দেশের বৃহত্তম বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন এর পক্ষ থেকে দেশবাসীর জন্য নিত্য নতুন প্ল্যান নিয়ে আসা হয়। যাতে দেশের সমস্ত স্তরের মানুষই এলআইসির প্ল্যান নিতে পারে। এরকমই একটি এলআইসির বীমা প্ল্যান নিয়ে জানানো হবে, যেখানে দুটি ডেথ বেনিফিট অপশন রয়েছে। পলিসির মেয়াদ থাকছে প্রায় ৪০ বছর পর্যন্ত। এলআইসির এই প্ল্যান সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Lic New Policy Name – LIC Jeevan Amar Plan
এলআইসির এই নতুন প্ল্যানটির নামঃ
এলআইসি জীবন অমর প্ল্যান বা LIC Jeevan Amar Plan.
কারা কিনতে পারবেন?
১৮ থেকে ৬৫ বছর বয়সের মধ্যে যে কোনো ব্যক্তি এই পলিসি নিতে পারেন। এখানে ৮০ বছর বয়স পর্যন্ত বীমার কভারেজ দেওয়া হয়েছে।
LIC Jeevan Amar Plan calculator
এই বীমা প্ল্যানে LIC র তরফে দুটি Death Benefit অপশন দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হলো Level Sum Assured আর আরেকটি হলো Increasing Sum Assured
এলআইসি জীবন অমর প্ল্যানের মেয়াদ ১০ থেকে ৪০ বছর।
মিনিমাম বেসিক সাম অ্যাসিওরড ২৫ লক্ষ টাকা। তবে কোনো সর্বোচ্চ সীমা নেই।
LIC Jeevan Amar Plan terms and conditions
পলিসি হোল্ডার সিঙ্গেল, নিয়মিত এবং সীমিত প্রিমিয়াম পেমেন্ট বিকল্প থেকে সুবিধা অনুযায়ী বেছে নিতে পারবেন। পলিসি হোল্ডার অধূমপায়ী হলে কম প্রিমিয়াম দিতে হবে। মহিলা হলে নির্দিষ্ট হারের সুবিধা দেওয়া রয়েছে এই প্ল্যানে।
৫ বছর পর থেকে পলিসির ১৫ বছর পর্যন্ত প্রতিবছর বেসিক সাম অ্যাসিওরড ১০ শতাংশ বাড়ানো হবে। যতক্ষণ না পর্যন্ত Basic Sum Assured ডবল হয়ে যায়।
কেউ একক পরিমাণের বদলে ৫ বছর নির্বাচিত মেয়াদের মধ্যে কিস্তিতে ডেথ বেনিফিট বেছে নিতে পারবেন।
Death Benefit:
এই ডেথ বেনিফিট সুবিধার বিকল্পটি লাইফ অ্যাসিওরড জীবিত কালে ব্যবহার করতে পারবেন। লাইফ অ্যাসিওরড মৃত্যুতে ওই তারিখ পর্যন্ত প্রিমিয়ামের ১০৫% বা বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণের মধ্যে যেটি বেশি হবে সেটি পাবেন।
আরও পড়ুন, স্বাধীনতা দিবসে বিশ্বকর্মা প্রকল্পের ঘোষণা, নরেন্দ্র মোদীর উপহার।
LIC Jeevan Amar Plan Grace period
তবে প্রিমিয়াম গ্রেস পিরিয়ডের মধ্যে পরিশোধ না করলে পলিসি বাতিল হয়ে যাবে। সীমিত প্রিমিয়াম এবং একক প্রিমিয়াম এর ক্ষেত্রে কিছু পরিমাণ সমর্পণ মূল্য হিসেবে ফেরত দেওয়া হয়। এই প্ল্যানে প্রিমিয়াম মাসিক বা যে কোনো ধরনের কিস্তিতে দেওয়া যেতে পারে। এটিতে কম প্রিমিয়ামে বেশি কভার পাওয়া যায়।
আরও পড়ুন, 5 টাকায় ভাগ্যবদল! পুরনো নোট কাছে থাকলেই হাতে আসবে লাখ টাকা, জানুন কীভাবে?