Swasthya Sathi – স্বাস্থ্য সাথী কার্ড থাকলেই পাবেন আরও বেশি সুবিধা। সরকারের নতুন সিদ্ধান্ত।
পশ্চিমবঙ্গ সরকার দ্বারা শুরু করা Swasthya Sathi তথা স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের বাসিন্দাদের জন্য সরকারি হাসপাতালে সেবা উন্নত করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সামান্য খরচে বাসিন্দাদের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এটি প্রথমদিকে সীমিত সংখ্যক মানুষের জন্য থাকলেও, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এটি সার্বজনীন করে দেওয়া হয়েছিল।
Health Insurance for Swasthya Sathi Card
পরিষেবার প্রসারের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার Swasthya Sathi তথা স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা বাড়িয়ে দিয়েছে এবং এখন রাজ্যের বাসিন্দাদের জন্য চিকিৎসার জন্য অধিক টাকা প্রদান করা হচ্ছে। তবে, এই সুবিধা এখনো রাজ্যের হাসপাতালগুলিতেই পাওয়া যায়। পশ্চিমবঙ্গের বাইরে হাতে গোনা হাসপাতালে এই প্রকল্পের সুবিধা প্রযোজ্য নয় এখনও।
বৃহস্পতিবার রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হলো যে Swasthya Sathi তথা স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা দেওয়া যাবে দেশের যে কোনো হাসপাতালে। তবে, এই সুবিধা প্রকল্পের কাজে যাওয়ার পরিযায়ী শ্রমিকদের জন্য মাত্র প্রযোজ্য হবে। পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে কাজে যাওয়ার সুবিধা পেয়ে তাদের জন্য এই ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
প্রধানমন্ত্রীর এই প্রকল্পে মহিলারা পাবে 12,000 টাকা এবং পুরুষেরা পাবে 6,000 টাকা।
এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এবার এমন সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বিষয়ে আলোচনা করেন এবং পরিযায়ী শ্রমিকদেরও Swasthya Sathi তথা স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন। তবে, এই প্রকল্পে অংশগ্রহণের জন্য পরিযায়ী শ্রমিকদের নাম কর্মসাথী পোর্টালে নথিভূক্ত করতে হবে।
এই পোর্টালে নাম থাকা পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়েও গুরুতর চিকিৎসার সুবিধা পাবেন। বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজে যান। অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই সকল পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কর্মরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এমন অবস্থায় তাদের রাজ্যে ফিরে আসা অনেক সমস্যা হয়ে দাঁড়ায়।
স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের। আরও সুবিধা পাবে রাজ্যবাসী।
এই নতুন সিদ্ধান্তের ফলে সকল পরিযায়ী শ্রমিকদের মুখে হাসি ফোটাতে রাজ্য সরকারের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার পরিযায়ী শ্রমিকদের কর্মস্থলে থেকেই চিকিৎসা করিয়ে সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন। তাদের জন্য এমন সুবিধা প্রদান করা হবে যা তাদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করবে।