Mustard Oil Price – দাম কমেছে সর্ষের তেলের, নতুন দাম কত,দেখুন
২০২৪ সালেই সাধারণ নির্বাচন। আর তার আগে শুরু হয়ে গিয়েছে দিল্লির ক্ষমতা ধরে রাখার প্রস্তুতি। আর সেই লক্ষ্যে (Mustard Oil Price) কেন্দ্রীয় সরকার এবার ময়দানে নেমে পড়েছে। দীর্ঘদিন পর জানা গেল, দেশবাসীর জন্য ভোজ্য তেলের দাম কমানো হয়েছে। যা কিনা দেশবাসীর কাছে চরম কষ্টের দিনযাপনের মধ্যেও একটু হলেও সুখকর।
দেশ জুড়ে লাগামছাড়া মূল্যবৃদ্ধির এই পরিস্থিতিতে ভোজ্য তেলের (Mustard Oil Price) মত একটি অত্যাবশ্যকীয় পণ্যের দাম কমলে তাতে দেশবাসীকে একটু স্বস্তি পাবেন, সেটা হলফ করে বলা যায়। এবার জানা গেল, দেশের অন্দরে সূর্যমুখী তেল (Suryamukhi Oil) সয়াবিন তেল (Soyabean Oil) এবং পাম তেলের (Palm Oil) দাম যথাক্রমে ২৯ শতাংশ, ১৯ শতাংশ এবং ২৫ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে।
JMS Trust Scholarship এ শুরু হল আবেদন প্রক্রিয়া, আবেদন করলে প্রত্যেকে পাবেন নগদ 12000 টাকা।
সংসদে এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রীর সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম আগের তুলনায় অনেকটাই কমেছে। আর সেই দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অভ্যন্তরীণ বাজারেও ভোজ্য তেলের দামের উপরে কড়া নজর রাখছে কেন্দ্রীয় সরকার। ভোজ্য তেলের ব্যবসায়ীদের সংগঠন এবং শিল্প প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে বৈঠক করা হয়েছে।
সেখানে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমানোর (Mustard Oil Price) সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও ভোজ্য তেলের দাম কমাতে হবে। এই প্রসঙ্গে দেশের তেলের কৃষিজ সেস ২০ শতাংশ থেকে ৫ শতাংশ কমানোর কথা জানানো হয়েছে। পাশাপাশি, সূর্যমুখী তেলের উপরে ২.৫ শতাংশ শুল্কও কমিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেছেন, ভোজ্য তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে কমানোর জন্য দেশের মধ্যে কেন্দ্রীয় সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আর সেই প্রচেষ্টার ফলস্বরূপ বর্তমানে সূর্যমুখী, সয়াবিন এবং পাম তেলের দাম ২৯,১৯ এবং ২৫ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। আর যাই হোক, চলতি মূল্যবৃদ্ধির এই নাজেহাল পরিস্থিতির মধ্যে সামান্য একটু হলেও ভোজ্য তেলের দাম কমায় দেশবাসী একটু স্বস্তি পাবেন।
আপাতত বন্ধ হতে পারে Mid Day Meal, শিক্ষা দপ্তরের মেসেজ পেয়েছেন?