Scholarship – মাধ্যমিক পাশ ও উচ্চ মাধ্যমিক পাশ করলেই পাবেন পশ্চিমবঙ্গের সেরা 5 স্কলারশিপের একটি।
যেসমস্ত ছাত্র ছাত্রীরা অর্থের কারনে উচ্চ শিক্ষা গ্রহন করতে পারেনা তাদের জন্য সুখবর। Top 5 Scholarships তথা পশ্চিমবঙ্গের সেরা ৫টি স্কলারশিপের মধ্যে আবেদন করলে যেকোনও একটি পাবেই পাবে।
এদিকে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ২রা মে। স্কুল জীবনের সবচেয়ে বড়ো পরীক্ষা এই মাধ্যমিক। এবং উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর উচ্চ শিক্ষার জন্য পড়াশুনা করতে আপনি পেয়ে যেতে পারেন স্কলারশিপ।
List of Top 5 Scholarships in West Bengal
সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান স্কলারশিপ তথা Scholarship দেওয়ার ব্যবস্থা করেছে। এই স্কলারশিপ মূলত দেওয়া হয় মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া পরিবারের ছাত্র ছাত্রীদের জন্য। আপনিও কী ভালো রেজাল্ট করেছেন? উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ নিতে চাইছেন? কোথায় আবেদন করবেন বুঝে উঠতে পারছেন না। তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই।
এই প্রতিবেদনে জানিয়ে দেওয়া হবে ৫টি স্কলারশিপের বা Scholarship কথা। যেখানে আপনি সহজেই আবেদন করতে পারবেন। এই স্কলারশিপ গুলো পেতে মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। রাজ্য ও কেন্দ্র সরকার কর্তৃক এই স্কলারশিপ গুলো থেকে আপনি ৯০,০০০ টাকা পর্যন্ত পড়াশুনার খরচ চালাতে পারেন।
স্কলারশিপ গুলো হলো
নবান্ন স্কলারশিপ
এটি রাজ্য সরকার আয়োজিত একটি স্কলারশিপ তথা Scholarship.
এটিতে আবেদন করতে হলে যেসব যোগ্যতা লাগবে সেগুলো হলো
১) পিতামাতা/অভিভাবকের বার্ষিক আয় ৬০,০০০ টাকা এর মধ্যে থাকতে হবে।
২) মাধ্যমিক পরীক্ষায় ৬৫ শতাংশ নম্বর থাকলেই আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবে।
৩) অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
অনলাইনে আবেদন করলেই আবেদনকারীরা ১০,০০০ টাকা বার্ষিক অনুদান পাবেন।
ওয়েসিস পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ
এই স্কলারশিপে বা Scholarship আবেদন করতে হলে
১) পিতামাতা/অভিভাবকের বার্ষিক আয় ২,৫০,০০০ টাকা এর মধ্যে থাকতে হবে।
২) মাধ্যমিক পাস করলেই এই বৃত্তি পাবেন।
৩) অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
এই স্কলারশিপে আবেদন করলেই আপনি ২০০০ টাকা থেকে ৩৫০০ টাকা পর্যন্ত বর্ষিক অনুদান পাবেন।
বিকাশ ভবন স্কলারশিপ
এই স্কলারশিপ পেতে যেসব যোগ্যতা লাগবে সেটা হলো
১) পিতামাতা/অভিভাবকের বার্ষিক আয় 2,50,000 INR-এর মধ্যে থাকতে হবে।
২) অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাস করলে এই বৃত্তি পাবেন।
৩) অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
অনলাইনে আবেদন করলেই আবেদনকারীরা 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত বার্ষিক অনুদান পাবেন।
পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়ারা আবেদন করলেই পাবেন 16,000 টাকা পর্যন্ত। যোগ্যতা ও নিয়মাবলী জেনে নিন
ন্যাশনাল স্কলারশিপ
১) এই স্কলারশিপ পেতে পিতামাতা/অভিভাবকের বার্ষিক আয় 2,50,000 INR-এর মধ্যে থাকতে হবে।
২) 50 শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস করলেই এই বৃত্তি পাবেন।
3) অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। যদিও এটি কেন্দ্রীয় সরকারের ভারতব্যাপী স্কলারশিপ।
অনলাইনে আবেদন করলেই আবেদনকারীরা 10,000 টাকা থেকে 50,000 পর্যন্ত বর্ষিক অনুদান পাবেন।
ঐক্যশ্রী স্কলারশিপ
১) এই স্কলারশিপ পেতে হলে পিতামাতা/অভিভাবকের বার্ষিক আয় 2,00,000 INR-এর মধ্যে থাকতে হবে।
২) মাধ্যমিকে মাত্র ৫০ শতাংশ নম্বর থাকলেও এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
৩) অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
৪) মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়ের পড়ুয়ারা এই সুবিধা পাবেন।
অনলাইনে আবেদন করলেই আবেদনকারীরা 16,000 টাকা পর্যন্ত বর্ষিক অনুদান পাবেন।
পড়ুয়াদের উচ্চ শিক্ষায় সুলভে শিক্ষা ঋণ দিচ্ছে এই সকল ব্যাংক। অনলাইনে আবেদন করুন।
এই স্কলারশিপ গুলোতে আবেদন করার আগে ওয়েবসাইট দেখে নেবেন আবেদনের শেষ তারিখ কবে। সেই সাথে প্রয়োজনীয় নথি কি কি লাগবে, সেই অনুযায়ী আবেদন করবেন। কারণ প্রত্যেকটি স্কলারশিপ ভিন্ন। তাই আবেদন পদ্ধতি থেকে আবেদনের সময় ভিন্ন। সেক্ষেত্রে আপনার পছন্দসই স্কলারশিপটি আপনার যোগ্যতার সাথে মিললে আবেদন করুন, আর আপনার ব্যাংকে বৃত্তির টাকা নির্দিষ্ট সময়ে পেয়ে যাবেন।
Written by Shampa Debnath.