DA Hike News – বকেয়া ডিএ ঘোষণা নিয়ে গুরুত্বপূর্ণ খবর। সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে?
এখনো অনেক রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (DA Hike News) বাড়ানো হয়নি। যদিও একাধিক অঙ্গ রাজ্যজুড়ে সরকারি কর্মচারীরা (Government Employees) অবস্থান বিক্ষোভ, অনশন, আন্দোলন জারি রেখেছে। কোনো কোনো রাজ্যে এই DA বৃদ্ধিকে কেন্দ্র করে মামলা চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court Of India). তবে এই ডিসেম্বরে বড়দিনে একটা খুশির খবর দিতে চলেছে মুখ্যমন্ত্রী।
DA Hike News Announce In Meghalaya State.
অনেকদিন ধরেই সরকারি কর্মচারীদের বিক্ষোভ, আন্দোলনের পর এই বুধবার মুখ্যমন্ত্রী একটি সোশ্যাল মিডিয়া পোস্টে একটি বৃবৃতি দেন তাতে লেখা রয়েছে ‘আমার দলে থাকা ৫৫ হাজার সরকারি কর্মীদের বড়দিনের শুভেচ্ছা। আমি এটা ঘোষণা করতে পেরে খুবই সন্তুষ্ট যে এবারে ডিসেম্বরের বেতন নির্ধারিত সময়ের আগেই সরকারি কর্মীদের একাউন্টে ঢুকবে। এছাড়াও সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধিতে (DA Hike News) অনুমোদন দিয়েছে সরকার।
এই স্টেটমেন্ট দেখে সরকারি কর্মচারীদের মনে খুশির জোয়ার দেখা দিয়েছে। যদিও খুবই কম শতাংশ DA বাড়ানো (DA Hike News) হয়েছে। যেটা কেন্দ্রীয় হারের চেয়ে অনেক কম। তবুও এতদিন অপেক্ষার পর মুখ্যমন্ত্রীর তরফে এই ৩ শতাংশ DA বৃদ্ধি যেন অনেকটাই খুশির। তার সাথে ডিসেম্বরের বেতন সরকারি কর্মচারীদের অনেকটাই সময়ের আগে দিয়ে দেওয়া হবে এমনটাই বক্তব্য দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বড়দিনের উপহার হিসাবে মুখ্যমন্ত্রীর তরফে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এই DA বৃদ্ধি যেন অনেকটাই আশার আলো দেখাচ্ছে সরকারি কর্মচারীদের। কারণ হয়তো এরপর আবারও সরকার নতুন বছরে আরো কিছু শতাংশ DA বৃদ্ধি (DA Hike News) করতে পারে। প্রসঙ্গত, মেঘালয়ের সরকারি কর্মীরা ৩৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাচ্ছিলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে ৩ শতাংশ বাড়ায় এবার থেকে তারা মাসে মাসে ৩৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।
মূল বেতনের ওপর ধার্য করা হবে এই মহার্ঘ ভাতা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ জুলাই থেকে এই বর্ধিত DA কার্যকর হবে। তাই এই ডিসেম্বর থেকে জুন এই পাঁচ মাসের বকেয়া ডিএ ঢুকবে সরকারি কর্মীদের একাউন্টে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতার (DA Hike News) পরিমাণ অনেকটাই বেশি। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪৬ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।
তাই রাজ্য সরকারি কর্মচারীদের DA Hike News এর পরিমাণের চেয়ে মেঘালয়ের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA এর তারতম্য ৭ শতাংশ। দুর্গাপূজার সময়েই ৪ শতাংশ DA বাড়ানো হয়েছে। যেটা ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর হয়েছে। দুর্গাপূজার আগে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ DA পেতেন। ৪ শতাংশ বাড়ানোর পর DA হয়ে দাঁড়ায় ৪৬ শতাংশ।
যদিও কেন্দ্রীয় সরকার লোকসভা ভোটের আগেই আরেকবার DA বাড়াতে পারেন কারণ অনেকদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ DA এর জন্য বলে চলেছেন।তাই যদি মোদী সরকার আবারও DA Hike News করেন তারা ৫০ শতাংশ হারে DA পাবেন। এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের এতদিন পরে সরকার মাত্র ৩ শতাংশ DA বাড়িয়েছেন। তাতেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৭ শতাংশ এগিয়ে আছেন।
শিক্ষকরা বকেয়া DA পাবে না, জানালো সরকার। এবারে শিক্ষকদের কি করনীয়?
তবে একবার যখন রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (DA Hike News) একটু হলেও বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীরা আশাবাদী আবারও নিশ্চয় সরকার তাদের DA বৃদ্ধি করবেন। এই ৩ শতাংশ DA বাড়ার ফলে অনেক হাজার সরকারি কর্মচারী লাভবান হবেন এমনটাই আশা করা হচ্ছে। কিন্তু এই খবর শুধুমাত্র ভারতের মেঘালয় রাজ্যের সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য।
Written by Shampa Debnath.
অবশেষে পশ্চিমবঙ্গে DA ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কত টাকা বেতন বাড়লো? কবে