Aadhar Card – কিভাবে বানাবেন জানুন বিস্তারিত।
আধার কার্ড (Aadhar Card) বর্তমানে খুবই একটি গুরুত্বপূর্ণ নথি। আপনি কিশোর কিংবা প্রাপ্ত বয়স্ক হন বা শিশু প্রত্যেকের জন্য প্রয়োজনীয় নথি এই আধার কার্ড। সরকার থেকে তাই এটাকে অত্যাবশ্যক করে দিয়েছে। সরকারি বেসরকারি প্রভৃতি কাজে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে এই নথি কে প্রথম হিসাবে ধরা হয়। তাই শিশু জন্মানোর পরেই তার আঁধার কার্ড টি করিয়ে নেওয়া জরুরি। নাহলে টিকাকরণ বা অন্য কোনো ভ্যাকসিন দেওয়ার জন্য এছাড়া এখন ৩ বছর বয়স থেকেই স্কুলে যায় বাচ্চারা। স্কুলে ভর্তি করানোর ক্ষেত্রে ও আঁধার কার্ড দরকার হয়।
এবার সরকারের তরফ থেকে বলা হয়েছে আপনি বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারবেন আপনার বাড়ির ছোট্ট সদস্যের জন্য আধার কার্ড। ছোট্ট শিশুকে কষ্ট করে আর আধার কেন্দ্রে (Aadhar Card) নিয়ে যেতে হবে না। ১ থেকে ৫ বছরের বাচ্চাদের যেহেতু হাতের মাপ পাল্টাতে থাকে তাই সরকার তাদের জন্য একটি নতুন নীল রঙের আঁধার কার্ড চালু করেছেন যাকে blue adhar card বলা হয়। প্রসঙ্গত, ৫ বছর প্রযন্ত এই ব্লু আঁধার কার্ড প্রযোজ্য। এরপর শিশুর আধারের বায়োমেট্রিক চেঞ্জ করতে হয়। নাহলে আঁধার কার্ডটির কোনো মূল্য থাকেনা। বায়োমেট্রিক চেঞ্জ করা মানে আপনার শিশুর হাতের আঙ্গুল, চোখ এর স্ক্যান করা ও মুখের ফটো কপি।
আবেদনের প্রয়োজনীয় নথিঃ
১) শিশুর বার্থ সার্টিফিকেট
২) পিতা মাতার পরিচয় পত্র।
৩)পিতা মাতার আঁধার কার্ড
৪) শিশুর সাথে সম্পর্কের প্রমাণ
৫) স্থায়ী ঠিকানার প্রমাণ
আবেদন পদ্ধতিঃ
আপনি যদি মনে করেন অফলাইনে বাড়িতে বসে আবেদন করতে পারবেন না তাহলেও সমস্যা নেই । প্রথমে আপনাকে আপনার কাছের আঁধার সেবা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করে সেখান থেকে ব্লু আধারের ফ্রম (Aadhar Card) টি সংগ্রহ করে ফ্রম টি ফিলাপ করে সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে ওই আধার সেবা কেন্দ্র জমা করতে হবে। তারা আপনার সমস্ত তথ্য ও ফ্রম ভেরিফিকেশন করে আপনার শিশুর ফটো তুলে আপনাকে কিছুদিন বাদে ব্লু আধার কার্ড দিয়ে দেবে।
আর আপনি যদি এতো সব কিছুর ঝামেলা পোহাতে না চান তাহলে ঘরে বসেই আপনার অ্যান্ড্রয়েড ফোন কিংবা ল্যাপটপ থেকে অনলাইন মাধ্যমে ফ্রম ফিলাপ করে আধার কার্ড (Aadhar Card) বানিয়ে নিতে পারবেন কিভাবে অনলাইন মাধ্যমে খুব সহজে বাড়িতে বসে আঁধার কার্ড বানাবেন আপনার শিশুর জন্য নিম্নে আলোচনা করা হলোঃ
প্রথমেই ১) www.UIDAI.gov.in-এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর আধার কার্ডের লিঙ্কে ক্লিক করে শিশুর নাম, অভিভাবকের মোবাইল নম্বর, ইমেল আইডির মত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
৩) এরপর শিশুর জন্মস্থান, সম্পূর্ণ ঠিকানা, জেলা এবং রাজ্যের তথ্য পূরণ করতে হবে।
৪) অনলাইনে এই প্রক্রিয়াটি করার পরে, আপনাকে আধার কার্ডটি পেতে UIDAI কেন্দ্রে যেতে হবে।
৫) এজন্য আপনি চাইলে আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন।
৬) অ্যাপয়েন্টমেন্ট বুক করতে, “ফিক্স অ্যাপয়েন্টমেন্ট” অপশনে যান।
৭) এরপর এখন আপনি পছন্দমত তারিখ এবং সময় নির্বাচন করে আপনার কাছের UIDAI-এর কেন্দ্রটি নির্বাচন করুন।
Fixed Deposit এ 10% সুদ ঘোষণা। এইভাবে টাকা রাখলে, ঝড়ের গতিতে বাড়বে টাকা।
৮) শেষে শিশুটির নাম, জন্ম তারিখ দেওয়া ফ্রম টি ভালো ভাবে পড়ে ফ্রম টি ফিলাপ করতে হবে।
তাহলে আর দেরি কেন আপনার বাড়ির খুদে সদস্যের জন্য ঘরে বসেই কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিন ব্লু আঁধার কার্ড।
Written by Shampa Debnath