লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ তথা সারা দেশের মধ্যে একটি আলোচিত প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে (Lakshmir Bhandar Scheme) বাংলার মা বোনেরা প্রতিমাসে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন। তবে সম্প্রতি সরকারি নির্দেশে বলা হয়েছে এই কাজ না করলে আগামী মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর ঢুকবে না। তাই সময় থাকতে কি কি করতে হবে জেনে নিন।
লক্ষ্মীর ভান্ডার নতুন নিয়ম 2025
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের জন্য যে প্রকল্পের সূচনা করেছেন, যেটি বিগত কয়েক বছরে একটি জনপ্রিয় প্রকল্পে রূপায়িত হয়েছে। রাজ্যের মহিলাদের জন্য আর্থিক অনুদান দেওয়ার মাধ্যমে তাদের আর্থিক নির্ভরতার পথ প্রশস্ত করার মধ্য দিয়ে মহিলাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্যই চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্প বর্তমানে একটি জনপ্রিয় প্রকল্প হিসেবে পরিগণিত হয়।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লিস্ট ও অনুদান
যদিও প্রথমদিকে লক্ষীর ভান্ডার প্রকল্পের অনুদানের পরিমাণ অনেকটাই কম ছিল, তবে লোকসভা নির্বাচনের সময় থেকে রাজ্যের জেনারেল ক্যাটাগরির মহিলাদের জন্য মাসিক ১০০০ টাকা এবং তপশিলি ক্যাটাগরির মহিলাদের জন্য মাসিক ১২০০ টাকার অনুদান দেওয়া হয়। এই মাসিক অনুদান দিয়ে মহিলারা তাদের নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। এইজন্য রাজ্যের বিভিন্ন গ্রাম ও শহরের বিভিন্ন প্রান্তে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প বিশেষ সাড়া ফেলেছে।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে?
সম্প্রতি এটাও শোনা যাচ্ছে, বিধানসভা নির্বাচনের সময় থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান আরো বাড়ানো হতে পারে। যদি এর মাত্রা আরও বাড়ানো হয় তাহলে সবচেয়ে উপকৃত হবেন রাজ্যের মহিলারা। এদিকে এটাও জানা যাচ্ছে, অনেক মহিলাদের একের বেশি অ্যাকাউন্ট থাকার জন্য দুই বা ততোধিক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান ঢুকছে। এইজন্য যাতে এই লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে আগামীতে কোন দুর্নীতি না হতে পারে, তার জন্যই সরকার থেকে প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের কেওয়াইসি আপডেট করার কথা জানানো হয়েছিল।
টাকা পেতে হলে কি করতে হবে?
এখনো পর্যন্ত বেশিরভাগ উপভোক্তা আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিংক করেনি এছাড়াও কেওয়াইসি আপডেট করেননি। যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত এই গুরুত্বপূর্ণ কাজগুলি করেনি, তাদের অনুদান মার্চ মাস থেকে নিজস্ব ব্যাংক একাউন্টে আর ঢুকবে না এমনটা জানানো হয়েছে সরকার তরফে।
- আধার ও ব্যাংক একাউন্ট লিংক
- KYC আপডেট করুন
- শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি
আরও পড়ুন, হটাত টাকার দরকার হলে এই ২ প্রকল্পে টাকা পাবেন। আধার কার্ড দিয়ে আবেদন করুন।
যদি আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান ব্যাংক একাউন্টে আসার নিরবিচ্ছিন্নতা বজায় রাখতে চান, তাহলে অতি দ্রুত এই গুরুত্বপূর্ণ কাজ করে ফেলুন। এই কাজগুলো করার জন্য আপনি আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট এর লিঙ্ক করিয়ে নিন। এই কাজের জন্য আপনি ব্যাংক গিয়ে কাজটি করিয়ে নিতে পারবেন। এছাড়াও আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যেটাতে আপনি অনুদান পাচ্ছেন এটি প্রমাণ করার জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট ব্যাংকে সাবমিট করুন অর্থাৎ কেওয়াইসি আপডেট করুন।
আরও পড়ুন, প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এইভাবে আবেদন করুন।
আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটি ১৫ ফেব্রুয়ারির আগে সম্পূর্ণ না করেন, তাহলে মার্চ মাস থেকে আপনার ব্যাংক একাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান পাওয়া থেকে আপনি বিরত থাকবেন। এছাড়াও পরবর্তী সময়েই এই প্রকল্পের অনুদান বাড়লেও আপনি এই সুবিধা পাবেন না। এইজন্য এই সরকারি গুরুত্বপূর্ণ কাজগুলিকে হেলায় ফেলে না রেখে তাড়াতাড়ি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। তাহলে প্রতিমাসে নিয়মিত টাকা ঢুকতে অসুবিধা নয়।
এমন আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।