Jio 5G smartphone আনতে চলেছে আম্বানি, দাম শুনলে চমকে যাবেন।

বাজারে আসতে চলেছে Jio 5G smartphone. ভারতের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন। দাম জানলে হয়ে যাবেন অবাক।
আজ থেকে প্রায় ১৫ বছর আগে ২০০৭ সালে Jio র প্রতিষ্ঠা করা হয়েছিল বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির উদ্যোগে। দেশে 4G পরিষেবা চালু করার পর থেকে জিওকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

Jio 5G smartphone দাম, ফিচার গুলি জেনে নিন।

মুলত দেশের মধ্যবিত্ত নাগরিকদের কথা মাথায় রেখে এই সংস্থা নিজেদের প্ল্যান নিয়ে হাজির হয়। এছাড়াও বর্তমানে এক পরিসংখ্যান অনুসারে ভারতে Jio র প্রায় ৪২ কোটির বেশি গ্রাহক আছে।
ভারতে সকল টেলিকম কোম্পানি গুলোর মধ্যে Jio প্রথম স্থানে রয়েছে। এখন থেকে শুধু রিচার্জ নয় জিওর পক্ষ থেকে সকলের জন্য সবচেয়ে সস্তা 5G ফোন নিয়ে হাজির হতে চলেছে।

ইন্টারনেট ও স্মার্টফোন ছাড়া UPI পরিষেবা ব্যবহার এর পদ্ধতি দেখে নিন।

এর আগেও জিও Jio Phone Next 4G নিয়ে হাজির হয়েছিল সেটি একটি 4G ফোন ছিল। কিন্তু এবার ফাইভ জি নিয়ে হাজির হল এই সংস্থা। Jio তাদের আগের লঞ্চ হওয়া 4G ফোনের আদলেই এই 5G ফোন ভারতের বাজারে নিয়ে আসতে চলেছে। এই ফোনের নাম হবে Jio Phone Next 5G. এই মোবাইলের আনুমানিক দাম ৯ – ১০ হাজার টাকার মধ্যে হতে চলেছে।

এর বিভিন্ন ভেরিয়েণ্ট এর ওপরে দাম নির্ভর করবে। এবার আমরা জেনে নেব এই ফোনের বিস্তারিত তথ্য। Jio Phone 5G তে OS –Operating System টি গুগেল এর পক্ষ থেকে তৈরি করা হতে পারে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। প্রসেসর Qualcomm Snapdragon 480 Plus Chipset দেওয়া হবে। এছাড়াও Adreno 619 GPU – Graphics Processing Unit থাকবে, যা গ্রাহকদের ভাল গেমিং এর অভিজ্ঞতা দেবে।

ভারতের বিভিন্ন ভাষার মানুষেরা নিজেদের ভাষায় এই Jio 5G মোবাইল ফোন ব্যবহার করতে পারবে।
Jio Phone 5G Specifictions:-
১. ৬.৫ ইঞ্চির In – Play Switching, Liquid Crystal Display ডিসপ্লে।
২. ৪ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ। ৫১২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড লাগানো যাবে।

৩. প্রগতি অপারেটিং সিস্টেম।
৪. ১৩+২ মেগা পিক্সেল ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে Full Hd ভিডিও রেকর্ডিং করা যেতে পারে।
৫. ৮ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা।
৬. 5000 mah ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জারের সঙ্গে।

বাড়িতে বসে জিও কাস্টোমারদের ফোন রিসিভ করে মাসে 30000 টাকা আয় করুন।

Jio 5G smartphone সম্ভবত ফেব্রুয়ারি মাসের মধ্যে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। কিছু বিশেষজ্ঞদের মত অনুসারে এই Jio 5G smartphone ভারতীয় বাজারে আনার কারণ হচ্ছে সকল মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের এই 5G পরিষেবা উপভোগ করতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Leave a Comment