পানির তরফে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে নেওয়া হবে। IRCTC র এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বেকার কর্মপ্রার্থীরা। তাদের বক্তব্য অনেক সময় স্কুল বা কলেজ জীবন শেষ হওয়ার পরে অভিজ্ঞতা না থাকার জন্য চাকরি পাওয়া সম্ভব হয়না। কিন্তু আই আর সি টি সি র এই সিদ্ধান্তের জন্য অনেক বেকার যুবক – যুবতীরা শিখে কাজ করার সুযোগ পেয়ে যাবে। এই বারে আবেদনের সকল পদ্ধতি সম্পর্কে জেনে নেব।

Bandhan Bank এ চাকরির সুযোগ বেতন শুরু 15 হাজার থেকে, সময় খুব কম।

কোন পদের জন্য আবেদন করতে পারবেনঃ-
COPA – Computer Operator And Programing Assistant এই দুই পদের জন্য চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
বেতন কত পাবেনঃ-
এই কাজের শুরুতে আপনারা বেতন হিসাবে কিছু পাবেন না। ট্রেনিং চলাকালীন ৫ হাজার থেকে ৯ হাজার টাকা দেওয়া হবে।

যোগ্যতা ও বয়স কি থাকতে হবেঃ-
১. আবেদনকারির রাজ্যের যে কোন সরকারী প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
২. সকল বিষয় মিলিয়ে নুন্যতম ৫০% নাম্বার পেতে হবে।
৩. যদি কোন আবেদনকারীর ITI – Industrial Training Institute এর কোর্স করা থাকলে তাহলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
৪. আবেদনকারীর বয়স ১৮ – ২৫ বছরের মধ্যে হতে হবে।

রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে প্রচুর স্থায়ী কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ।

আবেদন করার মুল্য ও পদ্ধতিঃ-
১. অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২. www.apprenticesshipindia.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
৩. আবেদনের সময় আপনাকে নিজের সকল তথ্য নির্ভুল ভাবে দিতে হবে। কোন ধরণের ভুল হলে আবেদন বাতিল হতে পারে।
৪. কোন ধরণের মুল্য দিতে হবে না।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button