LIC Plan – এলআইসির নতুন এই স্কিমে মিলবে ডবল রিটার্ন। স্কিম ও সুদের হার সম্পর্কে জেনে নিন।
লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা LIC Plan হলো দেশের সবচেয়ে বড়ো জীবন বীমা নিগম। অনেক বছর ধরে একই ভাবে নিজেকে স্বমহিমায় নিজের স্থান বজায় রেখে চলেছে। Life Insurance Corporation of India সবসময় দারুন দারুন স্কিম নিয়ে আসে। আর স্কিম গুলোতে খুব বেশি পরিমাণ সুদ দেওয়া হয়। তাই আজও অনেক ব্যাংক ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ব্যাপক হারে সুদ দেওয়ার পরও অনেক ব্যক্তি এই LIC Plan এর ওপর নির্ভর করে থাকে।
New LIC Plan in 2024 Interest Rate High
এছাড়া লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা LIC Plan এ টাকা ইনভেস্ট করেও একটা নিরাপত্তা থাকার ব্যাপারটি সমস্ত ব্যক্তিকে LIC দিকে এগিয়ে দেয়। শুধু তাই নয়, অল্প টাকা ইনভেস্ট করে অধিক টাকা রিটার্ন পাওয়ার একটি লাভজনক সুবিধা দিচ্ছে । বর্তমানে 2023 সালে LIC Plan অনেকগুলি নতুন স্কিম ঘোষণা করেছে। স্কিমগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি স্কিম হলো।
- জীবন শান্তি প্ল্যান
- জীবন আজাদ প্ল্যান
- জীবন কিরণ প্ল্যান
- জীবন উৎসব প্ল্যান
জীবন শান্তি প্ল্যান
লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে তথা LIC Plan এ কিছু নতুন স্কিম আনা হয়েছে এছাড়া আগের স্কিমটিকে পরিবর্তন ও সংশোধন করে নতুনিকরন করা হয়েছে। তেমনই একটি স্কিম জীবন শান্তি পরিকল্পনা সংশোধন করেছে। পরিবর্তিত নতুন জীবন শান্তি প্ল্যান আরও বেশি সুদের হার বাড়িয়েছে। 858 তে বার্ষিক পরিকল্পনার জন্য সুদের হার বৃদ্ধি করেছে যা গত বছরের 5 জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে।
এই স্কিম মূলত কর্মরত ও স্ব-নিযুক্ত পেশাদারদের জন্য ভালো একটি স্কিম। যেটাতে আপনার সঞ্চয় বিনিয়োগ করলে অধিক রিটার্ন পাওয়া যাবে। এই স্কিমে আপনি একক ও যৌথ ভাবেও পলিসি করতে পারবেন। আপনি এখানে মাত্র একবার টাকা বিনিয়োগ করে সারা জীবন এর সুবিধা নিতে পারবেন। আপনি এই প্ল্যানে দেড় লক্ষ থেকে শুরু করে নিজের ইচ্ছে মতন বিনিয়োগ করতে পারবেন।
জীবন আজাদ প্ল্যান
এলআইসির জীবন আজাদ প্ল্যানটি 2023 এর 20 জানুয়ারি চালু করা হয়েছিল। এই LIC Plan নং হলো 188. এই স্কিমে আপনি একক ভাবে সঞ্চয়ের জন্য বিনিয়োগ করতে পারবেন। এক্ষেত্রে আপনি একটি সীমিত মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারেন। পলিসির মেয়াদের মধ্যে পলিসি হোল্ডারের মৃত্যু হলে পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়। এই স্কিমে ঋণের সুবিধাও পাওয়া যায়। এই পলিসির মেয়াদ শেষ অবধি পলিসি হোল্ডার জীবিত থাকলে তিনি অতিরিক্ত লাভজনক নিশ্চিত রিটার্ন পেয়ে থাকেন।
স্টেট ব্যাংকের এই স্কিমে সর্বকালের উচ্চ রিটার্ন। আজই বিনিয়োগে বেশি সুবিধা।
জীবন কিরণ প্ল্যান
এলআইসির জীবন কিরণ হল একটি নতুন প্ল্যান। এই LIC Plan এর নং প্ল্যান নম্বর 870. এই প্ল্যানটি 2023 এর 27 জুলাই চালু করা হয়েছে। এই প্ল্যানে আপনি 15 লক্ষ টাকা অবধি বিনিয়োগ করতে পারেন। পলিসির মেয়াদ 10 থেকে 40 বছর পর্যন্ত হতে পারে। এই প্ল্যানে সর্বনিম্ন বিনিয়োগ হল 3 হাজার টাকা আর একক প্রিমিয়াম পলিসির জন্য 30 হাজার টাকা। এটি মূলত একটি নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং সেভিংস এবং জীবন বীমা প্ল্যান।
এই নতুন বীমা প্ল্যানটি অন্যান্য জীবন বীমাগুলির মতোই পলিসির মেয়াদে থাকাকালীন বীমাকৃত ব্যক্তির মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করবে এবং যদি বীমার অধীনে থাকা ব্যক্তি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত জীবিত থাকেন, সেই ক্ষেত্রে বীমার সময়সীমা শেষ হলে তাঁকে মোট প্রিমিয়াম ফিরিয়ে দেবে সংস্থা।
জীবন উৎসব প্ল্যান
জীবন উৎসব প্ল্যান নং 871. এই পলিসি 2023 এর 29 নভেম্বর চালু করা হয়েছে। এতে সর্বনিম্ন বিনিয়োগ করতে পারবেন 5 বছরের জন্য এবং সর্বোচ্চ বিনিয়োগের সময়কাল 16 বছর। পলিসিধারীদের বয়স 8 থেকে 65 বছর হতে হবে। এই জীবন উৎসব পরিকল্পনা হল একটি বিস্তৃত বীমা পরিকল্পনা যা নিশ্চিত রিটার্ন এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা প্রদান করে। এটি একটি অসংযুক্ত, অ-অংশগ্রহণকারী, ব্যক্তিগত সঞ্চয় পরিকল্পনা যা সমগ্র জীবন বীমা কভারেজ প্রদান করে।
বড় জরিমানার শাস্তি পেল LIC ! কোটি কোটি টাকা জরিমানা। মাথায় হাত সকল পলিসি গ্রাহকদের।
এখানে LIC এর সব ভালো সুবিধাজনক রিটার্ন প্রাপ্ত স্কিমগুলো সম্পর্কে আলোচনা করা হলো। আপনি চাইলে এরমধ্য থেকে বেছে নিয়ে আপনার সুবিধামতন স্কিমটি নিতে পারেন। এছাড়া আপনি আরও ভালো করে জানার জন্য চাইলে নিকটবর্তী অফিসে গিয়ে স্কীমগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন। এমন আরও কিছু সুবিধাজনক স্কিম বা প্ল্যান সমন্ধে জানতে নিয়মিত চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath