Money Saving Tips – টাকা তো কামাচ্ছেন, জমাতে কি পারছেন? জেনে নিন টাকা সঞ্চয়ের কিছু টিপস।
Money Saving Tips – পুরো তথ্য জানতে পড়ুন বিস্তারিত।
টাকা উপার্জন করছেন, অথচ সঞ্চয় (Money Saving Tips) করতে পারছেন না। এই সমস্যাটা অধিকাংশ মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে। যে পরিমাণেই আয় করুন না কেন, সেই উপার্জনের টাকা থেকে একটা অংশ সঞ্চয় করতেই হবে। কারণ জীবনে আয়ের একটা অংশ যদি সঞ্চয় করতে না পারেন তাহলে জীবনের প্রতিটি পদেই সমস্যার সম্মুখীন হতে হবে। সঞ্চয় বা বিনিয়োগ (Deposit or Investment) ছাড়া কোনোভাবেই চলে না। ফলে সেই দিকে গুরুত্ব দিয়ে নজর দেওয়া দরকার।
কেন সঞ্চয় (Money Saving Tips) করতে পারছেন না? এর উত্তর খুঁজতে গেলে প্রথমেই দেখবেন, কোনো হিসাব না করেই যথেচ্ছ পরিমাণে খরচ করার অভ্যাস রয়েছে। সঞ্চয়ের জন্য শুধুমাত্র উপার্জন করলেই হয় না। ব্যয় করাটাও শিখতে হয়। আর্থিক সাশ্রয় করার একটা অভ্যাস তৈরি করতে হবে। তবেই সঞ্চয় করতে পারবেন। বহু মানুষের জীবনযাপনের এমন পদ্ধতি রয়েছে, যেখানে উপার্জন থাকলেও সঞ্চয় বা বিনিয়োগ করতে পারেন না। এবার এখানে সঞ্চয়ের জন্য কিছু টিপস জানানো হলো। এই টিপসগুলো প্রয়োগ করে দেখতে পারেন (Some Smart Tips to Grow Your Money)
RBI এর বড় সিদ্ধান্ত, বাতিল হতে পারে 500 টাকার নোট, জানুন কি জানালেন গভর্নর।
সংসারের খরচের জন্য একটা বাজেট তৈরি করে ফেলতে হবে। যে টাকা উপার্জন করছেন, তার মধ্যে থেকে কত টাকা সংসার খরচের জন্য প্রয়োজন, সেটি ঠিক করে নিন। তারপরে আপনার হাতে বাকি রইল কত টাকা, তার মধ্যে থেকে কতখানি টাকা সঞ্চয় বা বিনিয়োগ (Money Saving Tips) করতে চান, সেই বিষয়েও সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। সঞ্চয়ের প্রথমেই ফিনান্সিয়াল গোল বা টার্গেট ঠিক করতে হবে। কত টাকা সঞ্চয় করতে চান, আর কত টাকার মধ্যে সংসারের দৈনন্দিন সমস্ত খরচ মিটিয়ে ফেলতে চান।
অনেকের ধার করার একটা অভ্যাস রয়েছে। ধার করে জিনিসপত্র কেনা থেকে শুরু করে বেড়াতে যাওয়া, বিভিন্ন ধরনের কাজ মেটানো। এই অভ্যাস ত্যাগ করতে হবে। যখন তখন ধার করা চলবে না। ইএমআই (EMI) দিয়ে জিনিসপত্র কিনতে পারেন। কিন্তু ধার করে কখনোই নয়। যথেচ্ছ খরচের অভ্যাস থাকলে বন্ধ করতে হবে। ব্যাংকে যদি বিরাট পরিমানে কোনো লোন থাকে (Bank Loan) তা পরিশোধের চেষ্টা করতে হবে।
বেশি পরিমাণে লোন বা ধার করার অভ্যাস থাকলে সঞ্চয় বা বিনিয়োগ (Money Saving Tips) সেই অর্থে করা যায় না। অনেকে সঞ্চয় বা বিনিয়োগের ব্যাপারে যথেষ্ট দক্ষ হন। তবে অধিকাংশ মানুষ এই বিষয়টি নিজেরা ঠিক করতে পারেননা। যদি নিজে ঠিক করতে না পারেন, তাহলে যে কোনো অর্থনৈতিক বিশেষজ্ঞের (Financial Consultant) সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিন। কত টাকা, কোথায় বিনিয়োগ করবেন, টার্গেট কি? সেই অনুযায়ী এগোতে হবে।
যে পরিমাণ টাকাই আয় করুন, নিয়ম করে সঞ্চয় করতেই হবে। উপার্জনের সঙ্গে খরচ করাটা শিখতে হবে। যথেচ্ছ ভাবে খরচের অভ্যাস বন্ধ করতে হবে। প্রতিমাসে নিয়মিত খরচের হিসাব লিখে রাখুন। মিলিয়ে দেখুন আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যাচ্ছে না তো। টাকা আয় করার সঙ্গে জীবন যাপনের (Lifestyle) পদ্ধতিতে এরকম ছোটোখাটো কিছু পরিবর্তন করলেই দেখবেন, একটু করে হলেও সঞ্চয় করতে পারছেন।
বর্ষা কালের জমিয়ে করুন এই 4 টি ব্যবসা, প্রতিমাসে কমপক্ষে 50000 টাকা লাভ থাকবে।