Govt Scheme – মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে নতুন প্রকল্প আনল সরকার। কীভাবে আবেদন করবেন?
রাজ্য বা কেন্দ্র যেই হোক রাজ্যের মানুষদের জন্য একাধিক প্রকল্প (Govt Scheme) ব্যাবস্থা এনে বাংলার মানুষদের অনেকটাই আর্থিক সহায়তা দান করেছে। প্রধানমন্ত্রী যে সমস্ত প্রকল্প এনেছেন তার মধ্যে উল্লেখিত হলো পিএম কিষান যোজনা (PM Kisan Yojana), স্বচ্ছ ভারত যোজনা Swacch Bharat Mission, আয়ুষ্মান ভারত যোজনা (Ayushmann Bharat Yojana). এই সমস্ত প্রকল্প থেকে বাংলার জনগণ একটা আর্থিক ভাতা পেয়ে থাকেন।
এছাড়া ভারতীয় তরুণীদের জন্য বেটি বাঁচাও বেটি পড়াও (Beti Bachao Beti Padhao) প্রকল্পের অধীনে “লাডলি বেহন” স্কিমের (Ladli Behen Scheme) সূচনাও করেছে কেন্দ্রীয় সরকার।
Govt Scheme For Girl Child By State Government.
এই সমস্ত Govt Scheme একটা মেয়ের ভবিষ্যত সুরক্ষিত থাকে। তাদের পড়াশুনা থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রায় এই ভাতা অনেকটাই সাহায্য করে। তেমনি এই প্রতিবেদনে এমনও একটি প্রকল্পের কথা আমরা জানাব। তবে এটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নয়, উত্তরপ্রদেশ রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প ব্যাবস্থা নেওয়া হয়েছে। এই প্রকল্পের নাম হলো সুমঙ্গলা যোজনা (Sumangala Yojana). তবে এটা শুধুমাত্র উত্তরপ্রদেশ রাজ্যের জন্য প্রযোজ্য।
এই Govt Scheme এর অধীনে থাকা মহিলা এবং তরুণীদের উন্নতি ও ভবিষ্যত সুরক্ষিত রাখার জন্য তৎপর হয়েছে যোগী সরকার। এখনো অনেক পরিবার আছে যাদের পারিবারিক আয় তেমন নয়, অথচ কন্যা সন্তান জন্ম হওয়াকে এখনো কিছু পরিবার সেই চোখে দেখেনা। তাদের পড়াশুনা শিখিয়ে পরের সংসারে বিয়ে দিতে হবে দেখে অনেক পরিবার সেই কন্যা সন্তানকে পড়াশুনা না শিখিয়ে সংসারের কাজে লাগিয়ে দেয়।
কিংবা খুব ছোট বয়সে বিয়ে দিয়ে দেয়। এই সমস্ত ব্যাপার পরিলক্ষিত করে যোগী সরকার কন্যাদের পড়াশুনা চালিয়ে যাবার জন্য ও তাদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য সুমঙ্গলা যোজনা চালু করেন। এই Govt Scheme আওতায় যারা অন্তর্ভুক্ত থাকবে তাদের সরকার মাথা পিছু সর্বোচ্চ ২৫,০০০ টাকা দেওয়া হবে। তবে এই ভাতা দেওয়া হবে ভাগ ভাগ করে। নিম্নে সেই নিয়ে আলোচনা করা হলো।
কন্যার বয়স ১ বছর হলে ২,০০০ টাকা, কন্যা যখন প্রথম শ্রেণীতে যাবে তখন ৩,০০০ টাকা, কন্যা যখন ৬ষ্ঠ শ্রেণীতে যাবে তখন ৩,০০০ টাকা, কন্যা যখন ৯ম শ্রেণীতে যাবে তখন ৫,০০০ টাকা এবং কখন মেয়ে গ্রাজুয়েশনে যাবে তখন ৭,০০০ টাকা প্রদান করা হবে। আবেদন পদ্ধতি এই Govt Scheme জন্য আবেদন করতে পারবেন শুধুমাত্র উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দারা। আর এটি সম্পূর্ণ মেয়েদের জন্য।
তবে এক পরিবারের সর্বোচ্চ দুজন এই সুবিধা পাবেন। তার সাথে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। যেমন – আধার কার্ড (Aadhaar Card), ক্লাসের পড়ার ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট (Birth Certificate), স্থায়ী বসবাসের শংসাপত্র, রেশন কার্ড (Ration Card), ভোটার আইডি কার্ড (Voter Card). এই Govt Scheme এর সুবিধাভোগীর পারিবারিক বার্ষিক আয় সর্বোচ্চ ৩ লাখ টাকা হতে হবে।
আপনি যদি আপনার পরিবারের মেয়ের জন্য এই সুবিধা নিতে চান তাহলে প্রথমে আবেদনকারীকে নাম নথিভুক্ত করতে হবে। এই সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া। www.sky.up.gov.in ওয়েব সাইটে গিয়ে সিটিজেন সার্ভিসের নির্ধারিত পোর্টালে গিয়ে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ এবং প্রয়োজনীয় নথি প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ব্যাংকের মাধ্যমে আবেদনকারী তার একাউন্টে টাকা পেয়ে যাবেন নির্দিষ্ট সময়ে (Govt Scheme).
2016 সালে চাকরি পাওয়া শিক্ষকদের নোটিশ দেওয়া শুরু। কি লেখা আছে?
যদি আপনি উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার পরিবারে কন্যা থেকে থাকে তাহলে এখনি আবেদন করুন। আর আপনার কন্যার পড়াশুনা ও ভবিষ্যত সুরক্ষিত করতে এই Govt Scheme অনেকটাই ভূমিকা পালন করবে। আর আপনারা এই সম্পর্কে উত্তরপ্রদেশ সরকারের আধিকারিক ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন। এছাড়াও এই ধরনের Govt Scheme পশ্চিমবঙ্গেও (West Bengal) মেয়েদের জন্য ঘোষণা করা আছে।Written by Shampa Debnath.
জনগনের সুবিধার্থে MyScheme Portal চালু করলো সরকার। কোন সরকারী প্রকল্পটি আপনার