ISI তে কর্মীনিয়োগ হতে চলেছে, বেতন 36 হাজার টাকা।

ISI – Indian Statistical Institude এর তরফে কলকাতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৭ ই ডিসেম্বর ১৯৩০ সালে এর প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে ISI এর মুখ্য কার্যালয় কলকাতায় অবস্থিত। এছাড়াও চেন্নাই, বেঙ্গালুরু, পুনে, নিউ দিল্লী, তেজপুর এই সকল স্থানেও ISI এর দফতর উপস্থিত আছে।

Advertisement

ISI এ কীভাবে আবেদন করবেন দেখুন।

ISI এর স্থাপনা মুলত বিভিন্ন বিষয়ে গবেষণা করার জন্য করা হয়েছিল। বর্তমানে এই সংস্থাতে ১ হাজারের বেশি কর্মচারীরা কর্মরত রয়েছে। কিন্তু নিজেদের গবেষণাকে আরও সুচারু ভাবে করার জন্য আরও কর্মী নিয়োগ করতে চলেছে। প্রোজেক্ট লিঙ্ক পারসন পদের জন্য আবেদন করতে পারেন। আজকে আমরা আবেদনের পদ্ধতি, নিয়ম ও বেতন সম্পর্কে জেনে নেব।

Jio 5G smartphone আনতে চলেছে আম্বানি, দাম শুনলে চমকে যাবেন।

নিয়োগের পদ ও বেতনঃ-
.১. প্রোজেক্ট লিঙ্ক পারসন পদের জন্য নিয়োগ করা হবে।
২. ২৮ হাজার থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত বেতন হতে চলেছে।

আবেদনের পদ্ধতিঃ-
১. www.isical.ac.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে।
২. সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
৩. কোন ধরণের লিখিত পরীক্ষা নেওয়া হবে না।

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ-
১. জন্মের শংসাপত্র।
২. নিজের সকল শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
৩. বাসস্থানের ঠিকানার প্রমানপত্র হিসাবে ভোটার কার্ড।
৪. এই আবেদনের জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
৫. আগে কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার প্রমানপত্র দিতে হবে।

আবেদনের জন্য কি যোগ্যতা থাকতে হবেঃ-
১. আবেদনকারীকে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বা M.Tech পাশ করা হতে হবে।
২. ফিজিক্স, ম্যাথ নিয়ে M.Sc পাশ করা হতে হবে।
৩. C, C++ এই ধরণের কম্পিউটার এর ভাষার জ্ঞান থাকতে হবে।

আবেদনের জন্য আরও কিছু তথ্যঃ-
১. ৩৫ বছরের মধ্যে এই আবেদন করতে হবে।
২. আবেদনের জন্য কোন মুল্য দিতে হবে না বলে জানানো হয়েছে।
৩. পারসন ইনচার্জ, কম্পিউটার সায়েন্স ডিভিশন এর অন্তর্গত পদের জন্য নিয়োগ করা হবে।
৪. সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে কোন ধরণের প্রতারকের জালে পা দেবেন না।

রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর (DEO) পদে প্রচুর স্থায়ী কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ।

কোন দালাল যদি টাকার বিনিময়ে চাকরির কথা বলে, তবে সেটা সম্পূর্ণ ভুয়ো বলে জানবেন।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button