কথায় আছে বারো মাসে তেরো পার্বণ। সত্যিই তাই সারা বছর জুড়েই কোনো না কোনো Holidays বা ছুটি লেগেই রয়েছে। আর কদিন পড়েই মার্চ মাস। আর মার্চ মাস অর্থাৎ বাংলার ফাল্গুন মাস। এই ফাল্গুন আর চৈত্রের দুই মাস নিয়ে বসন্তকাল মানেই সবচেয়ে যে উৎসবের কথা মাথায় আসে তা হলো দোল উৎসব। দোল মানেই ছুটির দিন। সেই সাথে আর কি কি কারণে টানা ৯ দিন ছুটি থাকছে দেখে নেওয়া যাক।
Govt Employees Holidays List in March Month
রাজ্য সরকারি কর্মীদের এই ৯ দিন টানা ছুটি শুরু হচ্ছে ২৩ মার্চ থেকে এবং শেষ হবে ৩১ মার্চে। তবে সরকারি ছুটির লিস্টে টানা ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি। তবে কোন কোন দিন ছুটি ঘোষণা করা হয়েছে দেখে নেওয়া যাক।
- ২৩শে মার্চ ছুটি শুরু হচ্ছে কারণ শনিবার সাপ্তাহিক ছুটি
- ২৪শে মার্চ – রবিবার সাপ্তাহিক ছুটি
- ২৫শে মার্চ – দোল উৎসব
- ২৬শে মার্চ – হোলির জন্য ছুটি দেওয়া হয়
- ২৭শে ও ২৮শে মার্চ – কোনো রাজ্য সরকারি কর্মী ইচ্ছে করলে ছুটি নিতে পারে।
- ২৯শে মার্চ – গুড ফ্রাইডে
- ৩০শে মার্চ – শনিবার সাপ্তাহিক ছুটি
- ৩১শে মার্চ – রবিবার সাপ্তাহিক ছুটি
স্কুল শিক্ষকরা পাবে এক্সট্রা ছুটি! কোন কোন বিশেষ কারণে ছুটি নিতে পারবেন বলে জানালো পর্ষদ?
অর্থাৎ উৎসব ও সাপ্তাহিক Holidays বা ছুটি মিলিয়ে ৭ দিন ছুটি থাকছে এরই মধ্যে কেউ যদি মাঝের দুই দিন ছুটি নিয়ে নেয় তাহলে টানা ৯ দিনই তার ছুটি থাকছে। এই ছুটির সুযোগ কাজে লাগিয়ে দোল উৎসবকে কেন্দ্র করে কাছে পিঠে ঘুরতে চলে যাওয়া যেতেই পারে।
শান্তিনিকেতন বা দীঘা কিংবা মৌসিন দ্বীপ ছোট্ট করে ভ্রমণ সেরে ফেলার মোক্ষম সুযোগ এই টানা ৯ দিন ছুটি। এছাড়া মার্চ মাসে পড়েছে শিবরাত্রি। তাই ব্যাংকের Holidays বা ছুটির ক্ষেত্রে যেমন প্রথম ও দ্বিতীয় শনিবার এবং রবিবার ছুটি থাকে তেমনি শিবরাত্রি ও দোলে ছুটি মিলিয়ে মোট,১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক।
রাজ্য সরকার যেভাবে বিভিন্ন কারণে ছুটি ঘোষণা করেন তাতে রাজ্য সরকারি কর্মীদের একদিকে ভালোই সুযোগ হয়ে ওঠে ছোট্ট ভ্রমণের জন্য। তাই মার্চ মাসে আপনিও এমনই একটা প্ল্যান করে বেরিয়ে পড়ুন বসন্তের প্রকৃতিকে দেখার জন্য।
Written by Shampa Debnath.