Primary Tet Exam দিতে যাওয়ার আগে এই জিনিস গুলি অবশ্যই ব্যাগে নিয়ে যাবেন।

দীর্ঘ প্রতিক্ষার অবসানের পর আবার অনুষ্ঠিত হতে চলেছে Primary Tet Exam. আগামী ১১ ই ডিসেম্বর রাজ্যের সকল নির্ধারিত স্থানে এই পরীক্ষা হতে চলেছে। এই আলোচনায় উল্লেখিত এই সকল জিনিস সাথে করে অবশ্যই নিয়ে যাবেন পরীক্ষা কেন্দ্রে। পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা Tet – Teacher Eligibility Test এর পরীক্ষা আগামী ১১ ই ডিসেম্বর হতে চলেছে।

Primary Tet Exam এ এই জিনিস গুলি না নিলে বাতিল হতে পারে পরীক্ষা।

এই পরীক্ষা বেলা ১২ টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত হবে। এর আগের বারের থেকে শিক্ষা নিয়ে এবারে এই পরীক্ষা ব্যবস্থা নিয়ে কোন রকমের খামতি রাখতে নারাজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board Of Primary Education). এই Primary Tet Exam পরীক্ষার মাধ্যমে আরও ১১ হাজার কর্মী নিয়োগ করা হবে। যাতে কোন অসুবিধা না হয় তার জন্য অনেক সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

পর্ষদের পক্ষ থেকে নির্দেশ জারি করে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে নিজেদের পরীক্ষার Admit Card বের করে নিতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে WBBPE.Org গিয়ে নিজেদের বৈধ অ্যাডমিট কার্ড বের করে নিতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

এছাড়াও এই পরীক্ষাকে নিরাপদ ভাবে সম্পন্ন করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হয়েছে। জেনে নিন এই সম্পর্কে – এবারের Primary Tet Exam পরীক্ষা ১৫০ নম্বরের হতে চলেছে। ১ নম্বরের ১৫০ টি প্রশ্ন থাকবে। Mcq – Multiple Choice Question র মাধ্যমে পরীক্ষা হবে। কোন Negative Marking থাকবে না বলে জানানো হয়েছে।

নতুন নিয়মে প্রকাশিত হল প্রাইমারি টেট এর অ্যাডমিট কার্ড। এক ক্লিকেই কীভাবে ডাউনলোড করবেন?

বাংলা ও ইংরাজি এই দুই ভাষাতেই প্রশ্ন পত্র উপলব্ধ থাকবে বলে জানা গেছে। রাজ্যের মোট ১,৪৫৩ টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হতে চলেছে। ৭ লক্ষেরও বেশি আবেদনকারী এই পরীক্ষা দিতে বসছে।
এরই সঙ্গে WBBPE র তরফ থেকে অনেক বিধি নিষেধ সহ নিয়ম তৈরি করা হয়েছে। Primary Tet Exam পরীক্ষা দেওয়ার আগে আপনাদের উচিত এই সকল কিছু জেনে রাখা।

যাতে আপনাদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে কোন সমস্যার সম্মুখীন না হতে হয় তাই জন্য আমাদের এই প্রয়াস।
পরীক্ষার্থীদের জন্য কি নির্দেশ জেনে নিনঃ-
• এবারের Tet পরীক্ষা ২ ঘণ্টা ৩০ মিনিটের হতে চলেছে।
• বেলা ১২ টা থেকে শুরু করে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা হতে চলেছে।
• পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা আগে প্রবেশ করতে হবে। এর থেকে দেরি করলে কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

• কেন্দ্রে প্রবেশ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রদত্ত Admit Card নিয়ে যাওয়া আবশ্যক। কোন ভাবেই এই অ্যাডমিট কার্ড ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না।
• Admit Card এ উল্লেখিত রোল নম্বর দেখে সকলকে নিজের সঠিক জায়গায় বসতে হবে। অন্য কোন স্থানে বা ঘরে বসে পরীক্ষা দিলে তৎক্ষণাৎ সেই উত্তর পত্র বাতিল করা হবে।
• পরীক্ষকের নির্দেশ অমান্য করা যাবে না।
• পরীক্ষার জন্য বরাদ্দ সময়ের আগে বিনা অনুমতিতে পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরোতে দেওয়া হবে না। কেউ এই নির্দেশ অমান্য করলে পরীক্ষক ব্যবস্থা নিতে পারে।

এবারের প্রাইমারী টেট পরীক্ষায় পাশ করার সহজ উপায়, এক চান্সেই পাশ।

Primary Tet Exam পরীক্ষা কেন্দ্রে কি নিয়ে প্রবেশ করা যাবে নাঃ-
১. পর্ষদের নিয়ম অনুসারে কেন্দ্রের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. কোন ধরনের বই, খাতা বা জেরক্স নিয়ে আসার অনুমতি নেই।
৩. কোন হাত ঘড়ি পরে পরীক্ষা কেন্দ্রের ভেতরে যাওয়া যাবে না।
৪. ক্যামেরা, হেড ফোন, স্মার্ট ওয়াচ, স্মার্ট চশমা নিয়ে যাওয়া যাবে না।

৫. কোন নেশা জাতীয় দ্রব্য (সিগারেট, বিড়ি, মদ, তামাক) নিয়ে প্রবেশ করা যাবে না।
৬. এমনকি কোন চা, কফি বা কোন খাদ্য নিয়ে যেতে দেওয়া হবে না কেন্দ্রের ভেতরে।
৭. সকল পরীক্ষক বা শিক্ষা কর্মীদের তাদের নির্দিষ্ট পরিচয় পত্র নিজের গলায় ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক বলে জানিয়েছে পর্ষদ।
৮. এছাড়াও সকল পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরীক্ষা করা হবে প্রবেশের আগে।

শুধু আবেদনকারীরা নন এরই সঙ্গে স্থানীয় প্রশাসনের জন্যও নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নিয়মগুলি হল – পরীক্ষা কেন্দ্রের আসে পাশে অবস্থিত জেরক্সের দোকান গুলি ১০-৩ টে অব্দি বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই সঙ্গে কেন্দ্রের চারিপাশের আইন ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

Primary TET এর কোন প্রশ্নগুলো আসবে, সবার আগে দেখে নিন, WBBPE Breaking News.

এই বারের Primary Tet Exam এ পর্ষদের পক্ষ থেকে প্রাপ্ত খবর অনুসারে ৭ লক্ষের বেশি শিক্ষার্থীরা এই পরীক্ষায় বসতে চলেছে। এদের জন্য পরিবহণের বন্দোবস্ত করার কথা বলা হয়েছে। সকল পরীক্ষার্থীরা ভাল করে এই Exam ক্লিয়ার করুন ও জীবনে উন্নতি করুন এই আমাদের আশা। এই নিয়ে নিজেদের মন্তব্য নিচের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। সঙ্গে থাকুন। পছন্দ হলে সাবসক্রাইব করুন।

Leave a Comment