প্রত্যেকটি মানুষই কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সরকারকে Income Tax বা কর প্রদান করে থাকেন। কিন্ত সব চেয়ে বেশি মানুষের চিন্তার কারন হলো আয়কর অর্থাৎ ব্যাক্তির আয়ের ভিত্তিতে তাকে কর প্রদান করতে হবে। কর হল বাধ্যতামূলক একটি আর্থিক চার্জ যা কোন সরকারী সংস্থার দ্বারা করদাতার অপর চাপানো হয়ে থাকে। ট্যাক্সের মাধ্যমেই সরকার তার দেশের সমস্ত ধরনের উন্নয়নমুলক এবং ব্যয়মুলক কাজ করে থাকে।
New Income Tax System Started Form 1st April 2024
কেন্দ্রীয় বাজেট 2020-21 তে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের প্রদর্শিত পথে ভারত সরকার, Income Tax বা আয়কর ব্যবস্থাকে সরল করার এবং এটিকে আরও করদাতা-বান্ধব করার চেষ্টা করেছে। নতুন এই কর ব্যবস্থা চালু করা হচ্ছে 2024-2025 অর্থবর্ষে। 1st এপ্রিল থেকে শুরু হয়েছে সমস্ত ধরনের রিটার্ন সাবমিট করা। তবে এতদিন যাবত পুরনো পদ্ধতিতে কর প্রদান করছিলেন আমজনতা তাদের অনেকাংশেরই এখন এই নতুন কর পদ্ধতি বুঝতে অসুবিধা হচ্ছে।
তারা একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না যে পুরনো না নতুন কোন পদ্ধতি অবলম্বন করলে তাদের কম পরিমাণে Income Tax বা কর প্রদান করতে হবে। ফলত তারা বেশিরভাগী পুরনো কর ব্যবস্থা অবলম্বন করছেন। আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের জানাবে দুটি করের সুবিধা এবং অসুবিধা এবং কোনটি কাদের জন্য সুবিধাজনক।
- পুরনো কর ব্যবস্থার সুবিধা ও অসুবিধা
- নতুন কর ব্যবস্থার সুবিধা ও অসুবিধা
পুরনো কর ব্যবস্থার সুবিধা ও অসুবিধা
পুরনো কর ব্যবস্থায় (Income Tax) আপনারা বিভিন্ন ধরনের ডিডাকশন খুব বেশি পরিমাণে পাবেন কিন্তু এখানে কর প্রদানের ক্ষেত্রে শতাংশের হার খুব বেশি। যারা এই ব্যবস্থা অনুসরণ করবেন তাদের করের পরিমাণ বেশি গুনতে হবে। আপনারা পুরনো কর ব্যবস্থায় এডুকেশন, স্পেসিফিক ডিসিসের ক্ষেত্রে, বা সরকারী কোনো হাসপাতাল থেকে চিকিৎসা করালে, কিছু নির্দিষ্ট ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টে বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কর্মচারী প্রভিডেন্ট ফান্ড, শিশুদের টিউশন ফী এ ধরনের একাধিক ক্ষেত্রে কর ডিডাকশন পাবেন।
চেক বাউন্স হলে কত টাকা জরিমানা দেবেন। সঠিক নিয়ম জেনে রাখুন।
নতুন কর ব্যবস্থার সুবিধা ও অসুবিধা
নতুন কর ব্যবস্থায় আপনারা পুরনো কর (Income Tax) ব্যবস্থায় এতো ডিডাকশন পাবেন না। তবে এখানে আপনাকে পুরনো করের তুলনায় অনেক কম হারে কর গুনতে হবে। নতুন কর ব্যবস্থায় যে ডিডাকশন গুলো আপনারা পাবেন তা হলো 50 হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন, 80CCC(2) ধারা অনুযায়ী NPC ইনভেস্টমেন্ট, গ্র্যাচুইটি, পিপিএফ সহ ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে 15 হাজার টাকার ডিডাকশন পেয়ে যাবেন।
3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ব্যক্তিদের কোনো কর (Income Tax) প্রদান করতে হবেনা। 3 থেকে 6 লক্ষ টাকা আয়ের অপর 5 শতাংশ, 7 থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত 10 শতাংশ, 12 লক্ষ টাকার অপর 15 শতাংশ এবং 15 লক্ষ টাকা ও 15 লক্ষ টাকার অপরে আয়ের জন্য 20 ও 30 শতাংশে আয় দিতে হবে। এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কোন ব্যবস্থা অবলম্বন করবেন।
আপনার কাছে 5 ও 10 টাকার কয়েন আছে? পুরনো কয়েন আর চলবে না? RBI কি জানালো?
তবে চাকুরীজীবী বা অন্য করদাতা (Income Tax) তারা যতবার খুশি কর ব্যবস্থা বদলাতে পারবেন। যাদের ইনকাম সোর্স ব্যবসা তারাও নতুন কর ব্যবস্থায় জাওয়ার পর আবার পুরনো কর ব্যবস্থায় ফিরে যেতে পারবেন। তবে পুরাতন কর ব্যবস্থার মধ্যে থাকতে চান তাদের বাধ্যতামূলকভাবে 31 জুলাইয়ের মধ্যে কর জমা করে দিতে হবে। যদি তা না হয় তাহলে বাধ্যতামূলকভাবে নতুন কর ব্যবস্থার আওতায় চলে যেতে হবে।